Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Model

আঙুল দেখলেই পালিয়ে যান ‘বিশেষ’ বন্ধুরা! আমেরিকায় ঢুকতেই পারেন না এই মডেল

প্রাপ্তবয়স্কদের ওয়েবসাইটে নিজের ছবি এবং ভিডিয়ো পোস্ট করে রোজগার করেন মিকায়েলা। অস্ট্রেলিয়ার পার্‌থের বাসিন্দা ২৩ বছর বয়সি এই মডেল।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৪ মে ২০২৩ ১৫:১০
Share: Save:
০১ ১৮
কখনও বিকিনি পরা ছবি, কখনও বা শরীরে নেই সুতোর আবরণ। প্রাপ্তবয়স্কদের ওয়েবসাইটে এমন ভাবেই ছবি এবং ভিডিয়োতে ধরা দেন মিকায়েলা টেস্টা। এই পথেই নিজের পেশা খুঁজে নিয়েছেন তিনি। প্রতি মাসে ১ লক্ষ ৬২ হাজার ডলার (ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ১ কোটি ৩২ লক্ষ টাকা) উপার্জন করেন মিকায়েলা।

কখনও বিকিনি পরা ছবি, কখনও বা শরীরে নেই সুতোর আবরণ। প্রাপ্তবয়স্কদের ওয়েবসাইটে এমন ভাবেই ছবি এবং ভিডিয়োতে ধরা দেন মিকায়েলা টেস্টা। এই পথেই নিজের পেশা খুঁজে নিয়েছেন তিনি। প্রতি মাসে ১ লক্ষ ৬২ হাজার ডলার (ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ১ কোটি ৩২ লক্ষ টাকা) উপার্জন করেন মিকায়েলা।

০২ ১৮
‘দুষ্টু’ সাইটে নিজের ছবি এব‌ং ভিডিয়ো পোস্ট করে রোজগার করেন মিকায়েলা। অস্ট্রেলিয়ার পার্‌থের বাসিন্দা ২৩ বছর বয়সি এই মডেল। সমাজমাধ্যমেও অনুরাগী মহল ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে তাঁর। ইতিমধ্যেই ইনস্টাগ্রামে তাঁর অনুরাগী সংখ্যা ৭ লক্ষের গণ্ডি পার করেছে।

‘দুষ্টু’ সাইটে নিজের ছবি এব‌ং ভিডিয়ো পোস্ট করে রোজগার করেন মিকায়েলা। অস্ট্রেলিয়ার পার্‌থের বাসিন্দা ২৩ বছর বয়সি এই মডেল। সমাজমাধ্যমেও অনুরাগী মহল ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে তাঁর। ইতিমধ্যেই ইনস্টাগ্রামে তাঁর অনুরাগী সংখ্যা ৭ লক্ষের গণ্ডি পার করেছে।

০৩ ১৮
তবে, মিকায়েলার পুরুষ অনুরাগীর সংখ্যা এতটাই বেশি যে, নাইট ক্লাব থেকে পাব, রেস্তরাঁ— যেখানেই বন্ধুবান্ধবের সঙ্গে যান, সেখানেই পুরুষেরা ঘিরে ধরেন মিকায়েলাকে। তাঁর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটাতে চান সকলে।

তবে, মিকায়েলার পুরুষ অনুরাগীর সংখ্যা এতটাই বেশি যে, নাইট ক্লাব থেকে পাব, রেস্তরাঁ— যেখানেই বন্ধুবান্ধবের সঙ্গে যান, সেখানেই পুরুষেরা ঘিরে ধরেন মিকায়েলাকে। তাঁর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটাতে চান সকলে।

০৪ ১৮
প্রথমে পুরুষদের এই আচরণ মনে মনে উপভোগ করলেও তা বৃদ্ধি পেতে থাকায় এক সময় মিকায়েলার কাছে বিরক্তির কারণ হয়ে পড়ে। তবে নাইট ক্লাব বা পাবে যাওয়া বন্ধ না করে মিকায়েলা অন্য পন্থা অবলম্বন করেন।

প্রথমে পুরুষদের এই আচরণ মনে মনে উপভোগ করলেও তা বৃদ্ধি পেতে থাকায় এক সময় মিকায়েলার কাছে বিরক্তির কারণ হয়ে পড়ে। তবে নাইট ক্লাব বা পাবে যাওয়া বন্ধ না করে মিকায়েলা অন্য পন্থা অবলম্বন করেন।

০৫ ১৮
সম্প্রতি বান্ধবীদের সঙ্গে বালি বেড়াতে গিয়েছেন মিকায়েলা। সমুদ্রসৈকত হোক বা নাইট ক্লাব— মিকায়েলাকে সর্বত্রই ঘুরে বেড়াতে দেখা গিয়েছে খোলামেলা পোশাকে। মিকায়েলা জানান যে, পুরুষরা তাঁকে যখন তখন ছেঁকে ধরছেন, ভাব জমাতে চাইছেন। মিকায়েলা খুব শান্ত হয়ে তাঁদের দিকে হাত মেলে ধরছেন। আর তার পরেই মডেলের সামনে থেকে সরে পড়ছেন সকলে।

সম্প্রতি বান্ধবীদের সঙ্গে বালি বেড়াতে গিয়েছেন মিকায়েলা। সমুদ্রসৈকত হোক বা নাইট ক্লাব— মিকায়েলাকে সর্বত্রই ঘুরে বেড়াতে দেখা গিয়েছে খোলামেলা পোশাকে। মিকায়েলা জানান যে, পুরুষরা তাঁকে যখন তখন ছেঁকে ধরছেন, ভাব জমাতে চাইছেন। মিকায়েলা খুব শান্ত হয়ে তাঁদের দিকে হাত মেলে ধরছেন। আর তার পরেই মডেলের সামনে থেকে সরে পড়ছেন সকলে।

০৬ ১৮
আসলে মিকায়েলার হাতে রয়েছে আংটি। তা পুরুষদের দেখিয়ে তিনি প্রমাণ দিয়ে দিচ্ছেন যে, মিকায়েলার আংটিবদল হয়ে গিয়েছে এবং সঙ্গীর প্রতি তিনি বিশ্বস্ত। আংটি দেখার পর আর মিকায়েলাকে কোনও রকম প্রস্তাব দিচ্ছেন না পুরুষরা।

আসলে মিকায়েলার হাতে রয়েছে আংটি। তা পুরুষদের দেখিয়ে তিনি প্রমাণ দিয়ে দিচ্ছেন যে, মিকায়েলার আংটিবদল হয়ে গিয়েছে এবং সঙ্গীর প্রতি তিনি বিশ্বস্ত। আংটি দেখার পর আর মিকায়েলাকে কোনও রকম প্রস্তাব দিচ্ছেন না পুরুষরা।

০৭ ১৮
মিকায়েলা সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করে জানান, আসলে নারীদের চেয়েও পুরুষরা অন্য পুরুষকে বেশি সম্মান করেন। তাঁরা কখনওই চান না যে, অন্য পুরুষের ঘর ভাঙুক। তাই মিকায়েলার জীবনসঙ্গী রয়েছে তা জানার পর আর দ্বিতীয় বার তাঁর কাছে ঘেঁষছেন না কেউ।

মিকায়েলা সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করে জানান, আসলে নারীদের চেয়েও পুরুষরা অন্য পুরুষকে বেশি সম্মান করেন। তাঁরা কখনওই চান না যে, অন্য পুরুষের ঘর ভাঙুক। তাই মিকায়েলার জীবনসঙ্গী রয়েছে তা জানার পর আর দ্বিতীয় বার তাঁর কাছে ঘেঁষছেন না কেউ।

০৮ ১৮
কিন্তু পুরুষদের নিয়মিত বোকা বানিয়ে চলেছেন মিকায়েলা। তা স্বীকারও করলেন তিনি নিজে। সমাজমাধ্যমে তিনি ঘোষণা করেন যে, তাঁর কারও সঙ্গে আংটিবদল হয়নি। সকলকে মিথ্যা কথা বলেছেন তিনি। ছেলেদের হাত থেকে নিস্তার পাওয়ার জন্য এটাই সহজ উপায় বলে দাবি করেছেন মিকায়েলা।

কিন্তু পুরুষদের নিয়মিত বোকা বানিয়ে চলেছেন মিকায়েলা। তা স্বীকারও করলেন তিনি নিজে। সমাজমাধ্যমে তিনি ঘোষণা করেন যে, তাঁর কারও সঙ্গে আংটিবদল হয়নি। সকলকে মিথ্যা কথা বলেছেন তিনি। ছেলেদের হাত থেকে নিস্তার পাওয়ার জন্য এটাই সহজ উপায় বলে দাবি করেছেন মিকায়েলা।

০৯ ১৮
মিকায়েলার পাশাপাশি তাঁর বান্ধবীরাও নাকি মিথ্যা জীবনসঙ্গীর গল্প বানিয়ে তা বিশ্বাসযোগ্য করে তুলতে হাতের আংটি দেখান। আসলে ওই আংটিগুলি নিজেরাই দোকান থেকে কিনেছেন তাঁরা।

মিকায়েলার পাশাপাশি তাঁর বান্ধবীরাও নাকি মিথ্যা জীবনসঙ্গীর গল্প বানিয়ে তা বিশ্বাসযোগ্য করে তুলতে হাতের আংটি দেখান। আসলে ওই আংটিগুলি নিজেরাই দোকান থেকে কিনেছেন তাঁরা।

১০ ১৮
অস্ট্রেলিয়ার বাসিন্দা আটিস পলের সঙ্গে সম্পর্কে রয়েছেন মিকায়েলা। জার্মানিতে জন্ম আটিসের। কিন্তু শৈশবেই অস্ট্রেলিয়ায় চলে যান তিনি। ক্রিপ্টোকারেন্সি নিয়ে লেনদেন করে রোজগার করেন আটিস।

অস্ট্রেলিয়ার বাসিন্দা আটিস পলের সঙ্গে সম্পর্কে রয়েছেন মিকায়েলা। জার্মানিতে জন্ম আটিসের। কিন্তু শৈশবেই অস্ট্রেলিয়ায় চলে যান তিনি। ক্রিপ্টোকারেন্সি নিয়ে লেনদেন করে রোজগার করেন আটিস।

১১ ১৮
২০১৯ সাল থেকে আটিসের সঙ্গে পরিচয় মিকায়েলার। তিন বছর সম্পর্কে থাকার পর বিচ্ছেদের পথে হেঁটেছিলেন তাঁরা। ২০২২ সালের জুন মাসে মিকায়েলা সমাজমাধ্যমে তাঁদের বিচ্ছেদের কথা ঘোষণা করেন।

২০১৯ সাল থেকে আটিসের সঙ্গে পরিচয় মিকায়েলার। তিন বছর সম্পর্কে থাকার পর বিচ্ছেদের পথে হেঁটেছিলেন তাঁরা। ২০২২ সালের জুন মাসে মিকায়েলা সমাজমাধ্যমে তাঁদের বিচ্ছেদের কথা ঘোষণা করেন।

১২ ১৮
মিকায়েলার দাবি, আটিসই নাকি তাঁকে ছেড়ে চলে গিয়েছেন। কিন্তু তার কয়েক মাসের মধ্যেই আবার সমাজমাধ্যমে আটিসের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে ছবি আপলোড করেন তিনি। আটিসের সঙ্গে যে আবার সম্পর্কে এসেছেন, ছবির মাধ্যমে তারই ইঙ্গিত দেন মিকায়েলা।

মিকায়েলার দাবি, আটিসই নাকি তাঁকে ছেড়ে চলে গিয়েছেন। কিন্তু তার কয়েক মাসের মধ্যেই আবার সমাজমাধ্যমে আটিসের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে ছবি আপলোড করেন তিনি। আটিসের সঙ্গে যে আবার সম্পর্কে এসেছেন, ছবির মাধ্যমে তারই ইঙ্গিত দেন মিকায়েলা।

১৩ ১৮
পেশার খাতিরে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তের পুরুষদের সঙ্গে কাজ করতে পছন্দ করেন মিকায়েলা। কিন্তু সেই পুরুষদের তালিকা থেকে বাদ পড়েছেন আমেরিকার পুরুষেরা। মিথ্যা কথা বলে ধরা পড়ে যাওয়ার কারণেই এই শাস্তি পেতে হয় মিকায়েলাকে।

পেশার খাতিরে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তের পুরুষদের সঙ্গে কাজ করতে পছন্দ করেন মিকায়েলা। কিন্তু সেই পুরুষদের তালিকা থেকে বাদ পড়েছেন আমেরিকার পুরুষেরা। মিথ্যা কথা বলে ধরা পড়ে যাওয়ার কারণেই এই শাস্তি পেতে হয় মিকায়েলাকে।

১৪ ১৮
অস্ট্রেলিয়া থেকে আমেরিকায় ঘুরতে গিয়েছিলেন মিকায়েলা। ভিসা সংক্রান্ত ঝামেলায় জড়িয়ে পড়েন তিনি। স্বনির্ভর (সেল্‌ফ এমপ্লয়েড) বলে নিজের পরিচয় দিয়েছিলেন মিকায়েলা। কিন্তু জিজ্ঞাসাবাদের সময় তাঁর আসল পেশার কথা প্রকাশ্যে আসে।

অস্ট্রেলিয়া থেকে আমেরিকায় ঘুরতে গিয়েছিলেন মিকায়েলা। ভিসা সংক্রান্ত ঝামেলায় জড়িয়ে পড়েন তিনি। স্বনির্ভর (সেল্‌ফ এমপ্লয়েড) বলে নিজের পরিচয় দিয়েছিলেন মিকায়েলা। কিন্তু জিজ্ঞাসাবাদের সময় তাঁর আসল পেশার কথা প্রকাশ্যে আসে।

১৫ ১৮
আমেরিকার বাসিন্দাদের সঙ্গে কাজ করেছেন কিনা সেই বিষয়ে মিকায়েলাকে প্রশ্ন করা হলেও মিথ্যা বলেন তিনি। পরে আমেরিকার মডেলের সঙ্গে মিকায়েলার ছবি প্রকাশ্যে এলে বিপাকে পড়েন তিনি।

আমেরিকার বাসিন্দাদের সঙ্গে কাজ করেছেন কিনা সেই বিষয়ে মিকায়েলাকে প্রশ্ন করা হলেও মিথ্যা বলেন তিনি। পরে আমেরিকার মডেলের সঙ্গে মিকায়েলার ছবি প্রকাশ্যে এলে বিপাকে পড়েন তিনি।

১৬ ১৮
৩০ ঘণ্টার বেশি সময় তাঁকে আমেরিকার বর্ডার ফোর্স রুমে আটক করে রাখা হয়। মিকায়েলা জানান, তিনি আমেরিকার মাটিতে নন, বরং অন্য দেশে আমেরিকার মডেলদের সঙ্গে কাজ করেছেন।

৩০ ঘণ্টার বেশি সময় তাঁকে আমেরিকার বর্ডার ফোর্স রুমে আটক করে রাখা হয়। মিকায়েলা জানান, তিনি আমেরিকার মাটিতে নন, বরং অন্য দেশে আমেরিকার মডেলদের সঙ্গে কাজ করেছেন।

১৭ ১৮
মিকায়েলার উপর নিষেধাজ্ঞা জারি করে নির্দেশ দেওয়া হয় যে, তিনি আর কোনও দিন আমেরিকার কোনও বাসিন্দার সঙ্গে কাজ করতে পারবেন না। মিকায়েলা কোনও দিন আমেরিকাও যেতে পারবেন না বলেও জানানো হয়।

মিকায়েলার উপর নিষেধাজ্ঞা জারি করে নির্দেশ দেওয়া হয় যে, তিনি আর কোনও দিন আমেরিকার কোনও বাসিন্দার সঙ্গে কাজ করতে পারবেন না। মিকায়েলা কোনও দিন আমেরিকাও যেতে পারবেন না বলেও জানানো হয়।

১৮ ১৮
অস্ট্রেলিয়ায় ফিরে আসার পর মিকায়েলা জানান, আমেরিকা থেকে নির্বাসিত হওয়ার দুঃখ তেমন নেই তাঁর। তবে সেখানকার পুরুষদের তিনি সবথেকে বেশি ‘মিস্’ করবেন।

অস্ট্রেলিয়ায় ফিরে আসার পর মিকায়েলা জানান, আমেরিকা থেকে নির্বাসিত হওয়ার দুঃখ তেমন নেই তাঁর। তবে সেখানকার পুরুষদের তিনি সবথেকে বেশি ‘মিস্’ করবেন।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy