Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Mohammed Shami vs Hasin Jahan

পাক মডেলের সঙ্গে ঘনিষ্ঠতা থেকে ম্যাচ গড়াপেটা, শামির বিরুদ্ধে আরও কী অভিযোগ হাসিনের

বধূ নির্যাতন ছাড়াও শামির বিরুদ্ধে কী কী অভিযোগ করেছিলেন হাসিন? জবাবে কী জানিয়েছিলেন শামি?

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৩ ২০:০৮
Share: Save:
০১ ১৮
তাঁর বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ এনেছিলেন স্ত্রী হাসিন জাহান। দাবি করেছিলেন, একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে তাঁর। মহম্মদ শামি বার বার এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। পাল্টা আঙুল তুলেছেন স্ত্রীর দিকে। বধূ নির্যাতন ছাড়াও শামির বিরুদ্ধে কী কী অভিযোগ করেছিলেন হাসিন? জবাবে কী জানিয়েছিলেন শামি?

তাঁর বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ এনেছিলেন স্ত্রী হাসিন জাহান। দাবি করেছিলেন, একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে তাঁর। মহম্মদ শামি বার বার এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। পাল্টা আঙুল তুলেছেন স্ত্রীর দিকে। বধূ নির্যাতন ছাড়াও শামির বিরুদ্ধে কী কী অভিযোগ করেছিলেন হাসিন? জবাবে কী জানিয়েছিলেন শামি?

০২ ১৮
শামির বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ করেছিলেন হাসিন। আলিপুর আদালত ভারতীয় পেসারের বিরুদ্ধে শর্তসাপেক্ষে গ্রেফতারি পরোয়ানা জারি করে। ২০১৯ সালের সেপ্টেম্বরে। তখন শামি ওয়েস্ট ইন্ডিজে খেলছেন। হাসিন অভিযোগ করে জানিয়েছিলেন, শামি নিজেকে ক্ষমতাবান ক্রিকেটার মনে করেন।

শামির বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ করেছিলেন হাসিন। আলিপুর আদালত ভারতীয় পেসারের বিরুদ্ধে শর্তসাপেক্ষে গ্রেফতারি পরোয়ানা জারি করে। ২০১৯ সালের সেপ্টেম্বরে। তখন শামি ওয়েস্ট ইন্ডিজে খেলছেন। হাসিন অভিযোগ করে জানিয়েছিলেন, শামি নিজেকে ক্ষমতাবান ক্রিকেটার মনে করেন।

০৩ ১৮
আদালতের তরফে জানানো হয়, শামি দেশে ফেরার ১৫ দিনের মধ্যেই তাঁকে আদালতে হাজির হতে হবে। সঙ্গে তাঁর দাদা হাসিব আহমেদের বিরুদ্ধেও জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়। আলিপুর আদালত এও জানিয়েছিল, শামি দেশে ফেরার ১৫ দিনের মধ্যে আদালতে হাজির না হলে জারি হবে গ্রেফতারি পরোয়ানা।

আদালতের তরফে জানানো হয়, শামি দেশে ফেরার ১৫ দিনের মধ্যেই তাঁকে আদালতে হাজির হতে হবে। সঙ্গে তাঁর দাদা হাসিব আহমেদের বিরুদ্ধেও জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়। আলিপুর আদালত এও জানিয়েছিল, শামি দেশে ফেরার ১৫ দিনের মধ্যে আদালতে হাজির না হলে জারি হবে গ্রেফতারি পরোয়ানা।

০৪ ১৮
এর পর হাসিন বিচারবিভাগকে ধন্যবাদ জানিয়েছিলেন। ধন্যবাদ জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। বলেছিলেন, ‘‘এই রাজ্যে না থাকলে আর মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে না পেলে আমি সুরক্ষিত থাকতাম না।’’ উত্তরপ্রদেশ পুলিশ তাঁকে এবং তাঁর মেয়েকে হেনস্থা করেছেন বলেও দাবি করেন হাসিন। আর এ সবের নেপথ্যে শামির হাত রয়েছে বলেই অভিযোগ করেছিলেন তিনি।

এর পর হাসিন বিচারবিভাগকে ধন্যবাদ জানিয়েছিলেন। ধন্যবাদ জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। বলেছিলেন, ‘‘এই রাজ্যে না থাকলে আর মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে না পেলে আমি সুরক্ষিত থাকতাম না।’’ উত্তরপ্রদেশ পুলিশ তাঁকে এবং তাঁর মেয়েকে হেনস্থা করেছেন বলেও দাবি করেন হাসিন। আর এ সবের নেপথ্যে শামির হাত রয়েছে বলেই অভিযোগ করেছিলেন তিনি।

০৫ ১৮
আদালতের দ্বারস্থ হওয়ার পাশাপাশি হাসিন সাংবাদিক বৈঠক করেও একাধিক বার শামির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তিনি শামিকে ‘মিথ্যেবাদী’-ও বলেন। সমাজমাধ্যমে শামির মেসেজের স্ক্রিন শট শেয়ার করে জানিয়েছিলেন, শামি যদি ভুল স্বীকার করে নিজেকে শুধরে নেন, তা হলে তিনি ফের সম্পর্কে ফিরতে আগ্রহী।

আদালতের দ্বারস্থ হওয়ার পাশাপাশি হাসিন সাংবাদিক বৈঠক করেও একাধিক বার শামির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তিনি শামিকে ‘মিথ্যেবাদী’-ও বলেন। সমাজমাধ্যমে শামির মেসেজের স্ক্রিন শট শেয়ার করে জানিয়েছিলেন, শামি যদি ভুল স্বীকার করে নিজেকে শুধরে নেন, তা হলে তিনি ফের সম্পর্কে ফিরতে আগ্রহী।

০৬ ১৮
শামি যদিও সেই পথে হাঁটেননি। উল্টে শামির বিরুদ্ধে হাসিনের অভিযোগ নিয়ে মুখ খোলেন পাকিস্তানের এক মডেল। হাসিন অভিযোগ করেছিলেন, পাকিস্তানের এক মডেলের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে শামির। আলিশবা নামে ওই মডেল জোর গলায় অভিযোগ অস্বীকার করে জানিয়েছিলেন, শামির সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই।

শামি যদিও সেই পথে হাঁটেননি। উল্টে শামির বিরুদ্ধে হাসিনের অভিযোগ নিয়ে মুখ খোলেন পাকিস্তানের এক মডেল। হাসিন অভিযোগ করেছিলেন, পাকিস্তানের এক মডেলের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে শামির। আলিশবা নামে ওই মডেল জোর গলায় অভিযোগ অস্বীকার করে জানিয়েছিলেন, শামির সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই।

০৭ ১৮
আলিশবা জানিয়েছিলেন, তিনিও আসলে শামির ভক্ত। তাঁর কথায়, “শামির লক্ষ লক্ষ সমর্থকের মধ্যে আমিও এক জন। ইনস্টাগ্রামেও আমি ওকে ফলো করি। ওখান থেকেই শামির সঙ্গে আমার বন্ধুত্ব এবং তার পর আমরা মেসেজ আদানপ্রদান করি।”

আলিশবা জানিয়েছিলেন, তিনিও আসলে শামির ভক্ত। তাঁর কথায়, “শামির লক্ষ লক্ষ সমর্থকের মধ্যে আমিও এক জন। ইনস্টাগ্রামেও আমি ওকে ফলো করি। ওখান থেকেই শামির সঙ্গে আমার বন্ধুত্ব এবং তার পর আমরা মেসেজ আদানপ্রদান করি।”

০৮ ১৮
হাসিন দাবি করেছিলেন, দুবাই বিমানবন্দরে দেখা করেছিলেন আলিশবা এবং শামি। সেই অভিযোগ মেনে নিয়েছিলেন আলিশবা। জানিয়েছিলেন, ওই সাক্ষাৎ ছিল কাকতালীয়। আচমকাই দেখা হয়েছিল দু’জনের।

হাসিন দাবি করেছিলেন, দুবাই বিমানবন্দরে দেখা করেছিলেন আলিশবা এবং শামি। সেই অভিযোগ মেনে নিয়েছিলেন আলিশবা। জানিয়েছিলেন, ওই সাক্ষাৎ ছিল কাকতালীয়। আচমকাই দেখা হয়েছিল দু’জনের।

০৯ ১৮
পাকিস্তানি মডেল বলেছিলেন, ‘‘শারজায় বোনের সঙ্গে দেখা করার জন্য আমি দুবাই গিয়েছিলাম। তখনই জানতে পারি শামি দক্ষিণ আফ্রিকা থেকে দুবাই আসছে। সেই সময় আমি বিমানবন্দরে থাকায় ওঁর সঙ্গে দেখা করি। আমার মনে হয় না এত বড় করে এটাকে দেখার কোনও কারণ রয়েছে।”

পাকিস্তানি মডেল বলেছিলেন, ‘‘শারজায় বোনের সঙ্গে দেখা করার জন্য আমি দুবাই গিয়েছিলাম। তখনই জানতে পারি শামি দক্ষিণ আফ্রিকা থেকে দুবাই আসছে। সেই সময় আমি বিমানবন্দরে থাকায় ওঁর সঙ্গে দেখা করি। আমার মনে হয় না এত বড় করে এটাকে দেখার কোনও কারণ রয়েছে।”

১০ ১৮
হাসিন অভিযোগ করেছিলেন, দুবাইতে ওই মডেলের সঙ্গে রাত কাটিয়েছেন শামি। আলিশবা সেই অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘‘নিজের পছন্দের সেলেব্রিটির সঙ্গে দেখা করার সুযোগ থাকলে যে কেউ তাঁর সঙ্গে দেখা করতে চায়। বিমানবন্দরে ওঁর সঙ্গে দেখা করার পর আমি বোনের কাছে চলে যাই এবং পরের দিন সকালে হোটেলে ওঁর সঙ্গে দেখা করে আমরা একসঙ্গে প্রাতঃরাশ সারি। এক ঘণ্টা শামির সঙ্গে ছিলাম।’’

হাসিন অভিযোগ করেছিলেন, দুবাইতে ওই মডেলের সঙ্গে রাত কাটিয়েছেন শামি। আলিশবা সেই অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘‘নিজের পছন্দের সেলেব্রিটির সঙ্গে দেখা করার সুযোগ থাকলে যে কেউ তাঁর সঙ্গে দেখা করতে চায়। বিমানবন্দরে ওঁর সঙ্গে দেখা করার পর আমি বোনের কাছে চলে যাই এবং পরের দিন সকালে হোটেলে ওঁর সঙ্গে দেখা করে আমরা একসঙ্গে প্রাতঃরাশ সারি। এক ঘণ্টা শামির সঙ্গে ছিলাম।’’

১১ ১৮
আলিশবা এ-ও দাবি করেছিলেন যে, শামি আসলে নির্দোষ। অকারণেই তাঁর বিরুদ্ধে অভিযোন আনা হচ্ছে। আলিশবা বলেন, ‘‘শামির উপর নোংরা অভিযোগ আরোপ করা হচ্ছে। দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা তো দূর অস্ত্, উনি কোনও মানুষের সঙ্গেই বিশ্বাসঘাতকতা করার মতো মানুষ নন।’’ আলিশবা জানিয়েছিলেন, প্রয়োজনে শামির হয়ে সাক্ষী দিতে যেতে পারেন তিনি।

আলিশবা এ-ও দাবি করেছিলেন যে, শামি আসলে নির্দোষ। অকারণেই তাঁর বিরুদ্ধে অভিযোন আনা হচ্ছে। আলিশবা বলেন, ‘‘শামির উপর নোংরা অভিযোগ আরোপ করা হচ্ছে। দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা তো দূর অস্ত্, উনি কোনও মানুষের সঙ্গেই বিশ্বাসঘাতকতা করার মতো মানুষ নন।’’ আলিশবা জানিয়েছিলেন, প্রয়োজনে শামির হয়ে সাক্ষী দিতে যেতে পারেন তিনি।

১২ ১৮
হাসিন একাধিক অভিযোগ করলেও শামি কখনওই মানেননি। তিনি এক বার এ-ও জানিয়েছিলেন যে, এই অভিযোগের কারণে এক সময় নাকি আত্মহত্যার কথা ভেবেছিলেন। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর একটি সাক্ষাৎকারে সেই দাবি করেছিলেন শামি। অভিনেতাকে ‘বন্ধু’ বলেও দাবি করেছিলেন।

হাসিন একাধিক অভিযোগ করলেও শামি কখনওই মানেননি। তিনি এক বার এ-ও জানিয়েছিলেন যে, এই অভিযোগের কারণে এক সময় নাকি আত্মহত্যার কথা ভেবেছিলেন। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর একটি সাক্ষাৎকারে সেই দাবি করেছিলেন শামি। অভিনেতাকে ‘বন্ধু’ বলেও দাবি করেছিলেন।

১৩ ১৮
শামি বলেছিলেন, ‘‘হতাশা এমন একটা সমস্যা, যেখানে অন্যের মনোযোগের প্রয়োজন হয়। এটা খুব দুঃখের যে, সুশান্ত সিংহ রাজপুতের মতো অসাধারণ এক অভিনেতার জীবন চলে গেল। ও ছিল আমার বন্ধু। ইশ, যদি কথা বলতে পারতাম ওঁর সঙ্গে। তা হলে ওঁর অবসাদের ব্যাপারে জানতে পারতাম। আমার ক্ষেত্রে আমার পরিবার খারাপ সময়ে পাশে থেকেছে, যত্ন নিয়েছে। আমার যে লড়াই করা দরকার, সেই উপলব্ধি করিয়েছে।’’

শামি বলেছিলেন, ‘‘হতাশা এমন একটা সমস্যা, যেখানে অন্যের মনোযোগের প্রয়োজন হয়। এটা খুব দুঃখের যে, সুশান্ত সিংহ রাজপুতের মতো অসাধারণ এক অভিনেতার জীবন চলে গেল। ও ছিল আমার বন্ধু। ইশ, যদি কথা বলতে পারতাম ওঁর সঙ্গে। তা হলে ওঁর অবসাদের ব্যাপারে জানতে পারতাম। আমার ক্ষেত্রে আমার পরিবার খারাপ সময়ে পাশে থেকেছে, যত্ন নিয়েছে। আমার যে লড়াই করা দরকার, সেই উপলব্ধি করিয়েছে।’’

১৪ ১৮
হাসিন যদিও শামির সেই দাবি উড়িয়ে দিয়েছিলেন। জানিয়েছিলেন, শামির মতো মানুষ আত্মহত্যা করতে পারেন না। আর সুশান্ত কখনওই তাঁর বন্ধু ছিল না। হাসিন বলেছিলেন, ‘‘যাঁর আত্মসম্মান নেই, তিনি আত্মহত্যার কথা ভাবতে পারেন? ওঁর তো কোনও অনুশোচনাই নেই। শামি এ সব করার লোক নয়। ও আসলে পাবলিসিটির জন্য এগুলো বলছে।’’

হাসিন যদিও শামির সেই দাবি উড়িয়ে দিয়েছিলেন। জানিয়েছিলেন, শামির মতো মানুষ আত্মহত্যা করতে পারেন না। আর সুশান্ত কখনওই তাঁর বন্ধু ছিল না। হাসিন বলেছিলেন, ‘‘যাঁর আত্মসম্মান নেই, তিনি আত্মহত্যার কথা ভাবতে পারেন? ওঁর তো কোনও অনুশোচনাই নেই। শামি এ সব করার লোক নয়। ও আসলে পাবলিসিটির জন্য এগুলো বলছে।’’

১৫ ১৮
শুধু শামি নন, তাঁর দাদার বিরুদ্ধেও অভিযোগ করেছিলেন শাহিন। ২০১৮ সালের মার্চে দাবি করেছিলেন, তাঁকে ধর্ষণের চেষ্টা করেছিলেন শামির দাদা। আর এতে মদত দিয়েছিলেন শামি।

শুধু শামি নন, তাঁর দাদার বিরুদ্ধেও অভিযোগ করেছিলেন শাহিন। ২০১৮ সালের মার্চে দাবি করেছিলেন, তাঁকে ধর্ষণের চেষ্টা করেছিলেন শামির দাদা। আর এতে মদত দিয়েছিলেন শামি।

১৬ ১৮
শামি তাঁকে মারধর করেছিলেন বলেও অভিযোগ করেছিলেন হাসিন। তিনি দাবি করেছিলেন, তাঁর শ্বশুরবাড়ির লোকজন তাঁকে ঘুমের ওষুধ খাইয়ে খুন করার চক্রান্ত করেছিলেন। এ সবের পাশাপাশি শামির বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ করেছিলেন তিনি।

শামি তাঁকে মারধর করেছিলেন বলেও অভিযোগ করেছিলেন হাসিন। তিনি দাবি করেছিলেন, তাঁর শ্বশুরবাড়ির লোকজন তাঁকে ঘুমের ওষুধ খাইয়ে খুন করার চক্রান্ত করেছিলেন। এ সবের পাশাপাশি শামির বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ করেছিলেন তিনি।

১৭ ১৮
শামি অবশ্য যাবতীয় অভিযোগ নস্যাৎ করেছিলেন। তিনি জানিয়েছিলেন, যে অভিযোগ তাঁর বিরুদ্ধে তুলেছেন হাসিন, তা আগে প্রমাণ করে দেখান। ম্যাচ গড়াপেটার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলেও দাবি করেছিলেন তিনি।

শামি অবশ্য যাবতীয় অভিযোগ নস্যাৎ করেছিলেন। তিনি জানিয়েছিলেন, যে অভিযোগ তাঁর বিরুদ্ধে তুলেছেন হাসিন, তা আগে প্রমাণ করে দেখান। ম্যাচ গড়াপেটার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলেও দাবি করেছিলেন তিনি।

১৮ ১৮
বছরের পর বছর গড়িয়ে গেলেও দু’জনের টানাপড়েন মেটেনি। আদালতে গড়িয়েছিল মামলা। তারও নিষ্পত্তি হয়নি। এর মধ্যেই সোমবার আলিপুর আদালত নির্দেশ দিয়েছিল, স্ত্রীকে মাসে ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য দিতে হবে শামিকে।

বছরের পর বছর গড়িয়ে গেলেও দু’জনের টানাপড়েন মেটেনি। আদালতে গড়িয়েছিল মামলা। তারও নিষ্পত্তি হয়নি। এর মধ্যেই সোমবার আলিপুর আদালত নির্দেশ দিয়েছিল, স্ত্রীকে মাসে ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য দিতে হবে শামিকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy