‘লাপতা লেডিজ়’ এবং ‘হীরামন্ডি’তে প্রতিভার অভিনয় দেখে দর্শক মুগ্ধ। তাঁকে জাতীয় ‘ক্রাশ’-এর তকমাও দিয়ে ফেলেছেন অনেকে। ইতিমধ্যে ইনস্টাগ্রামের পাতায় প্রতিভার অনুগামীর সংখ্যা সাড়ে পাঁচ লক্ষের গণ্ডি পার করে ফেলেছে।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতাশেষ আপডেট: ১৭ মে ২০২৪ ১৩:২০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
চলতি বছরে কিরণ রাওয়ের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘লাপতা লেডিজ়’। ছবি মুক্তির পর থেকেই তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। মুখ্যচরিত্রে তিনটি নতুন মুখ। ছবির চিত্রনাট্যের পাশাপাশি তিন জনের অভিনয় দক্ষতাও প্রশংসা পেয়েছে। ইতিমধ্যেই জাতীয় ‘ক্রাশ’-এর তকমা পেয়েছেন ছবির অভিনেত্রী প্রতিভা রান্তা। তবে ‘লাপতা লেডিজ়’-এর পুষ্পা তাঁর কেরিয়ার শুরু করেছিলেন ছোট পর্দায়।
০২১৫
২০০০ সালের ১৭ ডিসেম্বর হিমাচল প্রদেশের শিমলার দারোতি নামের একটি ছোট্ট গ্রামে জন্ম প্রতিভার। বাবা-মা, দিদি এবং এক ভাইয়ের সঙ্গে শিমলায় শৈশব এবং কৈশোর কেটেছে তাঁর। শিমলার একটি স্কুল থেকেই পড়াশোনা করেন তিনি।
০৩১৫
পড়াশোনার পাশাপাশি নাচের প্রশিক্ষণও নিতে শুরু করেন প্রতিভা। শিমলায় একটি নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হন তিনি। নাচের প্রতি তাঁর এমনই আগ্রহ ছিল যে, নাচের ক্লাসে যাওয়ার জন্য বাড়িতে মিথ্যা কথাও বলতেন তিনি।
০৪১৫
নাচের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হন প্রতিভা। স্কুলে পড়াকালীন থিয়েটারে অভিনয়ও করতেন তিনি।
০৫১৫
প্রতিভার দিদি আভা রান্তা। মডেলিংয়ের দুনিয়ায় পরিচিতি গড়তে চাইতেন আভা। সেই সূত্রে শিমলা ছেড়ে মুম্বই চলে যান তিনি। দিদির সঙ্গে মুম্বইয়ের উদ্দেশে পাড়ি দেন প্রতিভাও।
০৬১৫
মুম্বইয়ে গিয়ে চলচ্চিত্র নির্মাণ নিয়ে পড়াশোনার জন্য একটি কলেজে ভর্তি হন প্রতিভা। স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। ২০১৮ সালে মুম্বইয়ের একটি সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জয়ের মুকুট মাথায় ওঠে তাঁর।
০৭১৫
কলেজে পড়াশোনার পাশাপাশি ধারাবাহিকে অভিনয়ের জন্য অডিশনও দিতে থাকেন প্রতিভা। মুম্বই যাওয়ার কয়েক মাসের মধ্যেই অডিশন দিয়ে পাশ করেন তিনি।
০৮১৫
২০২০ সালে টেলিভিশনের পর্দায় প্রথম বার অভিনয়ের সুযোগ পান প্রতিভা। ‘কুরবান হুয়া’ নামের হিন্দি ধারাবাহিকে মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা যায় তাঁকে।
০৯১৫
কানাঘুষো শোনা যায়, ‘কুরবান হুয়া’ ধারাবাহিকটি টিআরপির তালিকায় উপরের দিকে জায়গা করতে ব্যর্থ হয়। সেই কারণে ২০২১ সালের পর ধারাবাহিকের সম্প্রচার বন্ধ হয়ে যায়।
১০১৫
২০২২ সালে ‘আধা ইশ্ক’ নামে একটি ওয়েব সিরিজ়ে অভিনয় করতে দেখা যায় প্রতিভাকে। ন’পর্বের এই সিরিজ়টি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায়। একটি ধারাবাহিক এবং একটি সিরিজ়ে অভিনয় করেও নিজের পরিচিতি গড়তে পারেননি তিনি।
১১১৫
‘লাপতা লেডিজ়’ ছবিটি প্রতিভার কেরিয়ারে মাইলফলক গড়ে তোলে। তাঁর অভিনয় সকলের প্রশংসা পায়। নবাগতা অভিনেত্রীর নিজস্ব অনুরাগী মহলও তৈরি হয়।
১২১৫
শুধুমাত্র ‘লাপতা লেডিজ়’ নয়, প্রতিভার কেরিয়ারের ঝুলিতে জুড়ে যায় একটি জনপ্রিয় সিরিজ়। ওটিটির পর্দায় পরিচালনায় হাতেখড়ি করেছেন বড় পর্দার ছবিনির্মাতা সঞ্জয় লীলা ভন্সালী। ভন্সালীর আট পর্বের ‘হীরামন্ডি’ ওয়েব সিরিজ়ে ছোট চরিত্রে অভিনয়ের সুযোগ পান প্রতিভা।
১৩১৫
যেখানে মনীষা কৈরালা, সোনাক্ষী সিন্হা, রিচা চড্ডা, অদিতি রাও হায়দারি, সঞ্জিদা শেখের মতো অভিনেত্রীরা রয়েছেন, রয়েছেন ভন্সালীর ভাগ্নি শারমিন সেহগল, সেখানে কম সময়ের জন্য অভিনয় করেও বড় বড় তারকাকে টেক্কা দিয়েছেন প্রতিভা।
১৪১৫
সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিভা জানিয়েছেন, তিনি ভন্সালীর পরিচালনায় আবার কাজ করতে চান। অভিনেত্রীর কথায়, ‘‘আমি নাচতে খুব পছন্দ করি। আমি চাই ওঁর (সঞ্জয় লীলা ভন্সালী) কোনও ছবিতে এমন চরিত্রে অভিনয় করতে, যেখানে আমি নাচ করার সুযোগ পাব।’’ বলি অভিনেতা রণবীর সিংহ এবং রণবীর কপূরের সঙ্গে অভিনয়েরও ইচ্ছা রয়েছে প্রতিভার।
১৫১৫
‘লাপতা লেডিজ়’ এবং ‘হীরামন্ডি’তে প্রতিভার অভিনয় দেখে দর্শক মুগ্ধ। তাঁকে জাতীয় ‘ক্রাশ’-এর তকমাও দিয়ে ফেলেছেন অনেকে। ইতিমধ্যে ইনস্টাগ্রামের পাতায় প্রতিভার অনুগামীর সংখ্যা সাড়ে পাঁচ লক্ষের গণ্ডি পার করে ফেলেছে।