মিছিলে দেখা গিয়েছে টলিউডের খ্যাতনামী তারকাদের মুখ। মিছিলে যোগদান দিতে কলেজ স্কোয়্যারে পৌঁছে যান বড় পর্দার অভিনেত্রী থেকে ছোট পর্দার তারকারাও।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৪০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১২৬
রবিবারের দুপুর। ঘড়ির কাঁটা তখন তিনটে ছুঁইছুঁই। তার আগে থেকেই উত্তর কলকাতার রাস্তায় আমজনতার সমাবেশ। কারও হাতে ব্যানার, কেউ আবার হাতে পতাকা নিয়ে নেমে পড়েছেন। চারদিকে স্লোগান ছড়িয়ে পড়ছে। দ্রুত বিচার পাওয়ার দাবিতে।
০২২৬
আরজি কর-কাণ্ডের প্রতিবাদে এবং ধর্ষণ ও খুনের ঘটনায় বিচার চেয়ে ‘আমরা তিলোত্তমা’র ব্যানারে হওয়া প্রতিবাদ মিছিলে কার্যত থমকে গেল মধ্য কলকাতার একাংশ।
০৩২৬
রবিবার দুপুর ৩টে থেকে কলেজ স্কোয়্যার থেকে মিছিল শুরু হয়। মিছিল শেষ ধর্মতলায়।
০৪২৬
মিছিলে দেখা গিয়েছে টলিউডের খ্যাতনামী তারকাদের মুখ। যোগ দিয়েছিলেন বড় পর্দার অভিনেত্রী থেকে ছোট পর্দার তারকারাও।
০৫২৬
পোস্টার হাতে স্বস্তিকা মুখোপাধ্যায়। মিছিলে তাঁর পাশে হাঁটছেন অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী।