Newly elected BJP mla Balmukund Acharya orders police to shut down the roadside non veg food stalls in Rajasthan dgtl
Rajasthan Assembly Election 2023
‘রাস্তায় কি আমিষ বিক্রি করা যায়!’, ভোটে জিতেই ফরমান বিজেপি বিধায়কের
রাস্তার ধারের সব আমিষ দোকান বন্ধ করে দেওয়ার নিদান দিয়েছেন রাজস্থানের নবনির্বাচিত বিজেপি বিধায়ক। জয়লাভের এক দিন পরেই পুলিশকে রাস্তার ধারে ধারে বসা আমিষ দোকানগুলি বন্ধ করে দেওয়ার নিদান দিলেন তিনি।
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৩ ১৩:১৫
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
প্রসঙ্গত মধ্যপ্রদেশ, ছত্তিসগড় সহ রাজস্থান বিধানসভা নির্বাচনেও নিরঙ্কুশ গরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছে বিজেপি।
০৩১০
গণনার শেষে ২০০টি আসনের মধ্যে বিজেপির মোট আসন সংখ্যা ১১৫। কংগ্রেস জিতেছে ৬৯টি আসন।
০৪১০
এই বারের ভোটেই রাজস্থানের হাওয়ামহল কেন্দ্রে কংগ্রেসের আরআর তিওয়ারিকে ৬০০ ভোটে হারিয়ে জয়লাভ করেছেন বালমুকুন্দ আচার্য।
০৫১০
আর তার পরেই রাস্তার ধারের সব আমিষ দোকান বন্ধ করে দেওয়ার নিদান দিয়েছেন নবনির্বাচিত বিজেপি বিধায়ক। জয়লাভের এক দিন পরেই, অর্থাৎ সোমবার পুলিশকে রাস্তার ধারে ধারে বসা আমিষ দোকানগুলি বন্ধ করে দেওয়ার নির্দেশ দিলেন তিনি।
০৬১০
সোমবার এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের সঙ্গে কথা বলার সময় বালমুকন্দকে বলতে শোনা যায়, ‘‘রাস্তায় কি প্রকাশ্যে আমিষ বিক্রি করা যায়? হ্যাঁ বা না উত্তর দিন। রাস্তার পাশের সব আমিষ দোকান অবিলম্বে বন্ধ করা উচিত। আমি সন্ধ্যায় আপনার কাছ থেকে রিপোর্ট নেব।’’
০৭১০
ইতিমধ্যেই এই ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ভিডিয়োটি নিয়ে ইতিমধ্যেই হইচইও পড়ে গিয়েছে।
০৮১০
ভিডিয়োর শেষে দেখা যায় সমর্থকদের উচ্ছ্বাস। এমনকি ‘জয় শ্রী রাম’ ধ্বনি দিতেও দেখা যায় সমর্থকদের।
০৯১০
ভাইরাল হওয়া ওই ভিডিয়ো নিয়ে ‘অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন’ (মিম) প্রধান আসাদউদ্দিন ওয়েইসি বলেন, বালমুকুন্দের নির্দেশ ‘অন্যায়’।
১০১০
তিনি আরও বলেন, ‘‘কেউ আমিষের দোকান বন্ধ করতে পারবে না। কেউ যদি আমিষ খাবারের স্টল বসাতে চায়, তা হলে কেউ কী ভাবে তাঁকে থামাতে পারেন?’’