Rumours heard of Shreyash Iyer being punished after his insubordination towards bcci dgtl
Shreyas Iyer
ঈশানের মতোই মানছেন না নিয়ম, ‘অবাধ্য’ শ্রেয়সের ভবিষ্যৎ নিয়ে চিন্তা
ঈশান কিশনের মতো কি তিনিও নানা কারণে বোর্ডের ‘অবাধ্য’ হচ্ছেন? জল্পনা শুরু হয়েছে শ্রেয়স আয়ারকে নিয়ে।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতাশেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:০৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৪
নিয়ম মানছেন না শ্রেয়স আয়ার। ঘরোয়া ক্রিকেটের সপক্ষে বোর্ডের যে কড়াকড়ি, তাকে কি আদৌ পাত্তা দিচ্ছেন না তিনি? শ্রেয়সের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় ক্রিকেটপ্রেমীরা।
০২১৪
শ্রেয়সের শৃঙ্খলা নিয়ে বোর্ডের কাছে নানা খবর ভেসে আসছে। ঈশান কিশনের মতো কি তিনিও নানা কারণে বোর্ডের ‘অবাধ্য’ হচ্ছেন? জল্পনা শুরু হয়েছে শ্রেয়সকে নিয়ে।
০৩১৪
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টের দলে থাকলেও শেষ তিন টেস্টের দল থেকে বাদ পড়েছেন শ্রেয়স।
০৪১৪
ভারতের কোচ রাহুল দ্রাবিড় আগেই স্পষ্ট করে দিয়েছেন যে এক বার বাদ পড়লে ঘরোয়া ক্রিকেট খেলে কোনও ক্রিকেটারকে আবার জাতীয় দলে জায়গা করতে হবে।
০৫১৪
সেই কারণে মুম্বইয়ের হয়ে রঞ্জি খেলার কথা ছিল শ্রেয়সের। কিন্তু নাম তুলে নিয়েছেন তিনি।
০৬১৪
রঞ্জির কোয়ার্টার ফাইনালে মুম্বইয়ের খেলা বরোদার সঙ্গে। শুক্রবার থেকে সেই খেলা শুরু হয়েছে।
০৭১৪
শ্রেয়স নাকি মুম্বই ক্রিকেট সংস্থাকে জানিয়েছেন যে তাঁর পিঠে ব্যথা রয়েছে। সেই কারণে খেলবেন না তিনি।
০৮১৪
শ্রেয়সের উল্টো কথা শোনা যাচ্ছে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির স্পোর্টস সায়েন্স ও মেডিসিন বিভাগের প্রধান নিতিন পটেলের কথায়।
০৯১৪
তিনি জানিয়েছেন, শ্রেয়স সম্পূর্ণ সুস্থ। নতুন করে কোনও চোট লাগেনি তাঁর।
১০১৪
পটেলের কথার পরেই শ্রেয়সের ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছে।
১১১৪
গত সপ্তাহে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ স্পষ্ট করে দিয়েছেন যে কেন্দ্রীয় চুক্তির আওতায় থাকা ক্রিকেটারেরা যদি ঘরোয়া ক্রিকেট খেলতে না চান তা হলে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
১২১৪
ঈশান জাতীয় দল থেকে বাদ পড়ার পরে ঝাড়খণ্ডের হয়ে রঞ্জি খেলেননি। তার ফল ভুগতে হতে পারে তাঁকে। কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে পারেন তিনি।
১৩১৪
একই সমস্যায় পড়তে পারেন শ্রেয়সও। বিশেষ করে বোর্ডের মেডিক্যাল দল তাঁকে খেলতে বললেও তিনি যখন খেলেননি তখন বিষয়টি হয়তো ভাল ভাবে নেবে না বোর্ড।
১৪১৪
এখন দেখার, শ্রেয়সের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয় কি না।