Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Bollywood

বলিউডে আসছেন খান পরিবারের আর এক কন্যা, এ বার নায়িকার ভূমিকায় সলমনের ভাগ্নি

সলমন খানের বোনের ২২ বছরের মেয়ে অবশ্য অভিষেকের জন্য তাড়াহুড়ো করেননি। আবার প্রথম ছবির জন্য বেশির ভাগ তারকা-কন্যার মতো তথাকথিত বাণিজ্যিক ছবির পরিচালকের কথায়ও সায় দেননি।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২২ ০৮:৫৪
Share: Save:
০১ ১৪
সলমন খানের ভাগ্নির নাকি বলিউডে অভিষেক হচ্ছে। বছর তিনেক ধরেই এমন কানাঘুষো চলছিল। বেশ কয়েক বার তো পেজ থ্রি-র পাতায় জায়গাও করে নিয়েছিল সে খবর। তবে তা উড়িয়ে দিয়েছিলেন খোদ সলমনের ভগ্নিপতি।

সলমন খানের ভাগ্নির নাকি বলিউডে অভিষেক হচ্ছে। বছর তিনেক ধরেই এমন কানাঘুষো চলছিল। বেশ কয়েক বার তো পেজ থ্রি-র পাতায় জায়গাও করে নিয়েছিল সে খবর। তবে তা উড়িয়ে দিয়েছিলেন খোদ সলমনের ভগ্নিপতি।

ছবি: সংগৃহীত।

০২ ১৪
এ বার নাকি খবর পাকা! সত্যিই বলিউডের পর্দায় দেখা যাবে সলমনের বোনের মেয়েকে। তবে চলতি বছরে নয়, ২০২৩ সালে। তার জন্য শুটিংও শুরু করে দিয়েছেন অলিজে অগ্নিহোত্রী।

এ বার নাকি খবর পাকা! সত্যিই বলিউডের পর্দায় দেখা যাবে সলমনের বোনের মেয়েকে। তবে চলতি বছরে নয়, ২০২৩ সালে। তার জন্য শুটিংও শুরু করে দিয়েছেন অলিজে অগ্নিহোত্রী।

ছবি: সংগৃহীত।

০৩ ১৪
শুধু মাত্র অলিজেই নন। শাহরুখ খানের মেয়ে সুহানা খান, শ্রীদেবীর মেয়ে খুশি কপূর এবং অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দারও অভিষেক হচ্ছে বলিউডে। তাঁদের নিয়ে কম মাতামাতি হচ্ছে না। তবে অভিষেকের বছর তিনেক আগে থেকেই অলিজের মতো তাঁরা শিরোনামে উঠে এসেছিলেন কি?

শুধু মাত্র অলিজেই নন। শাহরুখ খানের মেয়ে সুহানা খান, শ্রীদেবীর মেয়ে খুশি কপূর এবং অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দারও অভিষেক হচ্ছে বলিউডে। তাঁদের নিয়ে কম মাতামাতি হচ্ছে না। তবে অভিষেকের বছর তিনেক আগে থেকেই অলিজের মতো তাঁরা শিরোনামে উঠে এসেছিলেন কি?

ছবি: সংগৃহীত।

০৪ ১৪
হবে না-ই বা কেন? ফেসবুক বা টুইটারের কথা তো ছেড়েই দিন, কেবল মাত্র  ইনস্টাগ্রামে ১ লক্ষ ৩৩ হাজারেরও বেশি অনুরাগী রয়েছে অলিজের। অনুরাগীদের অনেকেরই আবদার, বাবা অতুল অগ্নিহোত্রীর মতো অভিনয়কেই পেশা হিসাবে বেছে নিন অলিজে।

হবে না-ই বা কেন? ফেসবুক বা টুইটারের কথা তো ছেড়েই দিন, কেবল মাত্র ইনস্টাগ্রামে ১ লক্ষ ৩৩ হাজারেরও বেশি অনুরাগী রয়েছে অলিজের। অনুরাগীদের অনেকেরই আবদার, বাবা অতুল অগ্নিহোত্রীর মতো অভিনয়কেই পেশা হিসাবে বেছে নিন অলিজে।

ছবি: সংগৃহীত।

০৫ ১৪
২২ বছরের অলিজে অবশ্য বলিউডে অভিষেকের জন্য তাড়াহুড়ো করেননি। আবার প্রথম ছবির জন্য বেশির ভাগ তারকা-কন্যার মতো তথাকথিত বাণিজ্যিক ছবির পরিচালকের কথায় সায়ও দেননি। বরং তিনি নাকি অভিষেক করবেন সৌমেন্দ্র পাধীর পরবর্তী সিনেমায়।

২২ বছরের অলিজে অবশ্য বলিউডে অভিষেকের জন্য তাড়াহুড়ো করেননি। আবার প্রথম ছবির জন্য বেশির ভাগ তারকা-কন্যার মতো তথাকথিত বাণিজ্যিক ছবির পরিচালকের কথায় সায়ও দেননি। বরং তিনি নাকি অভিষেক করবেন সৌমেন্দ্র পাধীর পরবর্তী সিনেমায়।

ছবি: সংগৃহীত।

০৬ ১৪
নেটফ্লিক্সের ওয়েব সিরিজ় ‘জামতারা’ বা ‘বুধিয়া সিং: বর্ন টু রান’-এর মতো জাতীয় পুরস্কারজয়ী সিনেমা করে জাত চিনিয়েছেন সৌমেন্দ্র। তাঁর পরের ছবির জন্য নাকি শুটিং করছেন অলিজে। তবে সব ঠিকঠাক থাকলে সে ছবির মুক্তি হতে পারে ২০২৩ সালে।

নেটফ্লিক্সের ওয়েব সিরিজ় ‘জামতারা’ বা ‘বুধিয়া সিং: বর্ন টু রান’-এর মতো জাতীয় পুরস্কারজয়ী সিনেমা করে জাত চিনিয়েছেন সৌমেন্দ্র। তাঁর পরের ছবির জন্য নাকি শুটিং করছেন অলিজে। তবে সব ঠিকঠাক থাকলে সে ছবির মুক্তি হতে পারে ২০২৩ সালে।

ছবি: সংগৃহীত।

০৭ ১৪
অলিজের বাবা অতুলও বেশ পরিচিত নাম। নব্বইয়ের দশকে মহেশ ভট্টের পরিচালনায় পূজা ভট্টের সঙ্গে ‘স্যর’ হোক বা মেহুল কুমারের ‘আঁসু বনে অঙ্গারে’ মতো ছবি অথবা সঞ্জয় গুপ্তের ‘আতিশ’, কমল হাসনের ‘চাচি ৪২০’— বেশ প্রশংসা কুড়িয়েছিলেন অতুল। তা ছাড়া, তিনি নিজেই দু’টি ছবি পরিচালনা করেছেন— ‘দিল নে জিসে অপনা কহা’ এবং ‘হ্যালো’। কেরিয়ারের শেষবেলায় এসে প্রযোজনাতেও নেমেছেন অতুল।

অলিজের বাবা অতুলও বেশ পরিচিত নাম। নব্বইয়ের দশকে মহেশ ভট্টের পরিচালনায় পূজা ভট্টের সঙ্গে ‘স্যর’ হোক বা মেহুল কুমারের ‘আঁসু বনে অঙ্গারে’ মতো ছবি অথবা সঞ্জয় গুপ্তের ‘আতিশ’, কমল হাসনের ‘চাচি ৪২০’— বেশ প্রশংসা কুড়িয়েছিলেন অতুল। তা ছাড়া, তিনি নিজেই দু’টি ছবি পরিচালনা করেছেন— ‘দিল নে জিসে অপনা কহা’ এবং ‘হ্যালো’। কেরিয়ারের শেষবেলায় এসে প্রযোজনাতেও নেমেছেন অতুল।

ছবি: সংগৃহীত।

০৮ ১৪
নিজের মেয়ের বলিউড অভিষেক নিয়ে অবশ্য তাড়াহুড়ো করাটা না-পসন্দ অতুলেরও। যদিও ২০১৯ সাল থেকেই শোনা যাচ্ছিল, অভিনয়ে আসছেন অলিজে। সে বছর সলমনের ‘দবং ৩’-তে ১৯ বছরের অলিজের অভিষেকের কথা শোনা গিয়েছিল।

নিজের মেয়ের বলিউড অভিষেক নিয়ে অবশ্য তাড়াহুড়ো করাটা না-পসন্দ অতুলেরও। যদিও ২০১৯ সাল থেকেই শোনা যাচ্ছিল, অভিনয়ে আসছেন অলিজে। সে বছর সলমনের ‘দবং ৩’-তে ১৯ বছরের অলিজের অভিষেকের কথা শোনা গিয়েছিল।

ছবি: সংগৃহীত।

০৯ ১৪
মেয়ের অভিষেকের খবরে তড়িঘড়ি মুখ খুলেছিলেন অতুল। বলেছিলেন, ‘‘পুরোপুরি ভুয়ো খবর। খবরের কাগজে পড়েছি বটে, তবে এ কথা সত্যি নয়।’’ যদিও তিনি এ-ও বলেছিলেন, ‘‘অলিজেকে বলেছি, মানুষজন যে ওকে নিয়ে এ সব বলাবলি করছে, তা আশীর্বাদ হিসাবে নিতে।’’

মেয়ের অভিষেকের খবরে তড়িঘড়ি মুখ খুলেছিলেন অতুল। বলেছিলেন, ‘‘পুরোপুরি ভুয়ো খবর। খবরের কাগজে পড়েছি বটে, তবে এ কথা সত্যি নয়।’’ যদিও তিনি এ-ও বলেছিলেন, ‘‘অলিজেকে বলেছি, মানুষজন যে ওকে নিয়ে এ সব বলাবলি করছে, তা আশীর্বাদ হিসাবে নিতে।’’

ছবি: সংগৃহীত।

১০ ১৪
বছর দুয়েক পর আবার একই জল্পনা ভাসছিল বলিউডের অন্দরে। গত বছর শোনা গিয়েছিল, সুরজ বরজাতিয়ার ছেলে অবনীশ বরজাতিয়ার ছবিতে অভিষেক হচ্ছে অলিজের। তাতে নাকি সানি দেওলের ছেলে রাজবীরও থাকবেন। তবে সেই ছবিও হয়নি আর অলিজের অভিষেকও দেখেনি বলিউড।

বছর দুয়েক পর আবার একই জল্পনা ভাসছিল বলিউডের অন্দরে। গত বছর শোনা গিয়েছিল, সুরজ বরজাতিয়ার ছেলে অবনীশ বরজাতিয়ার ছবিতে অভিষেক হচ্ছে অলিজের। তাতে নাকি সানি দেওলের ছেলে রাজবীরও থাকবেন। তবে সেই ছবিও হয়নি আর অলিজের অভিষেকও দেখেনি বলিউড।

ছবি: সংগৃহীত।

১১ ১৪
এ বার অলিজের অভিষেকের জল্পনা আরও জোরদার হয়েছে। বড় পর্দায় অভিষেকের আগে থেকেই অবশ্য তার প্রস্তুতি নিতে শুরু করেছিলেন অলিজে।

এ বার অলিজের অভিষেকের জল্পনা আরও জোরদার হয়েছে। বড় পর্দায় অভিষেকের আগে থেকেই অবশ্য তার প্রস্তুতি নিতে শুরু করেছিলেন অলিজে।

ছবি: সংগৃহীত।

১২ ১৪
বছর দুয়েক ধরে কোরিয়োগ্রাফার সরোজ খানের কাছে নাচের তালিম নিয়েছেন তিনি। ২০২০ সালের জুলাইয়ে সরোজের মৃত্যুর পর তাতে ছেদ পড়ে।

বছর দুয়েক ধরে কোরিয়োগ্রাফার সরোজ খানের কাছে নাচের তালিম নিয়েছেন তিনি। ২০২০ সালের জুলাইয়ে সরোজের মৃত্যুর পর তাতে ছেদ পড়ে।

ছবি: সংগৃহীত।

১৩ ১৪
সরোজ যে তাঁর আদর্শ, এমন কথাও লিখেছিলেন অলিজে। সরোজের মৃত্যুর পর ইনস্টাগ্রামে তাঁর মন্তব্য ছিল, ‘‘মাস্টার’জি আমার আদর্শ ছিলেন। ‘আমাদের নাচের’ ক্লাসের জন্য কোনও কিছু কোরিয়োগ্রাফি করলে চোখ বুজে সেই সঙ্গীতে নিজেকে ডুবিয়ে দিতেন। ধীরে ধীরে সঙ্গীতের লয় ফুটে উঠত তাঁর শারীরিক ভঙ্গিমায়। যেন একটি পাত্রে সব কিছু ভরে নিয়েছেন। বয়স তাঁর বাধা হয়ে দাঁড়ায়নি। প্রাণশক্তি কখনও তাঁকে ছেড়ে যায়নি। তাঁর সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত সম্মানের।’’

সরোজ যে তাঁর আদর্শ, এমন কথাও লিখেছিলেন অলিজে। সরোজের মৃত্যুর পর ইনস্টাগ্রামে তাঁর মন্তব্য ছিল, ‘‘মাস্টার’জি আমার আদর্শ ছিলেন। ‘আমাদের নাচের’ ক্লাসের জন্য কোনও কিছু কোরিয়োগ্রাফি করলে চোখ বুজে সেই সঙ্গীতে নিজেকে ডুবিয়ে দিতেন। ধীরে ধীরে সঙ্গীতের লয় ফুটে উঠত তাঁর শারীরিক ভঙ্গিমায়। যেন একটি পাত্রে সব কিছু ভরে নিয়েছেন। বয়স তাঁর বাধা হয়ে দাঁড়ায়নি। প্রাণশক্তি কখনও তাঁকে ছেড়ে যায়নি। তাঁর সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত সম্মানের।’’

ছবি: সংগৃহীত।

১৪ ১৪
সলমনের বোন অলভিরা খান অগ্নিহোত্রীর মেয়ে অলিজের একটি ভাইও রয়েছে। অলিজের থেকে বছর দুয়েকের ছোট আয়ানও অভিনয় করতে চান। তবে এখনও পর্যন্ত তাঁর সম্পর্কে বিশেষ কিছু শোনা যায়নি।

সলমনের বোন অলভিরা খান অগ্নিহোত্রীর মেয়ে অলিজের একটি ভাইও রয়েছে। অলিজের থেকে বছর দুয়েকের ছোট আয়ানও অভিনয় করতে চান। তবে এখনও পর্যন্ত তাঁর সম্পর্কে বিশেষ কিছু শোনা যায়নি।

ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy