অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে রাসায়নিক কারখানা থেকে গ্যাস লিকের ঘটনা উস্কে দিল ভোপাল গ্যাস দুর্ঘটনার স্মৃতি। ১৯৮৪ সালের ৩ ডিসেম্বর ভোরে ভোপালের ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেডের কারখানা থেকে ছড়াতে শুরু করে মিথাইল আইসোসায়ানেট গ্যাস। সরকারি মতে, ওই মারণ গ্যাসে তিন হাজার ৭৮৭ জন মানুষের মৃত্যু হয়েছিল। যদিও বেসরকারি মতে, সেই সংখ্যাটা আরও পাঁচ গুণ বেশি। আর এমন ভয়াবহ শিল্প বিপর্যয়ের চিহ্ন আজও শরীরে-মনে বয়ে চলেছেন অনেকেই। সেই ইতিহাস ফের তাজা হয়ে উঠল বৃহস্পতিবার।