Players can participate in the IPL 2024 even if they were not sold in the IPL auction dgtl
IPl Auction 2024
নিলামে কোনও দল না পেলেও ক্রিকেটাররা খেলতে পারবেন আইপিএলে! কী ভাবে?
অন্তত ২৫৬ জন ক্রিকেটার কোনও দল পাবেন না। কিন্তু তার পরেও তাঁদের আইপিএল খেলার সম্ভাবনা রয়েছে। তার জন্য রয়েছে বিশেষ নিয়ম।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতাশেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৩ ১৪:২১
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৯
চলছে আইপিএল ২০২৪-এর নিলাম। ১০টি দলে জায়গা খালি ৭৭ জন ক্রিকেটারের। অথচ নিলামে নাম লিখিয়েছেন ৩৩৩ জন ক্রিকেটার। তা হলে কী হতে চলেছে বাকি ২৫৬ জনের ভবিষ্যৎ?
০২০৯
আইপিএলের নিলামে রয়েছেন ৩৩৩ জন ক্রিকেটার। জায়গা খালি ৭৭ জনের। অর্থাৎ, অন্তত ২৫৬ জন ক্রিকেটার কোনও দল পাবেন না।
০৩০৯
কিন্তু তার পরেও তাঁদের আইপিএল খেলার সম্ভাবনা রয়েছে। তার জন্য রয়েছে বিশেষ নিয়ম। কী সেই নিয়ম?
০৪০৯
আইপিএলের প্রথম রাউন্ডে যে সব ক্রিকেটারদের কোনও দল কিনবে না, তাঁদেরও সুযোগ থাকবে পরের রাউন্ডে বিক্রি হওয়ার।
০৫০৯
কারণ, শেষ বেলায় সেই ক্রিকেটারদের নাম আরও এক বার ডাকা হবে। তখন কোনও ফ্র্যাঞ্চাইজ়ি চাইলে তাঁদের মধ্যে কাউকে কিনতে পারে।
০৬০৯
অনেক সময় নিলামের শুরুতে বড় নামের দিকে ঝোঁক থাকে ফ্র্যাঞ্চাইজ়িগুলির। তার পর নিলামের শেষের দিকে ঘরোয়া ক্রিকেটারদের দিকে তাকায় তারা। তখনই সেই ক্রিকেটারদের দলে নেওয়া হতে পারে।
০৭০৯
যদি আইপিএলের নিলাম শেষ হয়ে যাওয়ার পরেও কোনও ক্রিকেটার দল না পান তার পরেও তাঁর খেলার সুযোগ রয়েছে।
০৮০৯
যদি প্রতিযোগিতা শুরুর আগে বা প্রতিযোগিতা চলাকালীন কোনও ক্রিকেটার চোট পান তা হলে তাঁর পরিবর্ত হিসাবে অন্য কোনও ক্রিকেটারকে নেওয়া যাবে।
০৯০৯
তবে সেটা নিলামে নথিভুক্ত ক্রিকেটারদের মধ্যে থেকেই। অর্থাৎ, বাইরের কাউকে নিতে পারবে না ফ্র্যাঞ্চাইজ়িগুলি।