Meet Mickey Contractor, personal make-up artist of Nita Ambani dgtl
Mickey Contractor
শূন্য থেকে খ্যাতির শিখরে! কোটি কোটি টাকার মালিক নীতা অম্বানীর ব্যক্তিগত রূপটান শিল্পী
নীতা ছাড়াও মিকির কাছে রূপচর্চা করান করিনা কপূর, দীপিকা পাদুকোন, ঐশ্বর্য রাই বচ্চন এবং অনুষ্কা শর্মার মতো অভিনেত্রীরা।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
মুম্বইশেষ আপডেট: ১৮ মে ২০২৩ ১৫:০২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৬
ভারতীয় ধনকুবের মুকেশ অম্বানীর স্ত্রী নীতা অম্বানীকে চেনেন না এমন মানুষ ভারতে কমই রয়েছেন। মুকেশ-জায়া নীতা নিজে এক জন ব্যবসায়ী এবং নৃত্যশিল্পী। তিনি পরিচিত তাঁর বিলাসবহুল জীবনযাপনের জন্যও।
০২১৬
নীতা ভারতের অন্যতম কেতাদুরস্ত ব্যবসায়ীও বটে। আইপিএলে অম্বানীদের মালিকানাধীন ‘মুম্বই ইন্ডিয়ানস্’ টিম পরিচালনার দায়িত্ব রয়েছে তাঁর কাঁধেই।
০৩১৬
তিন সন্তানের মা নীতার বয়স যেন বাড়তেই চায় না। তাঁকে দেখলে বোঝা যায় না যে তাঁর বয়স ষাট ছুঁইছুঁই। এর নেপথ্যে অবদান রয়েছে তাঁর শরীরচর্চা এবং রূপচর্চার।
০৪১৬
৫৯ বছর বয়সে এসেও নিজেকে ব্যস্ত এবং পরিপাটি রাখেন নীতা। দামি পোশাক এবং সুন্দর সাজসজ্জায় ধরা দেন বিভিন্ন অনুষ্ঠানে।
০৫১৬
তবে অনেকেই হয়তো জানেন না যে, নীতার সুন্দর চেহারার নেপথ্যে রয়েছেন তাঁর রূপটান শিল্পী মিকি কন্ট্রাক্টর।
০৬১৬
মুম্বইয়ের বাসিন্দা মিকি একজন তারকা রূপটান শিল্পী। নীতার ব্যক্তিগত রূপটান শিল্পী হিসাবেও কাজ করেন তিনি।
‘হম আপকে হ্যায় কৌন’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কভি খুশি কভি গম’, ‘কল হো না হো’, ‘মহব্বতেঁ’, ‘মাই নেম ইজ খান’, ‘কার্তিক কলিং কার্তিক’, ‘ডন’, ‘ভিরে দি ওয়েডিং’ -এর মতো ছবিতে রূপটান শিল্পী হিসাবে কাজ করেছেন মিকি।
০৯১৬
নীতা ছাড়াও মিকির কাছে রূপচর্চা করান করিনা কপূর, দীপিকা পাদুকোন, ঐশ্বর্য রাই বচ্চন এবং অনুষ্কা শর্মার মতো অভিনেত্রীরা।
১০১৬
তবে মিকির পরিষেবা সাধারণের ধরাছোঁয়ার বাইরে। খরচ না করলে তাঁর পরিষেবা পাওয়া সম্ভব নয়।
১১১৬
এক ঘণ্টা সময় দেওয়ার জন্য জনপ্রতি ৭৫ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নেন মিকি।
১২১৬
মিকি প্রথম জীবনে মুম্বইয়ের ‘টোকিয়ো বিউটি পার্লারে’ কেশসজ্জা শিল্পী হিসাবে কাজ করতেন। অভিনেত্রী হেলেন তাঁকে প্রথম বলিউডে কাজ করার পরামর্শ দেন। তার পর থেকে আর ঘুরে তাকাতে হয়নি মিকিকে।
১৩১৬
শূন্য থেকে শুরু করা মিকি বর্তমানে কোটি কোটি টাকার মালিক। তাঁর কিছু ক্ষণ সময় পেতে দীর্ঘ অপেক্ষা করতে হয় মুম্বইয়ের অনেক ধনী পরিবারের সদস্যদেরও।
১৪১৬
মুকেশ বিশ্বের সবচেয়ে ধনীদের মধ্যে অন্যতম। মুকেশ এবং তাঁর স্ত্রীর জীবনযাপনের ধরন রাজা-মহারাজাদের থেকে কোনও অংশে কম নয়।
১৫১৬
অম্বানী পরিবার যে সব পাত্রে খানাপিনা করে, সেগুলির মূল্যও নাকি কোটি টাকার বেশি। যাঁরা অম্বানী পরিবারের জন্য রান্না করেন তাঁদের বেতন শুনলে লজ্জা পাবেন বেসরকারি সংস্থার উচ্চপদস্থ কর্মীরাও।
১৬১৬
তাই নীতা যে মিকির মতো এক জন তারকা রূপটান শিল্পীকে রূপচর্চার দায়িত্ব দেবেন, তা বলাই বাহুল্য।