ফুটবল স্কিলের জন্য তো হামেশাই শিরোনামে থাকেন। এ বার তাঁর নয়া হেয়ার স্টাইলের জন্যও নজর কাড়ছেন নেইমার। চিরপরিচিত ‘মোহক’ উড়িয়ে দিয়ে লা লিগায় এখন দেখা যাচ্ছে নয়া চেহারার নেইমারকে। গত ২০০৯-এর পর থেকে এক বারও বদলাননি তাঁর হেয়ার কাট।
তা, হঠাৎ এই নতুন স্টাইল কেন? বার্সেলোনার ফুটবলার জানিয়েছেন, এনবিএ-স্টার স্টিফেন কারির মতো দেখতেই এই নয়া হেয়ার স্টাইল। দু’জনকে কি একই রকম দেখতে লাগছে না? ব্রাজিলীয় তারকা জানিয়েছেন, “আরে, আমি তো তা-ই চাই।”
এর আগেও বহু বার হেয়ার স্টাইল পাল্টেছেন তিনি। গ্যালারির পাতায় এ বার রইল নেইমারের নানা স্টাইল। ছবি: ইন্সটাগ্রাম।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy