Mumbai Indians executives have denied the rumor that Rohit Sharma will be released from the squad after the IPL 2024 auction dgtl
Rohit Sharma
আইপিএলের নিলামের পরই দল থেকে বাদ রোহিত? খোলসা করলেন কর্মকর্তা
আইপিএল এর সফলতম অধিনায়ক রোহিত শর্মাকে বাদ দিয়ে হার্দিক পাণ্ড্যকে অধিনায়ক করে দল। আর তার পর থেকেই নানা জল্পনা শুরু হয়েছে।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতাশেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৩ ১৯:৩০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১১
বিশ্বকাপে হারের পরে ভারতীয় দলের অধিনায়কত্ব না হারালেও, হাতছাড়া হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্বের দায়িত্ব। আইপিএলের সফলতম অধিনায়ক রোহিত শর্মাকে বাদ দিয়ে হার্দিক পাণ্ড্যকে অধিনায়ক করে দল।
০২১১
আর তার পর থেকেই নানা জল্পনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, এ বার হয়তো অন্য দলে চলে যাবেন রোহিত শর্মা। তবে সব জল্পনার অবসান ঘটালেন মুম্বই-এর এক কর্তা। কী বললেন তিনি?
হার্দিক পাণ্ড্যকে অধিনায়ক করেছিল মুম্বই। তার পরেই শোনা গিয়েছিল, রোহিত অন্য কোনও দলে চলে যেতে পারেন।
০৫১১
আইপিএল নিলামের আগেই সেই দাবি উড়িয়ে দিলেন মুম্বই-এর এক কর্তা। স্পষ্ট জানালেন, কোথাও যাচ্ছেন না রোহিত।
০৬১১
নামপ্রকাশে অনিচ্ছুক সেই মুম্বই-কর্তা এক সংবাদমাধ্য়মকে বলেছেন, “চারদিকে যে প্রতিবেদন বা খবর প্রকাশিত হচ্ছে, তা পুরোপুরি ভিত্তিহীন এবং অসত্য। মুম্বইয়ের কোনও ক্রিকেটারই দল ছাড়ছেন না। আমরাও কাউকে অন্য দলে বিক্রি করছি না।”
০৭১১
মুম্বই এ-ও জানিয়েছে, হার্দিককে অধিনায়ক করার আগে সবার সম্মতি নেওয়া হয়েছে। রোহিতও সেখানে ছিলেন।
০৮১১
ওই কর্তা বলেছেন, “প্রত্যেক ক্রিকেটারের মতামত শোনার পরেই হার্দিককে অধিনায়ক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোহিতকেও জানানো হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে অন্যতম ভূমিকা ছিল ওর।”
০৯১১
শোনা গিয়েছে, রোহিতকে অধিনায়ক হিসাবে সরিয়ে দেওয়ার পরে দু’টি দল রোহিতকে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছিল।
১০১১
তারা হল দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংস। যে ভাবে গুজরাত থেকে হার্দিককে নিয়েছে মুম্বই, সে ভাবেই ট্রেডিংয়ের মাধ্যমে রোহিতকে নেওয়ার পরিকল্পনা করেছিল তারা। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে মুম্বইয়ের তরফে।
১১১১
প্রসঙ্গত, রোহিত আইপিএলের সফলতম অধিনায়ক। পাঁচ বার ট্রফি জিতেছেন তিনি। ডেকান চার্জার্স থেকে ২০১১ সালে যোগ দেন মুম্বইয়ে।