On Salman Khan's birthday, director producer Karan Johar posted sweet birthday message and stated that they will work together in a film in 2024 dgtl
Salman Khan's Birthday Post
২৫ বছর পরে সলমন-কর্ণ জুটি ফিরছে! ‘ভাইজানের’ জন্মদিনে অনেক কথাই ফাঁস করলেন পরিচালক
কর্ণ জানিয়েছেন, তিনি যে তাঁর চিত্রনাট্য সলমনকে শোনানোর সুযোগ পাবেন, সেটা স্বপ্নেও ভাবেননি। কর্ণ আরও লেখেন, ‘‘অনেক প্রার্থনা করে ওঁর কাছে গিয়ে ছবির প্রথমার্ধটা শোনালাম।“
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতাশেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৩ ১৯:৪০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
ক’দিন আগেই ছিল ভাই আরবাজ় খানের বিয়ে। আর বুধবার তাঁর নিজের জন্মদিন। বলিউডের ‘ভাইজান’ সলমন খান তিনি। তাই তাঁর জন্মদিনে যে তারকারা শুভেচ্ছা বার্তা জানাবেন এ আর নতুন কী!
০২১২
তবে চমকও রয়েছে সেখানেই। বুধবার সলমন খানের জন্মদিন। সুপারস্টারের ৫৮তম জন্মদিনে ইন্ডাস্ট্রির একাধিক তারকা সমাজমাধ্যমে ভাইজানকে শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু ভিড়ের মধ্যে আলাদা করে নজর কেড়েছে কর্ণ জোহরের শুভেচ্ছাবার্তা।
০৩১২
সলমনকে শুভেচ্ছাবার্তা জানাতে নিজের প্রথম ছবির অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন কর্ণ । ইন্ডাস্ট্রির প্রথম সারির এই প্রযোজক-পরিচালকের প্রথম ছবি ছিল ‘কুছ কুছ হোতা হ্যায়’।
০৪১২
এই ছবিতে কী ভাবে সলমনকে তিনি রাজি করিয়েছিলেন, ২৫ বছর আগের সেই আখ্যান অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন কর্ণ।
০৫১২
তিনি লিখেছেন, ‘‘একটা পার্টিতে এক কোণে দাঁড়িয়েছিলাম। এক জন বড় তারকা এসে কারণটা জানতে চেয়েছিলেন। আমি তখন ওঁকে বলি, যে বহু অভিনেতার কাছ থেকে একটা চরিত্রের জন্য হতাশ হয়ে ফিরে এসেছি।’’
০৬১২
কর্ণ জানান, সেই বড় তারকা অর্থাৎ সলমন তাঁর বোনের কাছ থেকে চিত্রনাট্যের ব্যাপারে আগেই জানতেন। পরের দিনই তিনি কর্ণকে তাঁর সঙ্গে দেখা করতে বলেন।
০৭১২
কর্ণ জানিয়েছেন, তিনি যে তাঁর চিত্রনাট্য সলমনকে শোনানোর সুযোগ পাবেন, সেটা স্বপ্নেও ভাবেননি। কর্ণ আরও লেখেন, ‘‘অনেক প্রার্থনা করে ওঁর কাছে গিয়ে ছবির প্রথমার্ধটা শোনালাম।“
০৮১২
তৎক্ষণাৎ উনি বললেন, ‘আমি ছবিটা করব’।’’ এই ছবির দ্বিতীয়ার্ধে সলমনের প্রবেশের কথা। কর্ণ জানান, তা জানা সত্ত্বেও সলমন রাজি হন।
০৯১২
সলমন নাকি কর্ণকে বলেছিলেন, ‘‘আমি তোমার বাবাকে ভালবাসি এবং এই ছবিটা না করলে আমার বোন হয়তো আমাকে মেরে ফেলবে।’’
১০১২
এরই সঙ্গে কর্ণ লেখেন, ‘‘এই ভাবেই আমি আমার প্রথম ছবিতে আমন (ছবিতে সলমনের চরিত্রের নাম) সলমন খানকে খুঁজে পাই।’’
১১১২
এখানেই শেষ নয়। তাঁর পোস্টে সুদীর্ঘ ২৫ বছর পর আবার সলমনের সঙ্গে কাজের ইঙ্গিত দিয়েছেন কর্ণ। সূত্রের খবর আগামী বছর ‘দ্য বুল’ ছবিতে অভিনয় করবেন সলমন।
১২১২
‘শেরশাহ’ ছবির পরিচালক বিষ্ণুবর্ধন নাকি ছবিটি পরিচালনা করবেন। কর্ণ তাঁর পোস্টে লিখেছেন, ‘’২৫ বছর পর আমরা আবার এক সঙ্গে কাজ করতে চলেছি। তবে এখনই এই বিষয়ে আর কিছু বলতে চাই না।’’