উত্তর-পূর্ব এবং দক্ষিণ ইউক্রেনের কিছু জায়গা রাশিয়ার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। ক্রাইমিয়ার সঙ্গে মূল রাশিয়ার ভূখণ্ডের যোগাযোগ রক্ষাকারী কের্চ ব্রিজের আংশিক ধ্বংসপ্রাপ্ত হওয়ার ঘটনাতেও রাশিয়ার বাহিনীর শ্লথতার প্রশ্ন উঠেছে। তার পরই দুই অভিজ্ঞ সেনা কমান্ডারকে বরখাস্ত করেন পুতিন। শনিবারই ইউক্রেনে হামলার ভার সের্গেইয়ের উপর ছাড়া হয়।