রাশিয়ার আমজনতার একাংশকে ইউক্রেনের যুদ্ধে যেতে হবে। গোটা রাশিয়াকে চমকে দিয়ে এই ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সে নির্দেশ আসার কয়েক ঘণ্টার মধ্যেই দেশ ছাড়ার হিড়িক পড়েছে রুশ পুরুষদের মধ্যে। বিমানবন্দরগুলিতে পড়শি দেশে যাওয়ার জন্য ভিড় উপচে পড়েছে। পুতিন যদি যুদ্ধে পাঠান, এই ভয়ে স্বামীদের হাড়গোড় ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন রুশ পত্নীরা।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম দেশের আমজনতার একাংশকে কোনও যুদ্ধে পাঠানোর নির্দেশ দিয়েছেন পুতিন। ইউক্রেনের ময়দানে তিন লক্ষ রুশ নাগরিককে পাঠাতে চায় সরকার। এবং তাতেই দেশ জুড়ে সাড়া পড়ে গিয়েছে। কেউ দেশ ছেড়ে পালাচ্ছেন। কেউ বা আবার রুশ মন্ত্রীদের যুদ্ধের ময়দানে নামিয়ে দিতে পরামর্শ দিয়েছেন। এরই মাঝে পুতিন-বিরোধী ক্ষোভ জমতে শুরু করেছে রাশিয়ায়।