এই কাহিনি রাজস্থানের লোঙ্গেবালা সীমান্তের তনোট মন্দিরের। কথিত আছে, স্থানীয় দেবী তনোট (যিনি আওয়াদ মাতা নামে পরিচিত)-এর কৃপায় পাকিস্তানি বোমা ওই মন্দির এবং সংলগ্ন এলাকার কোনও ক্ষতি করতে পারেনি। মন্দির চত্বর এবং আশপাশে আছড়ে পড়া একটি বোমাও নাকি ফাটেনি। স্থানীয়দের দাবি, দেবী তনোটের কৃপায় ১৯৬৫ এবং ১৯৭১-এর যুদ্ধে পাক সেনাকে নাস্তানাবুদ করে ছেড়েছিল ভারতীয় সেনা।