Prakruti Mishra’s scandals made her centre of attraction in Big Boss 16 dgtl
Prakruti Mishra
অন্যের স্বামীর সঙ্গে ঘনিষ্ঠতা, ভাইরাল এমএমএস... বিতর্কে জর্জরিত প্রাক্রুতি এ বার বিগ বসে
সাম্প্রতিক অতীতে ব্যক্তিগত জীবনের ঘটনাপ্রবাহ প্রাক্রুতিকে চর্চায় এনেছে। ওড়িয়া অভিনেত্রী বিগ বসে যাচ্ছেন শুনে অনেকে তাই বলাবলি করছেন, তাঁর জীবনের আরও কোনও গোপন খবর প্রকাশ্যে আসতে পারে।
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২২ ১৬:২১
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
‘বিগ বস’-এর নতুন পর্বে অংশগ্রহণ করছেন প্রাক্রুতি মিশ্র। ওড়িয়া এই অভিনেত্রী তাই গত কয়েক দিন ধরে নতুন করে চর্চায় উঠে এসেছেন। এমএমএস বিতর্ক থেকে শুরু করে গোপন সম্পর্ক, প্রাক্রুতির ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া চলছেই।
০২১৫
অভিনয় নয়, সাম্প্রতিক অতীতে ব্যক্তিগত জীবনের একাধিক ঘটনাপ্রবাহ প্রাক্রুতিকে চর্চায় এনেছে। ওড়িয়া অভিনেত্রী বিগ বসে যাচ্ছেন শুনে অনেকে তাই বলাবলি করছেন, তাঁর জীবনের আরও কোনও গোপন খবর প্রকাশ্যে আসতে পারে।
০৩১৫
অতীতে বিগ বসের মঞ্চে প্রতিযোগীদের একাধিক কেলেঙ্কারি প্রকাশ্যে আসার নজির রয়েছে। তাঁদের ব্যক্তিগত জীবনের মোড়ক দর্শকদের চোখের সামনে উন্মোচিত হয়ে যায় এই মঞ্চে। রাখঢাক বিশেষ থাকে না।
০৪১৫
তারকাদের জীবন নিয়ে সাধারণের কৌতূহল বরাবরই বেশি। তাই বিগ বস দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন অনুরাগীরা। বিনোদন জগতের খ্যাতনামী তারকারা বিগ বসে অংশ নেন। একই সঙ্গে যে সমস্ত তারকার পরিচিতি তুলনামূলক কম, এই রিয়্যালিটি শো থেকে তাঁরা উঠে আসেন জনপ্রিয়তার শীর্ষে।
০৫১৫
প্রাক্রুতি মিশ্র প্রথম খবরের শিরোনামে উঠে আসেন চলতি বছরের জুলাই মাসে। তাঁর একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছিল। ওড়িয়া অভিনেতা বাবুশান মোহান্তির সঙ্গে নাম জড়িয়েছিল প্রাক্রুতির।
০৬১৫
ওড়িয়া চলচ্চিত্র জগতে এক সঙ্গে কাজ করেন প্রাক্রুতি এবং বাবুশান। এক সঙ্গে ছবিও করেছেন তাঁরা। অভিনেত্রীর ঘনিষ্ঠ হিসাবে পরিচিত ছিলেন বাবুশান। আর বিতর্ক দানা বাঁধে সেখানেই।
০৭১৫
জুলাই মাসে ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, প্রাক্রুতির সঙ্গে প্রকাশ্য রাস্তায় বচসায় জড়িয়ে পড়েছেন বাবুশানের স্ত্রী ত্রুপ্তি।
০৮১৫
প্রাক্রুতি এবং বাবুশান একই গাড়িতে ছিলেন। এক সঙ্গে উৎকল দিবসের অনুষ্ঠানে যাচ্ছিলেন তাঁরা। মাঝরাস্তায় গাড়ি আটকে দাঁড়ান ত্রুপ্তি। সঙ্গে ছিলেন তাঁর বাবা এবং কয়েক জন দুষ্কৃতী।
০৯১৫
প্রাক্রুতিকে গাড়ি থেকে টেনে নামাতে দেখা গিয়েছিল বাবুশানের স্ত্রীকে। অভিনেত্রীকে তিনি মারধর করেছিলেন বলেও অভিযোগ। কোনও রকমে ত্রুপ্তির হাত থেকে নিজেকে ছাড়িয়ে গাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিলেন প্রাক্রুতি। নায়িকার মার খাওয়ার সেই ভিডিয়ো নিয়ে বহু দিন পর্যন্ত চর্চা চলেছিল।
১০১৫
এই ঘটনার পর একটি ভিডিয়ো তৈরি করেন বাবুশান। সেখানে তিনি জানিয়েছিলেন, তাঁর সঙ্গে কোনও নায়িকার কাজের বাইরে আর কোনও সম্পর্ক নেই। প্রাক্রুতি তাঁর ‘বন্ধু’। তাঁকে নিয়ে যে অভিনেতার পরিবারের সমস্যা আছে তা-ও নাকি তিনি জানতেন না।
১১১৫
বাবুশান জানান, প্রাক্রুতি তো দূর, আর কোনও অভিনেত্রীর সঙ্গেই কাজ করবেন না তিনি। স্ত্রী ও শ্বশুরের কাছে ক্ষমাও চেয়ে নেন বাবুশান মোহান্তি। জানান, তাঁর স্ত্রী এমন আচরণ করবেন, তা তিনি ভাবতে পারেননি।
১২১৫
বাবুশানের স্ত্রী ও শ্বশুরের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন প্রাক্রুতি। পাঁচ কোটি টাকার সেই মামলা এখনও আদালতে বিচারাধীন।
১৩১৫
বাবুশান-বিতর্কের রেশ কাটতে না কাটতেই অন্য প্রসঙ্গে প্রাক্রুতির নাম ফের শিরোনামে উঠে আসে। তাঁর একটি এমএমএস অনলাইনে ফাঁস হয়ে গিয়েছে বলে অভিযোগ ওঠে। যদিও প্রাক্রুতি বা অন্য কেউ এই ভিডিয়োর সত্যতা স্বীকার করেননি।
১৪১৫
এ হেন অভিনেত্রী বিগ বসের ১৬তম পর্বে আসছেন। তাঁকে নিয়ে দর্শকদের মধ্যে তাই বাড়তি কৌতূহল তৈরি হয়েছে।
১৫১৫
একাধিক ওড়িয়া ধারাবাহিক এবং ছবিতে কাজ করেছেন প্রাক্রুতি। তা ছাড়া, বিভিন্ন হিন্দি ছবি ও ওয়েব সিরিজেও তাঁকে দেখা গিয়েছে। শনিবার (১ অক্টোবর) থেকেই শুরু হচ্ছে বিগ বস ১৬। সেখানে প্রাক্রুতির দিকে আলাদা করে নজর থাকবে।