Meet Raj Laxmi Arora- The only female staff travelling with Indian squad for T20 World Cup in Australia dgtl
Laxmi Arora
বিশ্বকাপে ভারতীয় দলের একমাত্র মহিলা সদস্য, কে এই রাজলক্ষ্মী অরোরা?
টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসতে চলেছে অস্ট্রেলিয়ায়। ২২ অক্টোবর থেকে শুরু। ভারতীয় টিমের সাপোর্ট স্টাফদের মধ্যে মহিলা সদস্য একমাত্র রাজলক্ষ্মী।
নিজস্ব প্রতিবেদন
কলকাতাশেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২২ ১৩:২১
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৮
রাজলক্ষ্মী অরোরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের একমাত্র মহিলা সাপোর্ট স্টাফ। আপাতত তাঁকে নিয়ে চর্চা ভারতীয় ক্রিকেট মহলে।
০২১৮
টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসতে চলেছে অস্ট্রেলিয়ায়। ২২ অক্টোবর থেকে শুরু। ২৩ তারিখই ধুন্ধুমার লড়াই। ভারত-পাকিস্তান ম্যাচ।
০৩১৮
ইতিমধ্যেই ভারতীয় দল সেখানে পৌঁছে গিয়েছে। ৬ অক্টোবর ভারতীয় টিম রওনা দেয়। সেই দলের সঙ্গেই সাপোর্ট স্টাফ হিসাবে উড়ে যান রাজলক্ষ্মী।
০৪১৮
কে তিনি? কী-ই বা করবেন ভারতীয় টিমের সঙ্গে? এই সব প্রশ্ন নিয়েই এখন চর্চা ভারতীয় সমর্থক মহলের অন্দরে।
০৫১৮
ক্রিকেটার এবং দর্শকদের সংযোগের গুরুত্বপূর্ণ যোগসূত্র রাজলক্ষ্মী। বিসিসিআইয়ের সিনিয়র মিডিয়া প্রযোজক হিসাবে ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে বিশ্বকাপ সফরে গিয়েছেন রাজলক্ষ্মী।
০৬১৮
রাজলক্ষ্মীর অন্যতম কাজ বিসিসিআইয়ের ওয়েবসাইটে দলের বিভিন্ন ভিডিয়ো আপলোড করা। এ ছাড়াও বিশ্বকাপ সফরে গিয়ে ভারতীয় দলের খেলোয়াড়দের সাক্ষাৎকারের ব্যবস্থাও তিনিই করবেন।
০৭১৮
সিরিজ শুরুর আগে সংবাদমাধ্যমের সঙ্গে ভারতীয় টিমের ক্রিকেটারদের যোগাযোগের মাধ্যমও ছিলেন রাজলক্ষ্মী।
০৮১৮
কন্টেন্ট রাইটার হিসাবে কেরিয়ার শুরু করেন রাজলক্ষ্মী। ২০১৫ সালে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবে বোর্ডে যোগ দেন। এর পর ধাপে ধাপে উন্নতি। বর্তমানে তিনি সিনিয়র প্রয়োজক।
০৯১৮
রিভারডেল হাই স্কুল থেকে পড়াশোনা। স্কুলজীবনে বাস্কেটবল এবং শ্যুটিং টিমের সদস্য। পুণের সিম্বায়োসিস ইনস্টিটিউট অফ মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন থেকে স্নাতক।
১০১৮
সমাজমাধ্যমে তিনি খুবই সক্রিয়। ইন্সটাগ্রামে তাঁর প্রায় পাঁচ লক্ষ অনুসরণকরী।
১১১৮
বোর্ডের চার সদস্যের অভ্যন্তরীণ কমিটি (আইসি)র সদস্য হন রাজলক্ষ্মী। সেটা ২০১৯। এই কমিটিই যৌন নির্যাতনের কোনও অভিযোগের তদন্ত করে। আইনজীবী করিনা কৃপালিনী ওই কমিটি থেকে পদত্যাগ করলে রাজলক্ষ্মীকে আনা হয়।
১২১৮
বোর্ডের অভ্যন্তরীণ কোনও বিষয় নিয়ে অভিযোগ জানানোর কমিটিরও প্রধান রাজলক্ষ্মী। কোনও ক্রিকেটার দুর্ব্যবহার করলে, বা অন্য কোনও বিষয়ে অভিযোগ করলে তা যায় ওই কমিটির কাছে।
১৩১৮
রাজলক্ষ্মী বর্তমানে এত উপরে উঠলেও কেরিয়ার শুরু করেছিলেন সাধারণ ভাবেই।
১৪১৮
পাশ করার পর তিনি যোগ দেন ‘সহারা সময়’ সংবাদপত্রে। নিউজ ডেস্কে কাজ করতেন।
১৫১৮
এর পর ইন্টার্ন করেন সিএনএন আইবিএন-এ। সেখানে কন্টেন্ট রাইটার এবং স্বাস্থ্য সংক্রান্ত ফিচার লিখতেন তিনি।
১৬১৮
এর পর সকাল মিডিয়া গ্রুপে স্ট্রিঙ্গার হিসাবে কাজ করেন কিছু দিন। অল্প সময়ের মধ্যেই সেখানে পাকা চাকরি পান। কিন্তু তাঁর নজর ছিল আরও উঁচুতে। এর পরই ভারতীয় ক্রিকেট বোর্ডে চাকরি পান।
১৭১৮
১৭ অক্টোবর ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে। ১৯ অক্টোবর নিউ জিল্যান্ডের বিরুদ্ধে রোহিতদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ।
১৮১৮
মাঠে যখন বিরাট, রোহিতরা চার, ছক্কা হাঁকাতে ব্যস্ত থাকবেন, তখন রাজলক্ষ্মীর কাজ হবে সেই সব ছবি সমর্থকদের কাছে পৌঁছে দেওয়া।