মালিকানা বদলের সঙ্গে ভোলবদল মাইক্রোব্লগিং সাইট টুইটারের। কর্মী ছাঁটাই, শ্রমের সময় বাড়ানোর মতো সংস্থার অন্দরে একগুচ্ছ নীতি আনছেন আমেরিকার ধনকুবের ব্যবসায়ী ইলন মাস্ক। তা ছাড়া, টুইটার ব্যবহারকারীদের জন্যও খোলানলচে বদলে যাচ্ছে নিয়ম। ইলনের ঘোষণা, এ বার থেকে যাঁরা ভেরিফায়েড অ্যাকাউন্ট হিসেবে টুইটার ব্যবহার করতে চান, নামের পাশে ব্লু টিক পেতে হলে তাঁদের খরচ মাসে খরচ করতে হবে প্রায় ৮ ডলার (ভারতীয় মূল্যে প্রায় ৭০০ টাকা)।
আর এই প্রেক্ষিতে একাধিক নামীদামি সংস্থার নাম ব্যবহার করে টুইটে ভেসে আসছে নানা অদ্ভুত বার্তা। কোথাও নামী ঠান্ডা পানীয় সংস্থার নাম নিয়ে টুইট করে সদর্পে ঘোষণা করা হচ্ছে, তারাই প্লাস্টিক দূষণে বিশ্বে সর্বপ্রথম। কোথাও নামী ওষুধ সংস্থার নাম দিয়ে বলে দেওয়া হচ্ছে, এ বার ইনসুলিন পাওয়া যাবে বিনামূল্যে। বলাই বাহুল্য, এমন সব টুইটবার্তায় নেটাগরিকরা ধন্দে পড়েছেন।