Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Manhar Udhas

চাকরি ছেড়ে গান করা শুরু, হয়েছেন এক বলি নায়কের কণ্ঠও! এখন কী করেন পঙ্কজ উধাসের ভাই?

বলিউড সঙ্গীতজগতের খ্যাতনামী গায়ক পঙ্কজ এবং নির্মল উধাসের বড় দাদা মনোহর। ১৯৪৩ সালের ১৩ মে গুজরাতের এক মধ্যবিত্ত পরিবারে জন্ম মনোহরের।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৩ ১০:৪৪
Share: Save:
০১ ১৫
Manhar Udhas

বলিউডে নিজের কেরিয়ারের সাফল্যের সিঁড়ি চড়তে শুরু করেছিলেন অভিনেতা জ্যাকি শ্রফের সঙ্গে। সঙ্গীত নিয়ে এগোবেন বলে চাকরি ছেড়ে দিয়েছিলেন। কিন্তু গায়ক হিসাবে নিজের প্রচার করতে না পারায় মনোহর উধাসের দুই ভাই বেশি জনপ্রিয় হয়ে ওঠেন।

০২ ১৫
Manhar Udhas

১৯৪৩ সালের ১৩ মে গুজরাতের এক মধ্যবিত্ত পরিবারে জন্ম মনোহরের। গায়কের বাবা পেশায় ছিলেন সরকারি কর্মী। মা সংসার সামলাতে ব্যস্ত থাকতেন। ছোটবেলা থেকেই গানবাজনার প্রতি আগ্রহ ছিল মনোহরের।

০৩ ১৫
Manhar Udhas with Pankaj Udhas

বলিউড সঙ্গীত জগতের নামকরা গায়ক পঙ্কজ এবং নির্মল উধাসের বড় দাদা মনোহর। তাঁর বাবা-মা সবসময় চাইতেন পুত্রেরা পড়াশোনায় মনোযোগ দিক। কিন্তু মনোহর ধীরে ধীরে গানবাজনার দিকে ঝুঁকতে থাকেন।

০৪ ১৫
প্রতি দিন স্কুল যাওয়ার পথে কুন্দনলাল সহগলের গান শুনতে পেতেন মনোহর। গান শুনে তাঁর এত ভাল লেগেছিল যে, বাবার কাছে রেকর্ড কেনার বায়নাও করেছিলেন তিনি। কিন্তু তাঁদের বাড়িতে গান শোনার কোনও ব্যবস্থা ছিল না। তাই প্রতিবেশীর বাড়ি গিয়ে গ্রামোফোনে রেকর্ড বাজিয়ে শুনতেন তিনি।

প্রতি দিন স্কুল যাওয়ার পথে কুন্দনলাল সহগলের গান শুনতে পেতেন মনোহর। গান শুনে তাঁর এত ভাল লেগেছিল যে, বাবার কাছে রেকর্ড কেনার বায়নাও করেছিলেন তিনি। কিন্তু তাঁদের বাড়িতে গান শোনার কোনও ব্যবস্থা ছিল না। তাই প্রতিবেশীর বাড়ি গিয়ে গ্রামোফোনে রেকর্ড বাজিয়ে শুনতেন তিনি।

০৫ ১৫
Manhar Udhas

মনোহরের মন পড়াশোনা থেকে যেন সরে না যায়, সেই কারণে তাঁর বাবা-মা অনবরত চাপ দিতে থাকতেন। শেষ পর্যন্ত ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করে মুম্বইয়ে গিয়ে চাকরির খোঁজ করতে শুরু করেন মনোহর।

০৬ ১৫
Manhar Udhas

মুম্বইয়ে যাওয়ার পর একটি টেক্সটাইল কারখানায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পদে চাকরিতে যোগ দেন মনোহর। মুম্বইয়ে থাকতেন মনোহরের এক জামাইবাবু। গুজরাতি ভাষায় ছবি বানাতেন তিনি।

০৭ ১৫
Kalyanji Anandji

মনোহর তাঁর জামাইবাবুর সঙ্গে যোগাযোগ করলে একটি গুজরাতি ছবিতে গান গাওয়ার সুযোগও পান তিনি। সেই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন কল্যাণজি-আনন্দজি। মনোহরের গান শোনার পর তাঁর সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন কল্যাণজি-আনন্দজি।

০৮ ১৫
Vishwas movie poster

১৯৬৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘বিশ্বাস’ ছবির জন্য কল্যাণজি-আনন্দজির দৌলতে গান গেয়েছিলেন মনোহর। এই ছবির প্রতিটি গান মুকেশচাঁদ মাথুরকে দিয়ে গাওয়ানো হয়েছিল। শুধুমাত্র একটি গান রেকর্ড করা বাকি ছিল। সেই সময় মুকেশ মুম্বইয়ের বাইরে ছিলেন।

০৯ ১৫
Manhar Udhas

কোনও উপায় না দেখে মনোহরকে দিয়ে গানের স্যাম্পল রেকর্ডিং করান কল্যাণজি-আনন্দজি। তার পর সেই রেকর্ডিং শোনান মুকেশচাঁদকে। মনোহরের কণ্ঠে গান শোনার পর মুগ্ধ হয়ে যান মুকেশচাঁদ। তিনি জানান যে, তাঁর আর আলাদা করে গান গাওয়ার প্রয়োজন নেই। ছবিতে যেন মনোহরের গানই ব্যবহার করা হয়।

১০ ১৫
Manhar Udhas

‘বিশ্বাস’ ছবিতে গান গাওয়ার পর ধীরে ধীরে পরিচিতি গড়ে উঠতে থাকে মনোহরের। ‘হিরো’ এবং ‘রাম লক্ষ্মণ’ সিনেমার মাধ্যমে সেই সময় বলিপাড়ায় জনপ্রিয় হয়ে উঠতে শুরু করেন জ্যাকি শ্রফ। একের পর এক ছবিতে জ্যাকির গানে কণ্ঠ দিতেন মনোহর এবং প্রতিটি গানই সুপারহিট হত।

১১ ১৫
Manhar Udhas

তার পর আর পিছন ফিরে তাকাতে হয়নি মনোহরকে। হিন্দি ছবির পাশাপাশি গুজরাতি, পঞ্জাবি, বাংলা ছাড়াও অন্যান্য ভাষার ছবিতে ৩০০টিরও বেশি গান গেয়েছেন তিনি।

১২ ১৫
Janbaaz movie poster

১৯৮৬ সালে মুক্তিপ্রাপ্ত অ্যাকশন ড্রামা ঘরানার ‘জানবাজ়’ ছবির প্রযোজনা এবং পরিচালনার দায়িত্বে ছিলেন ফিরোজ খান। তিনি চাননি যে, তাঁর ছবিতে মনোহর কোনও গান করুন। কিন্তু পরে মনোহরের জনপ্রিয়তা দেখার পর তাঁকেই গান গাওয়ার প্রস্তাব দেন ফিরোজ়।

১৩ ১৫
Manhar Udhas

সিনেমায় গান গাওয়ার পাশাপাশি বিদেশে বিভিন্ন অনুষ্ঠানে গান করতে যেতেন মনোহর। এমনকি ৪০টি ভজনের অ্যালবামও প্রকাশ করেছিলেন তিনি। তবে প্রচারের অভাবে ধীরে ধীরে বলিজগত থেকে সরে যেতে থাকেন।

১৪ ১৫
Pankaj Udhas

মনোহরের জায়গা দখল করে নিতে থাকেন তাঁর ভাই পঙ্কজ। গান হিট হওয়ার পাশাপাশি প্রচারের দিকেও নজর দিয়েছিলেন পঙ্কজ। তাই দাদা গানের জগতে আগে এলেও পঙ্কজ কেরিয়ারের দিক থেকে অনেক দূর এগিয়ে যান।

১৫ ১৫
Manhar Udhas

বর্তমানে সঙ্গীতজগত থেকে দূরেই রয়েছেন মনোহর। দুই কন্যাসন্তানের বাবা এখন স্ত্রী এবং কন্যাদের নিয়েই দিন কাটান। কখনও কখনও বিদেশে অনুষ্ঠান করতেও যান তিনি। তবে গায়ক হিসাবে জনপ্রিয়তা আর ফিরে পাননি মনোহর।

সকল ছবি সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy