স্বাধীনতা দিবসের ভাষণ দিতে প্রতি বছরই মাথায় রঙিন পাগড়ি বেঁধে হাজির হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতি বারই পাগড়ির রং বদলায়। কেতা বদলায়। ৭৭তম স্বাধীনতা দিবসেও বদলেছে। মঙ্গলবার সকালে লাল কেল্লায় মোদী বক্তৃতা করেছেন রংবেরঙের রাজস্থানি বাঁধনি ছাপের পাগড়ি পরে। হঠাৎ রাজস্থানি পাগড়ি কেন? কারণ কি রাজস্থানের আসন্ন ভোট? মোদীর পোশাক নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তাত্ত্বিক কাটাছেঁড়া।
দেশের পোশাক সচেতন রাজনীতিবিদদের মধ্যে প্রধানমন্ত্রী মোদী যে অন্যতম, তা তাঁর সমালোচকেরাও মানবেন। গুজরাতের মুখ্যমন্ত্রী থাকার সময় থেকেই পোশাক-পরিচ্ছদ নিয়ে মোদীর সচেতনতার প্রমাণ পাওয়া যেত। শোনা যায়, এক দিনে দু’জায়গায় বক্তৃতা থাকলে মোদীর গাড়িতে দু’টি আলাদা পোশাক আলাদা জ্যাকেট, প্রয়োজনে আলাদা উড়নিও রাখা হত এক সময়ে।