ক্ষতিগ্রস্ত হয়েছে চাঁদিপুর, বালেশ্বর, গঞ্জাম, খুরদা, ভুবনেশ্বরের নয়াপল্লি-সহ একাধিক এলাকার বাড়িঘর। আগে থেকেই পুরীর সমস্ত হোটেল, লজ খালি করে দেওয়া হয়েছিল। কার্যত জনমানবশূন্য ছিল সৈকতশহর। কিন্তু রক্ষা পায়নি স্থায়ী কাঠামো, বাড়িঘর, গাছপালা। ফুঁসছে সমুদ্র। বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ছে উপকূলে।
০৮১৬
ফণীর গতিপথে ওড়িশার ১০ হাজার গ্রাম এবং ৫২টা শহর পড়বে। পুরীও রয়েছে তার মধ্যে।বাঁধ উপচে ইতিমধ্যেই শহরে জল ঢুকছে। নীচু এলাকাগুলি জলমগ্ন।
০৯১৬
তাণ্ডব চলছে ভুবনেশ্বর, কটক, ভদ্রক, চাঁদিপুর, বালেশ্বরের মতো এলাকায়। খুরদা, চাঁদবালি, জগৎসিংহপুরেও প্রবল ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাত চলছে।
১০১৬
ভুবনেশ্বরের ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের টাওয়ার ভেঙে পড়ে ঝড়ের দাপটে। সেখানকার হস্টেলের বেশির ভাগ জানলা-দরজার কাচই ভেঙে গিয়েছে।
১১১৬
ফণীর যাত্রাপথ থেকে ১১ লক্ষ মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে গিয়েছে ওড়িশা সরকার।
অগ্রিম সাহায্য হিসাবে ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকাগুলির জন্য ১০০০ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র।
১৪১৬
অগ্রিম সাহায্য হিসাবে ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকাগুলির জন্য ১০০০ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র।
১৫১৬
উপকূল রক্ষী বাহিনীও প্রস্তুত। তবে যে সব এলাকায় পৌঁছনো সম্ভব হচ্ছে, সেখানে কাজ শুরু করে দিয়েছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ)। উপড়ে বা ভেঙে পড়া গাছ কেটে সরানোর কাজ শুরু করে দিয়েছেন তাঁরা।
১৬১৬
অগ্রিম সাহায্য হিসাবে ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকাগুলির জন্য ১০০০ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র।