Radhe Shyam: Prabhas & Pooja Hegde’s Love Saga Does Blockbuster Business Before Its Release By Crossing 200 Crores dgtl
Radhe Shyam
Radhe Shyam: মুক্তির আগেই উঠে এল টাকা! ২৫০ কোটি ঘরে তুলে নিল প্রভাস-পূজার প্রেম-কাহিনি ‘রাধে শ্যাম’
কিছু দিন আগেই কানাঘুষো শোনা গিয়েছিল, একটি ওটিটি সংস্থা ‘রাধে শ্যাম’ ছবির জন্য ৪০০ কোটি টাকাও দিতে চেয়েছিল প্রযোজকদের।
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২২ ০৭:৪৯
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৩
গত নভেম্বরে ট্রেলার মুক্তির পর থেকেই বলিপাড়ায় প্রভাস, পূজা হেগড়ে অভিনীত প্রেম-কাহিনি ‘রাধে শ্যাম’ নিয়ে উত্তেজনা তুঙ্গে। কিন্তু কোভিড-কাঁটায় পিছিয়ে গিয়েছে ওই ছবির মুক্তির।
০২১৩
১৪ জানুয়ারি পর্দায় আসার কথা ছিল ‘রাধে শ্যাম’-এর। কিন্তু করোনার সাম্প্রতিক স্ফীতির কারণে এসএস রাজামৌলির পরিচালনায় রামচরণ, জুনিয়র এনটিআর, আলিয়া ভট্ট, অজয় দেবগণ অভিনীত ‘আরআরআর’-এর মতোই পিছিয়ে যায় ‘রাধেশ্যাম’-এর মুক্তির দিন ক্ষণ।
০৩১৩
‘রাধেশ্যাম’ দেশে নির্মিত বিপুল বাজেটের ছবিগুলির মধ্যে একটি। যার ফলে মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ায় আর্থিক ক্ষতি নিয়ে বেশ চিন্তায় ছিলেন পরিচালক রাধাকৃষ্ণ কুমার।
০৪১৩
তবে এখন দেশে করোনা সংক্রমণ কিছুটা স্তিমিত হওয়ায় ছবি মুক্তির নতুন তারিখ ঘোষণা করলেন ছবি-নির্মাতারা। গত বুধবার নেটমাধ্যমে জানানো হয়েছে, আগামী ১১ মার্চ মুক্তি পেতে চলেছে এই ছবি।
০৫১৩
এ দিকে ছবি মুক্তির আগের ২৫০ কোটি টাকা ঘরে তুলে নিয়েছে ‘রাধে শ্যাম’।
০৬১৩
শুধু মাত্র টেলিভিশন এবং ডিজিটাল স্বত্ব বিক্রি করেই নাকি মোটা অঙ্ক ইতিমধ্যে প্রযোজকদের ঘরে ঢুকে গিয়েছে।
০৭১৩
কিছু দিন আগেই কানাঘুষো শোনা গিয়েছিল, একটি ওটিটি সংস্থা ‘রাধে শ্যাম’ ছবির জন্য ৪০০ কোটি টাকাও দিতে চেয়েছিল প্রযোজকদের। যদিও তা কোনও পক্ষ থেকেই নিশ্চিত করা হয়নি।
০৮১৩
‘বাহুবলী’ ছবির পর দেশের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে প্রভাস এক জন। তাঁর মুখ চেয়েই আগে পর্দায় মুক্তি চাইছেন নির্মাতা, এমনটাই জানিয়েছিলেন ‘রাধে শ্যাম’-এর সঙ্গে যুক্ত এক সূত্র।
০৯১৩
এই ছবি নিয়ে আরও একটি গুজব রটেছে বলিপাড়ায়। ‘রাধে শ্যাম’-এ অভিনয়ের জন্য প্রযোজকদের কাছ থেকে নাকি ১০০ কোটি টাকা চেয়ে বসেছেন প্রভাস।
১০১৩
শুধু তাই নয়, পর্দায় মুক্তির মুনাফা থেকেও নাকি কিছু অংশ চেয়েছেন অভিনেতা। যদিও এ বিষয়ে মুখ খোলেননি অভিনেতা এবং নির্মাতারা।
১১১৩
৩১ ডিসেম্বর শাহিদ কপূর অভিনীত ‘জার্সি’ এবং জানুয়ারির শুরুতে ‘আরআরআর’-এর মুক্তি বাতিল হওয়া দিয়ে ২০২২ সালের ক্ষতির খতিয়ান শুরু। ভরসা ছিল প্রভাসের ‘রাধে শ্যাম’ এবং অক্ষয়কুমারের ‘পৃথ্বীরাজ’-এর উপরে।
১২১৩
এই দু’টি বড় ছবি জানুয়ারিতে মুক্তি পাওয়ার কথা ছিল। তা-ও বাতিল হওয়ায় বছরের শুরুতেই প্রায় দেড় হাজার কোটি টাকা ক্ষতির ধাক্কা সামলাতে হয়েছে বলিউড ইন্ডাস্ট্রিকে।
১৩১৩
তবে এ বার এক এক করে মুক্তি পেতে চলেছে সেই সব ছবি। এখন দেখা যাক। পরিস্থিতির কতটা উন্নতি হয়।