Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Asin Thottumkal's Affair

বলিপাড়ার এক নায়কের প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন আসিন, সলমনের কারণে ভেঙে যায় সেই সম্পর্ক!

শোনা যায়, বলিপাড়ায় যখন চুটিয়ে কাজ করছেন আসিন, সেই সময়ই নাকি এক অভিনেতার প্রেমে পড়েছিলেন তিনি।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৩ ১৫:১১
Share: Save:
০১ ১৭
photo of Asin and Salman khan

বলিপাড়ায় কত যে প্রেমের জন্ম হয়েছে, আর কত প্রেমের যে যবনিকা পতন ঘটেছে, তার ইয়ত্তা নেই। নায়ক-নায়িকাদের মধ্যে সম্পর্কের সমীকরণ প্রতি মুহূর্তে বদলায়। আর এই নিয়ে জনমানসে কৌতূহলের অন্ত নেই। বলিপাড়ায় কান পাতলে এমন অনেক প্রেমের সম্পর্কের কথাই শোনা যায়। ঠিক যেমনটা শোনা গিয়েছিল অভিনেত্রী আসিন থোত্তুমকল এবং অভিনেতা নীল নিতিন মুকেশের ক্ষেত্রে।

ছবি সংগৃহীত।

০২ ১৭
photo of Asin

তামিল, তেলুগু ছবির দুনিয়া কাঁপিয়েছিলেন আসিন। পা রেখেছিলেন হিন্দি ছবির দুনিয়ায়। আমির খানের সঙ্গে ‘গজনি’, সলমন খানের সঙ্গে ‘রেডি’, অক্ষয় কুমারের সঙ্গে ‘হাউসফুল ২’, ‘খিলাড়ি ৭৮৬’-এর মতো সুপারহিট ছবিতে দেখা গিয়েছে আসিনকে।

ছবি সংগৃহীত।

০৩ ১৭
photo of Neil Nitin Mukesh

শোনা যায়, বলিপাড়ায় যখন চুটিয়ে কাজ করছেন আসিন, সেই সময় অভিনেতা নীল নিতিন মুকেশের প্রেমে পড়েছিলেন তিনি।

ছবি সংগৃহীত।

০৪ ১৭
photo of salman khan

নীল নিতিনের সঙ্গে আসিনের প্রেমের কাহিনি আলোচিত হয়েছিল বি-টাউনে। কিন্তু সেই সম্পর্ক টেকেনি। শোনা গিয়েছিল, সলমনের কারণেই নাকি নীলের সঙ্গে সম্পর্কে দাঁড়ি টানেন আসিন। ঠিক কী হয়েছিল?

ছবি সংগৃহীত।

০৫ ১৭
photo of  Asin

২০১১ সালে মুক্তি পেয়েছিল ‘রেডি’। এই ছবিতে সলমনের নায়িকা ছিলেন আসিন। বক্স অফিস কাঁপিয়েছিল সলমনের এই ছবি।

ছবি সংগৃহীত।

০৬ ১৭
photo of  Asin

শোনা যায়, ‘রেডি’র সাফল্যের পর থেকেই নাকি সলমনের নেকনজরে পড়েছিলেন আসিন। সলমনের সঙ্গে আসিনের ঘনিষ্ঠতাও বেড়েছিল।

ছবি সংগৃহীত।

০৭ ১৭
photo of  Asin and salman khan

সেই সময় নীল নিতিনের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন আসিন। আবার সলমনের সঙ্গে নায়িকার ঘনিষ্ঠতার খবরও প্রকাশ্যে এসেছিল। এমনও গুঞ্জন ছড়িয়েছিল যে, আসিন এবং সলমনের মধ্যে নাকি প্রেম চলছে। তবে তাতে সিলমোহর পড়েনি।

ছবি সংগৃহীত।

০৮ ১৭
photo of  Asin

সলমনের সঙ্গে আসিনের এ হেন ‘ঘনিষ্ঠতা’ একেবারেই পছন্দ করেননি নীল। এ কথা আসিনকে নাকি জানিয়েছিলেন অভিনেতা।

ছবি সংগৃহীত।

০৯ ১৭
photo of  salman khan

বাড়িতে বিভিন্ন সময় পার্টির আয়োজন করতেন সলমন। সেই পার্টিতে আমন্ত্রণ জানানো হত আসিনকে। সেই মতো ‘ভাইজানের’ বাড়িতে যেতেন আসিন। কিন্তু তা পছন্দ করতেন না নীল।

ছবি সংগৃহীত।

১০ ১৭
photo of Neil Nitin Mukesh

শোনা যায়, এই কারণে আসিনের সঙ্গে মতানৈক্য বাধে নীলের। সলমনের সঙ্গে মেলামেশা করতে আসিনকে বারণ করেন অভিনেতা।

ছবি সংগৃহীত।

১১ ১৭
photo of Asin

নীলের এই আপত্তি একেবারেই ভাল ভাবে নেননি আসিন। এই নিয়ে নীলের কোনও আপত্তিই শুনতে চাননি নায়িকা। যার জেরে দু’জনের সম্পর্কে শৈত্য আসে।

ছবি সংগৃহীত।

১২ ১৭
photo of Neil Nitin Mukesh

এর পর থেকেই নীল এবং আসিনের মধ্যে দূরত্ব বৃদ্ধি পেতে থাকে। শোনা গিয়েছিল, মোবাইলে মেসেজ করে সম্পর্ক শেষের কথা অভিনেতাকে জানিয়েছিলেন আসিন।

ছবি সংগৃহীত।

১৩ ১৭
photo of Akshay Kumar

২০১৬ সালে রাহুল শর্মার সঙ্গে বিয়ে হয় আসিনের। যার ঘটকালি করেছেন বলিপাড়ার ‘খিলাড়ি’ অক্ষয় কুমার।

ছবি সংগৃহীত।

১৪ ১৭
photo of Asin

নীল নিতিনের সঙ্গে বিচ্ছেদের পর জীবনে থিতু হতে চেয়েছিলেন আসিন। সংসার করতে চেয়েছিলেন। এই জন্য পাত্র খুঁজছিলেন তিনি। এ কথা অক্ষয় কুমারকে এক বার জানিয়েছিলেন নায়িকা।

ছবি সংগৃহীত।

১৫ ১৭
photo of Asin and Salman khan

‘হাউসফুল ২’ ছবির প্রচারপর্বে বিমানে রাহুলের সঙ্গে আসিনের আলাপ করান অক্ষয়। এক নামী মোবাইল সংস্থার মালিক রাহুলের সঙ্গেই গাঁটছড়া বাঁধেন আসিন। তাঁদের এক কন্যাসন্তান রয়েছে।

ছবি সংগৃহীত।

১৬ ১৭
photo of neil nitin mukesh

অতীত ভুলে ঘর বেঁধেছেন নীল নিতিনও। ২০১৭ সালে বিয়ে করেন নীল। পাত্রী রুক্মিণী সহায়। তাঁদেরও এক কন্যাসন্তান রয়েছে।

ছবি সংগৃহীত।

১৭ ১৭
photo of Salman Khan

এক সময় দু’জনের প্রেম ছিল। পরে তাঁরা অন্য কারও সঙ্গে ঘর বেঁধেছেন। এমন কাহিনি নতুন নয়। তবে আসিন এবং নীলের সম্পর্কে ভাঙনের কারণ হিসাবে সলমনকেই দায়ী করেছেন অনেকে।

ছবি সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy