Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Odisha Russian Death

বার বার একই ধাঁচে মৃত্যু সমালোচকদের! ওড়িশায় রুশ রাজনীতিকের মৃত্যুতেও কি পুতিন-যোগ?

গত রবিবার ওড়িশার রায়গড়া জেলার একটি হোটেলের সামনে থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় পাভেল অ্যান্থভ নামের এক রুশ নাগরিকের দেহ। হোটেলের ৪ তলা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় তাঁর।

সংবাদ সংস্থা
ভুবনেশ্বর শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২২ ১৪:৩৬
Share: Save:
০১ ১৬
ওড়িশায় গত কয়েক দিনে ২ জন রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। একই হোটেলে পর পর দুই বিদেশির মৃত্যু আলোড়ন তৈরি করেছে। উভয় ক্ষেত্রেই তদন্ত শুরু করেছে পুলিশ।

ওড়িশায় গত কয়েক দিনে ২ জন রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। একই হোটেলে পর পর দুই বিদেশির মৃত্যু আলোড়ন তৈরি করেছে। উভয় ক্ষেত্রেই তদন্ত শুরু করেছে পুলিশ।

০২ ১৬
গত রবিবার ওড়িশার রায়গড়া জেলার একটি হোটেলের সামনে থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় পাভেল অ্যান্থভ নামে এক রুশ নাগরিকের দেহ। হোটেলের ৪ তলা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় তাঁর।

গত রবিবার ওড়িশার রায়গড়া জেলার একটি হোটেলের সামনে থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় পাভেল অ্যান্থভ নামে এক রুশ নাগরিকের দেহ। হোটেলের ৪ তলা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় তাঁর।

০৩ ১৬
পাভেল রাশিয়ার রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। নিজের ৬৬তম জন্মদিন উপলক্ষে ভারতে ঘুরতে এসেছিলেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন আরও ৩ জন।

পাভেল রাশিয়ার রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। নিজের ৬৬তম জন্মদিন উপলক্ষে ভারতে ঘুরতে এসেছিলেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন আরও ৩ জন।

০৪ ১৬
পাভেলের মৃত্যুর ঠিক ৩ দিন আগে ওড়িশার ওই হোটেলেই মৃত্যু হয় তাঁর সঙ্গে ঘুরতে যাওয়া আর এক রুশ নাগরিকের। বৃহস্পতিবার হোটেলের ঘরে অচৈতন্য অবস্থায় পাওয়া যায় ভ্লাদিমির বিদেনভকে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পাভেলের মৃত্যুর ঠিক ৩ দিন আগে ওড়িশার ওই হোটেলেই মৃত্যু হয় তাঁর সঙ্গে ঘুরতে যাওয়া আর এক রুশ নাগরিকের। বৃহস্পতিবার হোটেলের ঘরে অচৈতন্য অবস্থায় পাওয়া যায় ভ্লাদিমির বিদেনভকে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

০৫ ১৬
প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, হৃদ্‌রোগে আক্রান্ত হয়েই বিদেনভের মৃত্যু হয়েছে। তাঁর ঘর থেকে প্রচুর পরিমাণে মদের বোতল উদ্ধার করা হয়েছিল। বন্ধু তথা সফরসঙ্গীর এমন আচমকা মৃত্যু মেনে নিতে না পেরে পাভেলও আত্মঘাতী হয়েছেন বলে মনে করছেন কেউ কেউ।

প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, হৃদ্‌রোগে আক্রান্ত হয়েই বিদেনভের মৃত্যু হয়েছে। তাঁর ঘর থেকে প্রচুর পরিমাণে মদের বোতল উদ্ধার করা হয়েছিল। বন্ধু তথা সফরসঙ্গীর এমন আচমকা মৃত্যু মেনে নিতে না পেরে পাভেলও আত্মঘাতী হয়েছেন বলে মনে করছেন কেউ কেউ।

০৬ ১৬
রাশিয়ায় জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি ছিলেন পাভেল। ২০১৯ সালে দেশের সবচেয়ে বেশি আয় করা জনপ্রতিনিধির তালিকায় নাম ছিল তাঁর। সরকারি হিসাবে ওই বছর পাভেলের রোজগার ছিল প্রায় ১ হাজার ৩০১ কোটি টাকা (ভারতীয় মুদ্রায়)।

রাশিয়ায় জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি ছিলেন পাভেল। ২০১৯ সালে দেশের সবচেয়ে বেশি আয় করা জনপ্রতিনিধির তালিকায় নাম ছিল তাঁর। সরকারি হিসাবে ওই বছর পাভেলের রোজগার ছিল প্রায় ১ হাজার ৩০১ কোটি টাকা (ভারতীয় মুদ্রায়)।

০৭ ১৬
তবে চলতি বছর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা করে বিতর্কে জড়িয়েছিলেন এই রুশ রাজনীতিক।

তবে চলতি বছর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা করে বিতর্কে জড়িয়েছিলেন এই রুশ রাজনীতিক।

০৮ ১৬
ইউক্রেনে রুশ হামলা নিয়ে পুতিনের সমালোচনা শোনা গিয়েছিল পাভেলের মুখে। চলতি বছরের জুন মাসে ইউক্রেনে একটি রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর সমাজমাধ্যমে তিনি লিখেছিলেন, ‘‘ইউক্রেনে যা হচ্ছে, তাকে সন্ত্রাসবাদ ছাড়া আর কিছু বলা যায় না।’’

ইউক্রেনে রুশ হামলা নিয়ে পুতিনের সমালোচনা শোনা গিয়েছিল পাভেলের মুখে। চলতি বছরের জুন মাসে ইউক্রেনে একটি রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর সমাজমাধ্যমে তিনি লিখেছিলেন, ‘‘ইউক্রেনে যা হচ্ছে, তাকে সন্ত্রাসবাদ ছাড়া আর কিছু বলা যায় না।’’

০৯ ১৬
পাভেলের এই মন্তব্য ভাল চোখে দেখেননি পুতিন। রুশ সংবাদমাধ্যমে দাবি, এই পোস্টের পরেই চার দিক থেকে পাভেলের উপর চাপ সৃষ্টি করা হয়। চাপের মুখে মন্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে বাধ্য হন পাভেল।

পাভেলের এই মন্তব্য ভাল চোখে দেখেননি পুতিন। রুশ সংবাদমাধ্যমে দাবি, এই পোস্টের পরেই চার দিক থেকে পাভেলের উপর চাপ সৃষ্টি করা হয়। চাপের মুখে মন্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে বাধ্য হন পাভেল।

১০ ১৬
মন্তব্য প্রত্যাহার করে পাভেল জানান, তিনি রুশ প্রেসিডেন্টের একনিষ্ঠ সমর্থক। তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। যান্ত্রিক ত্রুটিকেও দায়ী করেছিলেন পাভেল।

মন্তব্য প্রত্যাহার করে পাভেল জানান, তিনি রুশ প্রেসিডেন্টের একনিষ্ঠ সমর্থক। তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। যান্ত্রিক ত্রুটিকেও দায়ী করেছিলেন পাভেল।

১১ ১৬
ইতিহাস বলছে, রুশ রাজনীতিতে পুতিন বিরোধীদের পরিণতি খুব একটা ভাল হয়নি কখনওই। প্রায় প্রত্যেককেই রহস্যজনক ভাবে মরতে হয়েছে। ভারতে ঘুরতে এসে পাভেলের অস্বাভাবিক মৃত্যু তাই নতুন করে উস্কে দিয়েছে বিতর্ক।

ইতিহাস বলছে, রুশ রাজনীতিতে পুতিন বিরোধীদের পরিণতি খুব একটা ভাল হয়নি কখনওই। প্রায় প্রত্যেককেই রহস্যজনক ভাবে মরতে হয়েছে। ভারতে ঘুরতে এসে পাভেলের অস্বাভাবিক মৃত্যু তাই নতুন করে উস্কে দিয়েছে বিতর্ক।

১২ ১৬
গত কয়েক বছরে রাশিয়ার বেশ কয়েক জন স্বনামধন্য রাজনীতিবিদ কিংবা রাজনৈতিক সমালোচকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা প্রকাশ্যে এসেছে। ঘটনাচক্রে তাঁরা প্রত্যেকেই কোনও না কোনও ভাবে প্রেসিডেন্ট পুতিনের সমালোচনা করেছিলেন।

গত কয়েক বছরে রাশিয়ার বেশ কয়েক জন স্বনামধন্য রাজনীতিবিদ কিংবা রাজনৈতিক সমালোচকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা প্রকাশ্যে এসেছে। ঘটনাচক্রে তাঁরা প্রত্যেকেই কোনও না কোনও ভাবে প্রেসিডেন্ট পুতিনের সমালোচনা করেছিলেন।

১৩ ১৬
পাভেলের মতোই আচমকা মৃত্যু এসে কড়া নেড়েছিল সেই সমস্ত পুতিন সমালোচকের দ্বারে। তাঁরা কেউ বহুতল থেকে পড়ে গিয়ে মারা গিয়েছেন, বা লাফ দিয়ে আত্মঘাতী হয়েছেন বলে দাবি।

পাভেলের মতোই আচমকা মৃত্যু এসে কড়া নেড়েছিল সেই সমস্ত পুতিন সমালোচকের দ্বারে। তাঁরা কেউ বহুতল থেকে পড়ে গিয়ে মারা গিয়েছেন, বা লাফ দিয়ে আত্মঘাতী হয়েছেন বলে দাবি।

১৪ ১৬
চলতি বছরের সেপ্টেম্বর মাসে রাভিল ম্যাগানভ নামের এক ব্যক্তির মৃত্যু হয় হাসপাতালের জানলা থেকে নীচে পড়ে গিয়ে। পুতিনের সমালোচনা করে বিতর্কে জড়িয়েছিলেন তিনিও।

চলতি বছরের সেপ্টেম্বর মাসে রাভিল ম্যাগানভ নামের এক ব্যক্তির মৃত্যু হয় হাসপাতালের জানলা থেকে নীচে পড়ে গিয়ে। পুতিনের সমালোচনা করে বিতর্কে জড়িয়েছিলেন তিনিও।

১৫ ১৬
এর পর পুতিনের সমালোচনাকারী হিসাবে পরিচিত আর এক রুশ কূটনীতিক ড্যান রাপোপর্টের মৃত্যু হয় অনুরূপ ভাবে। ওয়াশিংটনের একটি বহুতল থেকে পড়ে গিয়েছিলেন তিনি। মৃত্যুর কিছু দিন আগেই বলেছিলেন, পুতিনের সেনা দিনের পর দিন দুর্বল হচ্ছে।

এর পর পুতিনের সমালোচনাকারী হিসাবে পরিচিত আর এক রুশ কূটনীতিক ড্যান রাপোপর্টের মৃত্যু হয় অনুরূপ ভাবে। ওয়াশিংটনের একটি বহুতল থেকে পড়ে গিয়েছিলেন তিনি। মৃত্যুর কিছু দিন আগেই বলেছিলেন, পুতিনের সেনা দিনের পর দিন দুর্বল হচ্ছে।

১৬ ১৬
কেন বার বার পুতিনের সমালোচনাকারীদের বহুতল থেকে পড়ে মরতে হচ্ছে। এ কী নিছক কাকতালীয় ঘটনা, না কি প্রত্যেকটি মৃত্যুর মধ্যে কোনও যোগসূত্র রয়ে গিয়েছে? ওড়িশায় পাভেলের মৃত্যু তুলে দিয়েছে সেই প্রশ্ন।

কেন বার বার পুতিনের সমালোচনাকারীদের বহুতল থেকে পড়ে মরতে হচ্ছে। এ কী নিছক কাকতালীয় ঘটনা, না কি প্রত্যেকটি মৃত্যুর মধ্যে কোনও যোগসূত্র রয়ে গিয়েছে? ওড়িশায় পাভেলের মৃত্যু তুলে দিয়েছে সেই প্রশ্ন।

ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy