জিম স্পোর্টসের প্রতি আগ্রহ জন্মায় ধ্রুবির। কিন্তু তা নিয়ে কেরিয়ার গড়তে চাননি তিনি।
০৪১২
আমেরিকা থেকে কম্পিউটার ইনফরমেশন সিস্টেম নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়েন ধ্রুবি। তার পর একটি অলাভজনক সংস্থা গড়ে তোলেন তিনি।
০৫১২
স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গেও যুক্ত রয়েছেন ধ্রুবি।
০৬১২
তবে ইঞ্জিনিয়ারিং নিয়ে কেরিয়ার গড়ে তোলেননি ধ্রুবি।
০৭১২
২০২৩ সালে নিউ ইংল্যান্ডের একটি সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ীর মুকুট পরেন ধ্রুবি।
০৮১২
সম্প্রতি বিশ্বজোড়া একটি সৌন্দর্য প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন ধ্রুবি। আরও একটি সোনার পালক জুটল তাঁর কেরিয়ারে।
০৯১২
নিউ জার্সির এডিসনে সৌন্দর্য প্রতিযোগিতায় জিতে যাওয়ার পর ধ্রুবি পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘‘সৌন্দর্য প্রতিযোগিতায় জেতা আমার কাছে খুব সম্মানের।’’
১০১২
সাক্ষাৎকারে ধ্রুবি আরও বলেন, ‘‘সারা বিশ্বে আমার সংস্কৃতি, আমার চিন্তাধারা ছড়িয়ে পড়েছে। অন্যের অনুপ্রেরণার কারণও হয়ে উঠছি।’’
১১১২
সৌন্দর্য প্রতিযোগিতায় জেতার পর বড় পর্দায় কাজ করতে চান বলে জানিয়েছেন ধ্রুবি। অভিনয় নিয়ে কেরিয়ার গড়তে চান তরুণী।
১২১২
সমাজমাধ্যমে নিজের অনুরাগীমহল তৈরি করে ফেলেছেন ধ্রুবি। ইতিমধ্যেই ইনস্টাগ্রামের পাতায় ১৮ হাজারের বেশি অনুগামী রয়েছে তাঁর।