Neither Alia Bhatt nor Priyanka Chopra Jonas, which bollywood actress is the highest income tax payer in India dgtl
highest income tax payer actress in Bollywood
কারও সম্পত্তি ৬০০ কোটির তো কারও ৫০০! কিন্তু বলিউডে সবচেয়ে বেশি আয়কর দেন কোন অভিনেত্রী?
উপার্জনের নিরিখে বহু অভিনেত্রী তালিকার প্রথম সারিতে নাম লেখালেও কে সর্বোচ্চ আয়কর দেন জানেন কি?
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতাশেষ আপডেট: ২১ জুলাই ২০২৩ ১১:৩৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৬
বর্তমানে হিন্দি ফিল্মজগতে সর্বোচ্চ উপার্জনকারী অভিনেত্রীদের তালিকায় নাম লিখিয়ে ফেলেছেন আলিয়া ভট্ট, প্রিয়ঙ্কা চোপড়া জোনাস, ঐশ্বর্যা রাই বচ্চন, কিয়ারা আডবাণী, ক্যাটরিনা কইফের মতো বলি নায়িকারা।
০২১৬
শুধুমাত্র ছবিতে অভিনয়ের মাধ্যমেই নয়, বিভিন্ন নামী সংস্থার বিজ্ঞাপনের প্রচারের মুখ হিসাবেও কাজ করেন বলি অভিনেত্রীরা। অভিনয়ের পাশাপাশি পোশাক প্রস্তুতকারী সংস্থাও খুলেছেন অনুষ্কা শর্মা, দীপিকা পাড়ুকোনের মতো বলি তারকারা।
০৩১৬
তবে উপার্জনের নিরিখে বহু অভিনেত্রী তালিকার প্রথম সারিতে নাম লেখালেও কে সবচেয়ে বেশি আয়কর দেন তা জানেন কি?
ফোর্বস সূত্রে খবর, ২০১৬-’১৭ আর্থিক বর্ষে আয়কর হিসাবে ১০ কোটি টাকা দিয়েছেন দীপিকা।
০৬১৬
বলিপাড়া সূত্রে খবর, ২০১৬-’১৭ আর্থিক বর্ষের পর থেকে প্রতি বছর প্রায় সমপরিমাণ অর্থ আয়কর দিয়ে এসেছেন দীপিকা।
০৭১৬
ফোর্বস সূত্রে জানা গিয়েছে, ২০১৯ সাল নাগাদ উপার্জনের নিরিখে রোহিত শর্মা, অজয় দেবগন এবং রজনীকান্তের মতো তারকাদেরও ছাপিয়ে গিয়েছিলেন দীপিকা। এমনকি সর্বাধিক উপার্জনকারী তারকাদের তালিকায় প্রথম দশে নাম লিখিয়ে ফেলেন অভিনেত্রী।
০৮১৬
বলিপাড়া সূত্রে খবর, দীপিকার মোট সম্পত্তির পরিমাণ ৫০০ কোটি টাকা।
০৯১৬
প্রতি ছবিতে অভিনয়ের জন্য ১০ থেকে ১৫ কোটি টাকা পারিশ্রমিক নেন দীপিকা।
১০১৬
বিজ্ঞাপনে অভিনয়ের জন্যও কোটির গুণিতকে আয় করেন দীপিকা। বলিপাড়া সূত্রে খবর, প্রতি বিজ্ঞাপনে অভিনয় করে আনুমানিক ৮ কোটি টাকা উপার্জন করেন তিনি।
১১১৬
দীপিকার পর বলি অভিনেত্রীদের মধ্যে সর্বাধিক আয়কর প্রদান করেন আলিয়া।
১২১৬
বলিপাড়া সূত্রে খবর, প্রতি বছর ৫ থেকে ৬ কোটি টাকা আয়কর দেন আলিয়া।
১৩১৬
২০১৩-’১৪ আর্থিক বর্ষে সর্বাধিক আয়কর দিয়ে বলি অভিনেত্রীদের তালিকায় শীর্ষে ছিলেন ক্যাটরিনা কইফ।
১৪১৬
২০১৩-’১৪ আর্থিক বর্ষে ৫ কোটি টাকা আয়কর দিয়ে শীর্ষে ছিলেন ক্যাটরিনা।
১৫১৬
আয়কর প্রদানের ক্ষেত্রে শীর্ষে থাকলেও উপার্জনের নিরিখে বলি অভিনেত্রীদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন দীপিকা।
১৬১৬
উপার্জনের নিরিখে প্রথম স্থানে রয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া জোনাস। বলিপাড়া সূত্রে খবর, অভিনেত্রীর মোট সম্পত্তির পরিমাণ ৬২০ কোটি টাকা।