Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
77th Independence Day

স্বাধীনতা দিবসে ঘুড়ির মেলা বসে দিল্লির আকাশে, গান চালিয়ে হয় খাওয়াদাওয়া! কেন এই প্রথা?

প্রতি বছর লাল কেল্লায় প্রধানমন্ত্রীর পতাকা উত্তোলন এবং ভাষণপর্বের কিছু সময় পর থেকেই দিল্লির আকাশে উড়তে দেখা যায় রংবেরঙের ঘুড়ি। লাট্টু, তেরঙা, দোরঙায় ভরে যায় আকাশ।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২৩ ১৩:০৮
Share: Save:
০১ ১৫
On Independence Day why do people of North India fly kites

ভারত ৭৭তম স্বাধীনতা দিবস পালন করল মঙ্গলবার। স্বাধীনতা দিবস উপলক্ষে উৎসবের মেজাজ দেখা গিয়েছিল দেশ জুড়ে। পাশাপাশি, প্রতি বছরের মতো এই স্বাধীনতা দিবসেও দিল্লির আকাশ ঢেকে গিয়েছিল অগণিত ঘুড়িতে।

০২ ১৫
On Independence Day why do people of North India fly kites

প্রতি বছর লাল কেল্লায় প্রধানমন্ত্রীর পতাকা উত্তোলন এবং ভাষণপর্বের কিছু সময় পর থেকেই দিল্লির আকাশে উড়তে দেখা যায় রংবেরঙের ঘুড়ি। লাট্টু, তেরঙা, দোরঙায় ভরে যায় আকাশ। যদিও ভারতের পতাকার নকশার আদলে তৈরি ঘুড়ির চাহিদা এ দিন বেশি থাকে।

০৩ ১৫
On Independence Day why do people of North India fly kites

তবে এ দৃশ্যের দেখা কি শুধু দিল্লিতেই মেলে? দেশের কমবেশি অনেক রাজ্যেই এই ছবি দেখা যায়। কোনও রাজ্যে বেশি, কোনও রাজ্যে কম। ঘুড়ি ওড়াতে বাড়ির ছাদে ভিড় জমান মানুষ।

০৪ ১৫
On Independence Day why do people of North India fly kites

যদিও স্বাধীনতা দিবস উপলক্ষে ঘুড়ি ওড়ানোর এই উৎসব মূলত দেখা যায় উত্তর ভারতে। বিশেষ করে দিল্লি, লখনউ, মোরাদাবাদ এবং বরেলীর মতো শহরে।

০৫ ১৫
On Independence Day why do people of North India fly kites

পুরনো দিল্লি বা শাহজাহানাবাদ এলাকায় এই উৎসব এতটাই জনপ্রিয় যে সেখানে প্রায় প্রতিটি বাড়ির ছাদে হিন্দি গান চালিয়ে ঘুড়ি ওড়ানোয় মাতেন স্থানীয়রা। থাকে খানাপিনার ব্যবস্থাও।

০৬ ১৫
On Independence Day why do people of North India fly kites

দিল্লির চাঁদনি চক, দরিয়াগঞ্জ, হাডসন লাইনস, কিংসওয়ে ক্যাম্প, কমলা নগর এবং তিলক নগরের আশপাশের ছাদগুলিতে ঘুড়ি ওড়ানোর জন্য মানুষের ঢল লক্ষ করা যায়।

০৭ ১৫
On Independence Day why do people of North India fly kites

স্বাধীনতা দিবস উপলক্ষে ঘুড়ি উড়ানো নিছকই একটি উৎসবের মধ্যে সীমাবদ্ধ নয়। এর নেপথ্যে রয়েছে সাংস্কৃতিক ও ঐতিহাসিক তাৎপর্য।

০৮ ১৫
On Independence Day why do people of North India fly kites

স্বাধীনতা দিবসে ঘুড়ি উড়ানো কেন জনপ্রিয়? এর উত্তর পাওয়া যাবে ঔপনিবেশিক ভারতের ইতিহাস ঘেঁটে দেখলে।

০৯ ১৫
On Independence Day why do people of North India fly kites

দিল্লিকে স্বাধীনতা সংগ্রামের অন্যতম শিকড় হিসাবে গণ্য করা হয়। দেশ স্বাধীন হওয়ার আগে স্বাধীনতা সংগ্রামীদের পীঠস্থানে পরিণত হয়েছিল দিল্লি।

১০ ১৫
On Independence Day why do people of North India fly kites

১৯২৮ সালে সাইমন কমিশনের প্রতিবাদে সারা ভারত ‘সাইমন গো ব্যাক’ স্লোগানে গর্জে উঠেছিল। উত্তর ভারতেও সেই স্লোগান ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। আবালবৃদ্ধবনিতা, সকলের মুখেই তখন সেই স্লোগান।

১১ ১৫
On Independence Day why do people of North India fly kites

স্লোগানটি এতটাই জনপ্রিয় হয়ে উঠছিল যে, মানুষ এই স্লোগান ঘুড়িতে লিখে ওড়াতে শুরু করেন। সেই থেকেই, উত্তর ভারতে ঘুড়ি উড়ানো দেশপ্রেমের অন্যতম প্রতীক।

১২ ১৫
On Independence Day why do people of North India fly kites

আমদাবাদের ‘কাইট ক্লাব ইন্ডিয়া’র সদস্য নিভুল পাঠক সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, “স্বাধীনতা দিবসে ঘুড়ি ওড়ানোর প্রথা অনেক পুরনো। ১৯২8 সালে, স্বাধীনতা সংগ্রামীরা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ‘সাইমন গো ব্যাক’ স্লোগান লেখা ঘুড়ি ওড়াতে শুরু করেছিলেন।’’

১৩ ১৫
On Independence Day why do people of North India fly kites

স্বাধীনতা সংগ্রামীরা ব্রিটিশ সরকারের উপর গুপ্তচরবৃত্তি করতে এবং সহযোদ্ধাদের গুপ্ত বার্তা পাঠাতেও ঘুড়ি ব্যবহার করতেন।

১৪ ১৫
On Independence Day why do people of North India fly kites

স্বাধীনতা দিবস ছাড়াও উত্তর ভারতে মকর সংক্রান্তি, বসন্ত পঞ্চমী এবং অন্যান্য উৎসবের সময়ও ঘুড়ি ওড়ানোর চল রয়েছে।

১৫ ১৫
On Independence Day why do people of North India fly kites

গুজরাত এবং রাজস্থানে, মকর সংক্রান্তির দিন ঘুড়ি ওড়ানো অত্যন্ত জনপ্রিয় উৎসব। অন্য দিকে, পশ্চিমবঙ্গে বিশ্বকর্মা পুজো এবং অক্ষয় তৃতীয়া উপলক্ষে ঘুড়ি ওড়ানো হয়। পঞ্জাবে বসন্ত পঞ্চমী উৎসব উপলক্ষে ঘুড়ি ওড়ানোর প্রথা রয়েছে।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy