Rakib Sarkar posted photo with Mahiya Mahi in his social media dgtl
Mahiya Mahi
ফেসবুক লাইভে স্বামীর সঙ্গে বিচ্ছেদের কথা জানান মাহি! পাল্টা পোস্ট রাকিবের, কী বললেন তিনি?
মাহিয়া তাঁদের বিচ্ছেদ প্রসঙ্গে বলেন, ‘‘একটা ছাদের নীচে যে দু’জন ভাল নেই, এটা শুধু ওই দু’জন বলতে পারবে। আর কেউ বুঝবে না।“
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতাশেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:১৭
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৪
ফেসবুক লাইভে এসে নিজেদের বিচ্ছেদের কথা জানিয়েছিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। পাল্টা ভিডিয়োতে নিজের মনের কথা জানাবেন বলেছিলেন স্বামী রাকিব সরকার। কিন্তু ভিডিয়ো নয়, পোস্ট করলেন ছবি। সঙ্গে কী লিখলেন তিনি?
০২১৪
বিয়ের তিন বছরের মাথায় সংসার ভাঙার খবর দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি।
০৩১৪
দিন কয়েক আগে ফেসবুক লাইভে এসে স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করেন তিনি।
০৪১৪
মাহিয়া তাঁদের বিচ্ছেদ প্রসঙ্গে বলেন, ‘‘একটা ছাদের নীচে যে দু’জন ভাল নেই এটা শুধু ওই দু’জন বলতে পারবে। আর কেউ বুঝবে না।“
০৫১৪
তিনি আরও বলেন, “আমাদের যে সম্পর্ক ছিল এবং সম্মান ছিল সেই জায়গা থেকে দু’জন ভেবেছিলাম সেপারেশনে যাব। যাব না, কারণ আমরা তো সেপারেশনে আছি। হয়তো খুব দ্রুত এটার একটা সমাপ্তি হবে। তবে আমি তাঁকে সম্মান করি।’’
০৬১৪
আপাতত স্বামীর থেকে আলদাই রয়েছেন। খুব শীঘ্রই তাঁদের আইনি বিচ্ছেদের প্রক্রিয়া সম্পন্ন হবে। কিন্তু তার আগেই ফের ফেসবুকে তিনি জানান, একা একা লাগছে তাঁর।