Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Richest Bollywood Actress

অনুষ্কা, দীপিকা বা আলিয়া নন, সম্পত্তির নিরিখে এগিয়ে রয়েছেন কোন বলি অভিনেত্রী?

হিন্দি ছবিতে অভিনয় করে কোনও অভিনেত্রী ৩০ কোটি টাকা পারিশ্রমিক পান আবার কোনও অভিনেত্রী পারিশ্রমিক পান ১০ কোটি টাকা। তবে মোট সম্পত্তির নিরিখে বলিপাড়ার কোন অভিনেত্রী এগিয়ে রয়েছেন তা জানেন কি?

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৩ ১২:৫২
Share: Save:
০১ ১৯
Meet the richest bollywood actress in the film industry Aishwarya Rai Bachchan and know about her net worth

হিন্দি ছবিতে অভিনয় করে কোনও অভিনেত্রী ৩০ কোটি টাকা পারিশ্রমিক পান আবার কোনও অভিনেত্রী পারিশ্রমিক পান ১০ কোটি টাকা। তবে মোট সম্পত্তির নিরিখে বলিপাড়ার কোন অভিনেত্রী এগিয়ে রয়েছেন তা জানেন কি?

০২ ১৯
Meet the richest bollywood actress in the film industry Aishwarya Rai Bachchan and know about her net worth

হিন্দি ফিল্মজগতের সর্বোচ্চ উপার্জনকারী অভিনেত্রীদের তালিকায় নাম লিখিয়েছেন ক্যাটরিনা কইফ। বলিপাড়া সূত্রে খবর, প্রতি ছবিতে অভিনয় করে ৭ থেকে ৮ কোটি টাকা আয় করেন তিনি।

০৩ ১৯
Meet the richest bollywood actress in the film industry Aishwarya Rai Bachchan and know about her net worth

বড় পর্দা ছাড়াও বিজ্ঞাপনে অভিনয় করে উপার্জন করেন ক্যাটরিনা। বলিপাড়া সূত্রে খবর, বিজ্ঞাপন পিছু ৭ কোটি টাকা পারিশ্রমিক পান তিনি।

০৪ ১৯
Meet the richest bollywood actress in the film industry Aishwarya Rai Bachchan and know about her net worth

নিজস্ব একটি প্রসাধনী সংস্থা রয়েছে ক্যাটরিনার। এই সংস্থার বার্ষিক আয়ের পরিমাণ ১০০ কোটি টাকা।

০৫ ১৯
Meet the richest bollywood actress in the film industry Aishwarya Rai Bachchan and know about her net worth

বলিপাড়া সূত্রে খবর, ক্যাটরিনার মোট সম্পত্তির পরিমাণ ২৬৪ কোটি টাকা। সম্পত্তির নিরিখে বলি অভিনেত্রীদের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন তিনি।

০৬ ১৯
Meet the richest bollywood actress in the film industry Aishwarya Rai Bachchan and know about her net worth

সম্পত্তির নিরিখে বলি অভিনেত্রীদের তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন করিনা কপূর খান। বলিপাড়া সূত্রে খবর, ছবি প্রতি ১০ কোটি টাকা আয় করেন তিনি।

০৭ ১৯
Meet the richest bollywood actress in the film industry Aishwarya Rai Bachchan and know about her net worth

বিজ্ঞাপনে অভিনয় করে সেখান থেকে বিজ্ঞাপন পিছু ৬ কোটি টাকা উপার্জন করেন করিনা। দেশ-বিদেশের নানা মঞ্চে অনুষ্ঠান করে এবং রেডিয়ো শো করেও আয় করেন তিনি। অভিনেত্রীর মোট সম্পত্তির পরিমাণ ৪৮৫ কোটি টাকা।

০৮ ১৯
Meet the richest bollywood actress in the film industry Aishwarya Rai Bachchan and know about her net worth

বলিউডে সর্বোচ্চ উপার্জনকারী অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন দীপিকা পাড়ুকোন। বলিপাড়া সূত্রে খবর, একটি ছবিতে অভিনয় করতে ২৫ থেকে ৩০ কোটি টাকা আয় করেন তিনি।

০৯ ১৯
Meet the richest bollywood actress in the film industry Aishwarya Rai Bachchan and know about her net worth

খ্যাতনামী সংস্থার বিজ্ঞাপনে অভিনয়ের পাশাপাশি, নিজস্ব প্রসাধনী সংস্থা থেকেও উপার্জন করেন দীপিকা। বলিপাড়া সূত্রে খবর, অভিনেত্রীর মোট সম্পত্তির পরিমাণ ৫০০ কোটি টাকা। সম্পত্তির নিরিখে অভিনেত্রীদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন দীপিকা।

১০ ১৯
Meet the richest bollywood actress in the film industry Aishwarya Rai Bachchan and know about her net worth

সম্পত্তির নিরিখে বলি অভিনেত্রীদের তালিকায় তৃতীয় স্থানের অধিকারী হলেন আলিয়া ভট্ট। বলিপাড়া সূত্রে খবর, ছবি প্রতি ৯ থেকে ১০ কোটি টাকা পারিশ্রমিক আদায় করেন অভিনেত্রী।

১১ ১৯
Meet the richest bollywood actress in the film industry Aishwarya Rai Bachchan and know about her net worth

নিজস্ব পোশাক প্রস্তুতকারী সংস্থা রয়েছে আলিয়ার। এই সংস্থার বার্ষিক আয়ের পরিমাণ ১৫০ কোটি টাকা। নিজস্ব প্রযোজনা সংস্থা থেকেও আয় করেন আলিয়া।

১২ ১৯
Meet the richest bollywood actress in the film industry Aishwarya Rai Bachchan and know about her net worth

বড় পর্দায় অভিনয়ের পাশাপাশি একাধিক জনপ্রিয় সংস্থার বিজ্ঞাপনে অভিনয় করতে দেখা যায় আলিয়াকে। বলিপাড়া সূত্রে খবর, অভিনেত্রীর মোট সম্পত্তির পরিমাণ ৫৫০ কোটি টাকা।

১৩ ১৯
Meet the richest bollywood actress in the film industry Aishwarya Rai Bachchan and know about her net worth

হিন্দি ফিল্মজগতের পাশাপাশি হলিউডেও নিজের পরিচিতি গড়ে তুলেছেন প্রিয়ঙ্কা চোপড়া জোনাস। প্রসাধনী সংস্থা এবং পোশাক প্রস্তুতকারী সংস্থার পাশাপাশি, নিউ ইয়র্কে একটি রেস্তরাঁ রয়েছে প্রিয়ঙ্কার।

১৪ ১৯
Meet the richest bollywood actress in the film industry Aishwarya Rai Bachchan and know about her net worth

বলিপাড়া সূত্রে খবর, প্রিয়ঙ্কার মোট সম্পত্তির পরিমাণ ৬০০ কোটি টাকা। সম্পত্তির নিরিখে বলি অভিনেত্রীদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি।

১৫ ১৯
Meet the richest bollywood actress in the film industry Aishwarya Rai Bachchan and know about her net worth

সম্পত্তির নিরিখে বলি অভিনেত্রীদের মধ্যে তালিকার শীর্ষে রয়েছেন ঐশ্বর্যা রাই বচ্চন। প্রতিটি ছবিতে অভিনয় করে ১০ কোটি টাকা পারিশ্রমিক পান তিনি।

১৬ ১৯
Meet the richest bollywood actress in the film industry Aishwarya Rai Bachchan and know about her net worth

বলিপাড়া সূত্রে খবর, বিজ্ঞাপন পিছু অভিনয়ের জন্য ৭ থেকে ৮ কোটি টাকা উপার্জন করেন ঐশ্বর্যা। অভিনেত্রীর মোট সম্পত্তির পরিমাণ ৮০০ কোটি টাকা।

১৭ ১৯
Meet the richest bollywood actress in the film industry Aishwarya Rai Bachchan and know about her net worth

২৫৫ কোটি টাকা সম্পত্তির অধিকারী বলি অভিনেত্রী অনুষ্কা শর্মা তালিকায় সপ্তম স্থানে রয়েছেন। অনুষ্কার পরেই অভিনেত্রীদের তালিকায় রয়েছেন মাধুরী দীক্ষিত নেনে। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ২৫০ কোটি টাকা।

১৮ ১৯
Meet the richest bollywood actress in the film industry Aishwarya Rai Bachchan and know about her net worth

বলিপাড়া সূত্রে খবর, সম্পত্তির নিরিখে বলি অভিনেত্রীদের তালিকায় নবম স্থানে রয়েছেন কাজল। অভিনেত্রীর মোট সম্পত্তির পরিমাণ ২৩৫ কোটি টাকা।

১৯ ১৯
Meet the richest bollywood actress in the film industry Aishwarya Rai Bachchan and know about her net worth

সম্পত্তির নিরিখে বলি অভিনেত্রীদের তালিকায় দশম স্থানে রয়েছেন রানি মুখোপাধ্যায়। বলিপাড়া সূত্রে খবর, তাঁর মোট সম্পত্তির পরিমাণ ২০৬ কোটি টাকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy