ছবি মুক্তির আগে তেমন কোনও প্রচার নেই। কোনও সাক্ষাৎকারও দেননি শাহরুখ খান। অনুরাগীদের সঙ্গে, দর্শকের সঙ্গে ‘জওয়ান’ মুক্তির আগে অভিনেতার যোগাযোগের মাধ্যম হয়ে ওঠে এক্স (সাবেকি টুইটার) হ্যান্ডলের ‘#আস্কএসআরকে’ সেশনগুলি। কিন্তু তাঁর ছবির খাঁজে খাঁজে যে অন্য ছবির সূত্র রয়েছে, উল্লেখ রয়েছে বিভিন্ন দুর্ঘটনার— সে সব নিয়ে নীরব কেন বলিউডের ‘বাদশা’? ভোপাল গ্যাস দুর্ঘটনা, গোরক্ষপুর হাসপাতালে শিশুমৃত্যুর ঘটনা থেকে শুরু করে ‘জওয়ান’কে ছুঁয়ে গিয়েছে ‘স্বদেশ’, ‘কিল বিল’, ‘শোলে’র মতো ছবি। বাদ পড়েনি বিদেশি ওয়েব সিরিজ়ও। আড়ালে আবডালে নিজের ছবির মাধ্যমে কি কোথাও খোঁচাও দিয়ে ফেললেন শাহরুখ?
আজাদ না কি বিক্রম রাঠৌর— ‘জওয়ান’-এ তার পরিচয় আদতে কী? চার বছরের বিরতি নিয়ে আবার বড় পর্দায় ফিরলেন শাহরুখ। ছবির অন্তিম পর্বে দেশবাসীর উদ্দেশে বার্তাও দিলেন তিনি। বোঝালেন ‘আঙুলের’ ক্ষমতা (আড়ালে তার ব্যর্থতাও)। সরকার নির্বাচনের সময় কী কী প্রশ্নচিহ্ন তোলা প্রয়োজন, তা চোখে চোখ রেখে বললেন। সিনেমার সংলাপ ভেবে দর্শক তা ঢোঁক গিলে হজমও করলেন। কিন্তু ছবি দেখার সময়, শাহরুখ খান-নয়নতারা-বিজয় সেতুপতি-দীপিকা পাড়ুকোনের অভিনয়ের ফাঁকে যা রইল, তা দর্শকের মনে ধরা পড়ল কি?