R Madhavan was doubtful about his marriage for his dark complexion dgtl
R Madhavan
R. Madhavan: ভেবেছিলেন বিয়েই হবে না, তবু কেরিয়ার শুরুর আগেই বিয়ের পিঁড়িতে বসেন ‘কালো’ মাধবন!
গায়ের রং কালো হওয়ায় কেউ তাঁকে বিয়ে করবেন না, এমনটাই ভেবেছিলেন বলিউড অভিনেতা আর মাধবন।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ জুলাই ২০২২ ১৬:০২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেয়েছে রঙ্গনাথন মাধবন অভিনীত ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’ ছবিটি। মাধবন এই ছবিতে শুধু অভিনয়ই করেননি, একাধারে পরিচালক, প্রযোজক ও গল্পকারের ভূমিকাও পালন করেছেন তিনি।
০২১৫
ইতিমধ্যেই তাঁর কাজ দেখে প্রশংসায় পঞ্চমুখ সকলে। কিন্তু বলিউড ও দক্ষিণী সিনেমা জগতের দক্ষ অভিনেতাদের মধ্যে অন্যতম মাধবনের প্রথম জীবনে অভিনয়ের প্রতি কোনও আগ্রহই ছিল না।
০৩১৫
এমনকি, নিজের গায়ের রং নিয়েও অসন্তুষ্ট ছিলেন বলিউডের ‘ম্যাডি’। এক সময় ভেবেছিলেন, গায়ের রং কালো হওয়ার কারণে কেউ তাঁকে বিয়ে করতে রাজি হবেন না।
০৪১৫
সকলেই মাধবনকে দেখেই বলতেন, তিনি লম্বা, মিষ্টি দেখতে। কিন্তু তাঁর গায়ের রং কালো। এ জন্যই কেউ তাঁকে জীবনসঙ্গী হিসাবে পছন্দ করবেন না, দৃঢ় বিশ্বাস ছিল তাঁর।
০৫১৫
কিন্তু তাঁর ভুল ভাঙে সরিতার সঙ্গে আলাপ হওয়ার পর। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সরিতা তাঁর ছাত্রী ছিলেন। সরিতা নিজে থেকেই নাকি তাঁর সঙ্গে সময় কাটানোর প্রস্তাব দিয়েছিলেন।
০৬১৫
স্নাতক স্তরের পড়াশোনা শেষ করে মাধবন মিলিটারি প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে প্রস্তুত করেছিলেন। কিন্তু বয়সে ছয় মাসের ছোট হওয়ায় সেনাবাহিনীতে যোগ দিতে পারেননি তিনি।
০৭১৫
পরে মুম্বইয়ে তিনি ‘পাবলিক স্পিকিং ও পার্সোনালিটি ডেভেলপমেন্ট’ বিষয়ের উপর শিক্ষকতার সিদ্ধান্ত নেন।
০৮১৫
সেই সময় বিমানসেবিকার পদে চাকরি পাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছিলেন সরিতা। ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিতে মাধবনের শরণাপন্ন হয়েছিলেন তিনি।
০৯১৫
তখনই মাধবনের প্রেমে পড়েছিলেন সরিতা। তাঁর সঙ্গে ডেটে যেতে চান বলে প্রস্তাবও দেন তিনি।
১০১৫
ম্যাডি ভেবেছিলেন, এই সুযোগ হাতছাড়া করার কোনও অর্থ হয় না। সরিতার সঙ্গে দেখা করেছিলেন তিনি। দু’জনে বহু বছর একে অপরের সঙ্গে সময় কাটান।