Meet the first billionaire of independent India, owned private airline and rolls royce but lived like a miser dgtl
Nizam of Hyderabad
কাগজ চাপা দেওয়ার জন্য ১০০ কোটির হিরে! ৮৩ বছর আগে ১৭০০ কোটির সম্পত্তি ছিল হায়দরাবাদের নিজ়ামের
আকাশপথে যাতায়াতের সুবিধার জন্য নিজস্ব বিমান সংস্থাই ছিল হায়দরাবাদের নিজ়াম মির ওসমান আলি খানের। বিলাসবহুল গাড়ি সংগ্রহে রাখার শখ ছিল তাঁর।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতাশেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৩ ১১:৪২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
ব্যাঙ্কে হাজার হাজার কোটি টাকা, সংগ্রহে বিলাসবহুল গা়ড়ি, দামি হিরে। ১০০ কোটি মূল্যের হিরে দিয়ে কাগজ চাপা দিতেন। তবে বহুল সম্পত্তির অধিকারী হয়েও স্বাধীন ভারতের প্রথম ‘বিলিয়নেয়র’-এর আচার-আচরণ ছিল একেবারেই বিপরীত।
০২১৫
১৯১১ সালে হায়দরাবাদের নিজ়াম হয়েছিলেন মির ওসমান আলি খান। প্রচুর ধনসম্পত্তি থাকার জন্য জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি।
০৩১৫
কানাঘুষো শোনা যায়, কাগজ চাপা দেওয়ার জন্য ‘পেপারওয়েট’ হিসাবে ১০০ কোটি টাকা মূল্যের হিরে ব্যবহার করতেন ওসমান আলি।
০৪১৫
আকাশপথে যাতায়াতের সুবিধার জন্য নিজস্ব বিমান সংস্থাই ছিল ওসমানের। বিলাসবহুল গাড়ি সংগ্রহে রাখার শখও ছিল তাঁর।
০৫১৫
ইতিহাসের পাতা ঘেঁটে দেখা যায়, ওসমানের সংগ্রহে ছিল ৫০টি রোলস রয়েস ব্র্যান্ডের গাড়ি। সিলভার ঘোস্ট মডেলের গাড়িও ছিল তাঁর।
১৯৪৭ সালের ১৫ অগস্ট দেশ স্বাধীন হওয়ার সময় ভারতের সঙ্গে জুড়ে যায় হায়দরাবাদ। সেই সময় স্বাধীন ভারতের প্রথম ‘শত কোটিপতি’ হিসাবে পরিচিতি পান হায়দরাবাদের নিজ়াম ওসমান।
০৮১৫
গোলকোন্ডার হিরের খনির দায়িত্ব ছিল ওসমানের উপর। নিজামের আয়ের মূল উৎসই ছিল এই খনি।
০৯১৫
ইতিহাসবিদদের দাবি, ওসমানের সংগ্রহে প্রায় ১ হাজার কোটি টাকার হিরে ছিল। সংগ্রহে ছিল প্রায় ৪ হাজার কোটি টাকার অন্যান্য রত্নও।
১০১৫
১৯৪০ সালের তথ্য অনুযায়ী ১৭০০ কোটি টাকার সম্পত্তির অধিকারী ছিলেন ওসমান। বর্তমানে যার মূল্য ২৯ লক্ষ কোটি টাকার সমতুল্য। সেই সময় ইংল্যান্ডের ব্যাঙ্কে ৩০০ কোটি টাকা জমা রেখেছিলেন তিনি।
১১১৫
লক্ষ কোটি টাকার সম্পত্তির অধিকারী হয়েও ওসমানের আচার-আচরণ ছিল অতি সাধারণ। অধিকাংশ সময় সাধারণ পোশাক পরেই দেখা যেত তাঁকে।
১২১৫
ইতিহাসবিদদের দাবি, ধোপদুরস্ত থাকতেন না ওসমান। অগোছালো ভাবে থাকতেই পছন্দ করতেন তিনি।
১৩১৫
ইতিহাসবিদদের দাবি, সারা বছরে মাত্র এক বার নিজের শোওয়ার ঘর পরিষ্কার করাতেন ওসমান। প্রয়োজন ছাড়া অকারণে খরচ করার পক্ষে ছিলেন না তিনি।
১৪১৫
ইতিহাসের পাতা ঘেঁটে জানা যায়, কোনও অতিথি দেখা করতে এলে তাঁকে এক কাপ চা এবং বিস্কুট ছাড়া বিশেষ কিছু খাওয়ানো পছন্দ করতেন না ওসমান।
১৫১৫
ইতিহাসবিদদের দাবি, স্বভাবে নাকি কার্পণ্যের ছাপও ছিল ওসমানের। অতিথি আপ্যায়নের সময় বিশেষ টাকা খরচ করতে চাইতেন না তিনি।