এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৬
২৯ ফেব্রুয়ারির পর আর ব্যাঙ্কিং পরিষেবা দিতে পারবে না বেসরকারি ব্যাঙ্কিং সংস্থা পেটিএম। বুধবার এমনই নির্দেশ দিয়েছে রিজ়ার্ভ ব্যাঙ্ক। কিন্তু হঠাৎ কেন এই নির্দেশ? পেটিএমের অ্যাকাউন্টগুলি কি যুক্ত আর্থিক প্রতারণার সঙ্গে?
০২১৬
পেটিএমের বিরুদ্ধে পদক্ষেপ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আরবিআই জানিয়ে দিয়েছে ২৯ ফেব্রুয়ারির পর আর ব্যাঙ্কিং পরিষেবা দিতে পারবে না তারা।
০৩১৬
কোনও গ্রাহকের অ্যাকাউন্ট, ওয়ালেট বা ফাসট্যাগে কোনও টাকা জমা নিতে বা ক্রেডিটে লেনদেনও করতে পারবে না।
০৪১৬
কেন এই ‘শাস্তি’? আরবিআই জানিয়েছিল, ‘ক্রমাগত নিয়ম লঙ্ঘন’ এবং তত্ত্বাবধানের অভাবেই এই পদক্ষেপ করা হয়েছে জনপ্রিয় অনলাইন লেনদেন মাধ্যমটির উপরে।
ওই অ্যাপে উপযুক্ত তথ্য, পরিচয় ছাড়াই হাজার হাজার অ্যাকাউন্ট খোলা হয়েছে। অধিকাংশ অ্যাকাউন্টেই কেওয়াইসি বা সাধারণ ব্যাঙ্কিং তথ্য ঠিক নেই।
০৭১৬
দেখা গিয়েছে, একটি প্যান নম্বর থেকেই হাজারখানেক অ্যাকাউন্ট পেটিএমের সঙ্গে জুড়ে রয়েছে।
০৮১৬
এর ফলে আর্থিক দুর্নীতির সম্ভাবনা আরও বেড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। তাই তড়িঘড়ি পেটিএমের লেনদেনে রাশ টানছে সরকার।
০৯১৬
অভিযোগ, উপযুক্ত তথ্যপ্রমাণ ছাড়াই যে অ্যাকাউন্টগুলি পেটিএমে খোলা হয়েছে, সেখান থেকে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে বিভিন্ন অ্যাকাউন্টে।
১০১৬
আরবিআই ওই অ্যাকাউন্টগুলির নথি খতিয়ে দেখতে গিয়ে গলদ খুঁজে পেয়েছে। প্রায় কোনও অ্যাকাউন্টেরই উপযুক্ত নথি মেলেনি বলে অভিযোগ।
১১১৬
আরবিআইয়ের সন্দেহ, উপযুক্ত তথ্যপ্রমাণ ছাড়া যে অ্যাকাউন্টগুলি পেটিএমে রয়েছে, সেগুলির কোনওটা আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত থাকতে পারে।
১২১৬
সহজেই প্রশাসনের চোখ এড়িয়ে এ ভাবে দুর্নীতির টাকা লেনদেন সম্ভব। সূত্রের খবর, পেটিএমের এই অনিয়মের কথা আর্থিক দুর্নীতি সংক্রান্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে জানিয়েছে।
১৩১৬
সংবাদ সংস্থা রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, পেটিএমে এই সম্ভাব্য দুর্নীতি খতিয়ে দেখবে ইডি।
১৪১৬
পেটিএমের অভিভাবক সংস্থা ওয়ান৯৭ কমিউনিকেশন লিমিটেড আরবিআইয়ের কোপে পড়েছে। ওই সংস্থার মাধ্যমে লেনদেনে গোপন তথ্য ফাঁসের সম্ভাবনাও রয়েছে বলে জানতে পেরেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।
১৫১৬
যদিও তারা জানিয়েছে, ২৯ ফেব্রুয়ারির পরেও গ্রাহকেরা পেটিএম অ্যাকাউন্ট থেকে অনলাইনে টাকা দিতে পারবেন।
১৬১৬
পেটিএম অ্যাকাউন্টে টাকা জমা থাকলে তা ব্যবহার করতে পারবেন গ্রাহকেরা। সেভিংস এবং কারেন্ট, দুই অ্যাকাউন্টের ক্ষেত্রেই এই নিয়ম কার্যকর হবে।