Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Polio Paul

৭০ বছরেরও বেশি কেটেছে লোহার সিলিন্ডারে, মৃত্যুর আগে কোটি কোটির সম্পত্তি রেখে গেলেন আইনজীবী

৭৮ বছর বয়সে সম্প্রতি মারা গেলেন সেই পল আলেকজান্ডার, যিনি ‘পোলিয়ো পল’ নামে পরিচিত। উত্তরসূরিদের জন্য তিনি রেখে গিয়েছেন বিশাল সম্পত্তি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৪ ১২:১৩
Share: Save:
০১ ১৫
image of paul

পোলিয়ো থেকে সেরে উঠেছিলেন। জীবনের ৭০ বছরেরও বেশি সময় কাটিয়েছেন লোহার ফুসফুস দিয়ে। ৭৮ বছর বয়সে সম্প্রতি মারা গেলেন সেই পল আলেকজান্ডার, যিনি ‘পোলিয়ো পল’ নামে পরিচিত। উত্তরসূরিদের জন্য তিনি রেখে গিয়েছেন বিশাল সম্পত্তি।

০২ ১৫
১৯৫২ সাল। পলের বয়স তখন ছ’বছর। পোলিয়োমাইলাটিস ধরা পড়ে তাঁর। পোলিয়ো ভাইরাসের সংক্রমণে এই ছোঁয়াচে রোগ হয়। তার প্রভাব ছিল ভয়ঙ্কর। কিন্তু পল হাল ছাড়েননি।

১৯৫২ সাল। পলের বয়স তখন ছ’বছর। পোলিয়োমাইলাটিস ধরা পড়ে তাঁর। পোলিয়ো ভাইরাসের সংক্রমণে এই ছোঁয়াচে রোগ হয়। তার প্রভাব ছিল ভয়ঙ্কর। কিন্তু পল হাল ছাড়েননি।

০৩ ১৫
image of paul

১৯৪৬ সালের ৩০ জানুয়ারি আমেরিকার টেক্সাসের ডালাসে জন্ম পলের। পোলিয়ো থেকে সেরে উঠেছিলেন। কিন্তু তার প্রভাব পড়েছিল শ্বাসযন্ত্রে। শ্বাসযন্ত্রে পক্ষাঘাত হয়েছিল। কৃত্রিম ভাবে শ্বাসপ্রশ্বাস চালানোর জন্য লোহার ফুসফুস বসানো হয়েছিল শরীরে।

০৪ ১৫
image of paul

২০২০ সালে ‘দ্য গার্ডিয়ান’-এ একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে লেখা হয়েছিল, পোলিয়োর কারণে গলার নীচ থেকে পক্ষাঘাতগ্রস্ত হয় পলের।

০৫ ১৫
image of paul

পরের ৭২ বছর কেটেছিল একটি লোহার সিলিন্ডারের ভিতর। সিলিন্ডারের বাইরে ছিল শুধু পলের মাথা। বালিশের উপর রাখা থাকত মাথা। গলা থেকে বাকি শরীর সিলিন্ডারের ভিতর।

০৬ ১৫
image of paul

যন্ত্রের মাধ্যমে সিলিন্ডারের ভিতর থেকে হাওয়া বার করে আনা হত। সিলিন্ডারের ভিতর বায়ুচাপ কমে যাওয়ায় প্রসারিত হত ফুসফুস। এ ভাবে চলত শ্বাসক্রিয়া।

০৭ ১৫
image of paul

এত কিছু পরেও পল থামেননি। কলেজে গিয়েছেন। আইন নিয়ে পড়াশোনা করে আইনজীবী হয়েছেন। তিনি লেখকও। চিকিৎসার খরচ জোগানোর জন্য সমাজমাধ্যমের দ্বারস্থ হয়েছিলেন তাঁর বন্ধু। সেখানেও প্রায় এক লক্ষ ৪৩ হাজার ডলার অনুদান মিলেছে। ভারতীয় মুদ্রায় যা এক কোটি টাকারও বেশি।

০৮ ১৫
image of paul

অনুদানকারীদের ধন্যবাদ জানিয়েছেন পলের ভাই ক্রিস্টোফার। তিনি লেখেন, ‘‘আপনাদের জন্যই আমার ভাই শেষ ক’বছর নিশ্চিন্তে কাটিয়েছেন।’’

০৯ ১৫
image of paul

বিশাল সম্পত্তি রেখে গিয়েছেন পল। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নামও রয়েছে তাঁর। পলের থেকে বেশি সময় কেউ লোহার সিলিন্ডারের ভিতর বাঁচেননি।

১০ ১৫
image of paul

২১ বছর বয়সে আইনে স্নাতক হন তিনি। তবে এক দিনও সশরীরে ক্লাসে যেতে পারেননি। সে দিক থেকেও তিনি অনেকটাই আলাদা।

১১ ১৫
image of paul

সংবাদমাধ্যমের দাবি, ডালাসের সাদার্ন মেথডিস্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করেছিলেন পল। কর্তৃপক্ষ অনুমতি দেননি। এর পর অস্টিনের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন তিনি।

১২ ১৫
image of paul

এর পর দশকের পর দশক কোর্টে গিয়ে মক্কেলদের হয়ে লড়াই করেছেন পল। মামলা জিতেছেন। কোট-প্যান্ট পরে হুইল চেয়ারে চেপে যেতেন তিনি।

১৩ ১৫
image of paul

দিনে কিছুটা সময় পল সেই সিলিন্ডারের বাইরে থাকতে পারতেন। সে সময় কী ভাবে শ্বাসপ্রশ্বাস নেবেন, তার প্রশিক্ষণ নিয়েছিলেন। শুনানির সময় নিজেই শ্বাস নিতেন তিনি।

১৪ ১৫
image of paul

একটি সাক্ষাৎকারে পল বলেছিলেন, ‘‘ছোটবেলাতেই বুঝেছিলাম, শারীরিক কসরত আমার দ্বারা হবে না। বাস্কেটবল কোনও দিন খেলতে পারব না। মাথা দিয়ে যে কাজ হয়, তা করতে পারব।’’ পল করেও ছিলেন তাই। আইনজীবী হয়েছিলেন তিনি। জয় করেছিলেন প্রতিবন্ধকতা।

১৫ ১৫
image of paul

পোলিয়ো ভাইরাসের তিনটি ধরন রয়েছে। টাইপ ১, টাইপ ২, টাইপ ৩। ১৯৯৯ সালে টাইপ ২ ভাইরাস পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছে। ২০২০ সালে টাইপ ৩ ভাইরাস বিলুপ্ত হয়েছে। ২০২২ সালে প্রায় সারা পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছে টাইপ ১ ভাইরাস। এই ভাইরাস শুধু পাকিস্তান এবং আফগানিস্তানে রয়ে গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy