০৭
১২
সংবাদ সংস্থা সূত্রে খবর, শিনজো আবের বুকে গুলি লেগেছে। কেউ কেউ দাবি করেছেন, গুলি লাগার পরই তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন।
০৮
১২
এই ঘটনায় জাপানের ওই শহরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকা ঘিরে ফেলে পুলিশ।
০৯
১২
হাতেনাতে পাকড়াও আততায়ী। পালানোর চেষ্টা করার সময় ধরে ফেলা হল তাঁকে।
১০
১২
আততায়ীর নাম টেটসুয়া ইয়ামাগামি। নারা শহরেরই বাসিন্দা ওই ব্যক্তি। তাঁর থেকে উদ্ধার করা হয়েছে বন্দুক।
১১
১২
এই বন্দুক দিয়েই শিনজো আবেকে গুলি চালানো হয়েছে।
১২
১২
জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী ‘বন্ধু’ শিনজোর মৃত্যুতে শনিবার জাতীয় শোক ঘোষণা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের
Google News,
X (Twitter),
Facebook,
Youtube,
Threads এবং
Instagram পেজ)