Meet Cezanne Khan, lead actor of Kasautii Zindagii Kay television serial, alleged domestic violence by his wife dgtl
Cezanne Khan
একাধিক পরকীয়া, ‘স্ত্রী’কে মারধরে অভিযুক্ত বলি অভিনেতার দাবি, বিয়েই করেননি!
নিজের নামের চেয়ে অনুরাগ নামেই বেশি পরিচিত সেজ়ান খান। হিন্দি ধারাবাহিকের পাশাপাশি দু’টি পাকিস্তানি ধারাবাহিকেও অভিনয় করেন তিনি।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৭ জুন ২০২৩ ১২:৩৯
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১২০
২০০১ সাল। জনপ্রিয় হিন্দি ধারাবাহিকের তালিকায় নাম লিখিয়ে ফেলে একতা কপূর প্রযোজিত ‘কসৌটি জিন্দেগি কে’। এই ধারাবাহিকে অভিনয় করে প্রচারে আসেন টেলি অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। শ্বেতার বিপরীতে অনুরাগের চরিত্রে অভিনয় করে নিজের পরিচিতি গড়ে তোলেন সেজ়ান খান।
০২২০
‘কসৌটি জিন্দেগি কে’ ধারাবাহিকে অভিনয় করার পর নিজের নামের চেয়ে অনুরাগ নামেই অধিক পরিচিত হয়ে ওঠেন সেজ়ান। অভিনয় নিয়ে কেরিয়ার তৈরি করবেন বলে মাঝপথেই পড়াশোনায় ইতি টানেন সেজ়ান।
০৩২০
মহারাষ্ট্রের মুম্বইয়ে একটি মুসলিম পরিবারে জন্ম সেজ়ানের। ফরাসি চিত্রশিল্পী পল সেজ়ানের নামে নামকরণ করা হয় তাঁর। সেজ়ানের বাবা পেশায় ছিলেন সেতারবাদক। সেজ়ানের মা গৃহসজ্জাশিল্পী ছিলেন।
০৪২০
বাবার পদাঙ্ক অনুসরণ করে সেজ়ানের ভাই সুহেল খানও সঙ্গীতজগতের সঙ্গে যুক্ত হন। কিন্তু গানবাজনার প্রতি আগ্রহ ছিল না সেজ়ানের। শৈশব থেকে বোর্ডিং স্কুলে পড়াশোনা করেছেন তিনি।
০৫২০
মহারাষ্ট্রের নাসিক জেলার দেওলালির বোর্ডিং স্কুল থেকে পড়াশোনা শেষ করার পর মুম্বইয়ের বান্দ্রার কলেজে বাণিজ্য বিভাগে ভর্তি হন সেজ়ান। কলেজে পড়াকালীন মডেলিং এবং থিয়েটারের দিকে ঝুঁকে পড়েন তিনি।
০৬২০
বাণিজ্যে স্নাতক সেজ়ান এর পর এমবিএ পড়ার সিদ্ধান্ত নেন। কিন্তু সেই ইচ্ছাপূরণ হল না তাঁর। অভিনয়ের জন্য পড়াশোনায় ইতি টানেন। একটি হিন্দি ছবিতে অভিনয়ের সুযোগ পান তিনি।
০৭২০
ছবির শুটিং শেষ করেন সেজ়ান। কিন্তু সেই ছবিটি কখনও মুক্তিই পায়নি। ছবি মুক্তি না পেলেও সেজ়ান সিদ্ধান্ত নেন যে অভিনয় নিয়েই নিজের কেরিয়ার গড়বেন তিনি।
০৮২০
ধারাবাহিকে অভিনয়ের জন্য অডিশন দিতে শুরু করেন সেজ়ান। বলি পরিচালক অনুভব সিংহ ‘হসরতে’ নামের একটি হিন্দি ধারাবাহিকে অভিনয়ের প্রস্তাব দেন সেজ়ানকে।
০৯২০
তার পর নীনা গুপ্তের ‘পল ছিন’ থেকে শুরু করে ‘দুশমন’ এবং ‘কালিরেন’-এর মতো ধারাবাহিকে অভিনয়ের সুযোগ পান সেজ়ান। ২০০১ সালে তাঁর কেরিয়ার অন্য দিকে মোড় নেয়। একতা কপূর প্রযোজিত ‘কসৌটি জি়ন্দেগি কে’ ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা পান সেজ়ান।
১০২০
নিজের নামের চেয়ে অনুরাগ নামেই বেশি পরিচিত হয়ে যান সেজ়ান। হিন্দি ধারাবাহিকের পাশাপাশি দু’টি পাকিস্তানি ধারাবাহিকেও অভিনয় করেন তিনি। ২০০৯ সালে ‘সীতা অওর গীতা’ ধারাবাহিকে অভিনয় করে অভিনয়জগৎ থেকে বিরতি নেন সেজ়ান।
১১২০
২০২১ সালে আবার ছোট পর্দায় দেখা যায় সেজ়ানকে। ‘শক্তি- অস্তিত্ব কে এহসাস কি’ ধারাবাহিকে মুখ্যচরিত্রে অভিনয়ের মাধ্যমে আবার ফিরে আসেন তিনি।
১২২০
এর পর ‘অপনেপন-বদলতে রিশতো কা বন্ধন’ ধারাবাহিকে শেষ বার অভিনয় করতে দেখা যায় সেজ়ানকে। সম্প্রতি টেলি অভিনেতার বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ উঠেছে। এই অভিযোগ এনেছেন তাঁর স্ত্রী আয়েশা পিরানি।
১৩২০
আয়েশার অভিযোগ, বিয়ের পর নিয়মিত তাঁকে মারধর করতেন সেজ়ান। একাধিক মহিলার সঙ্গে সেজ়ান পরকীয়ার সম্পর্কে জড়ান বলেও দাবি করেন আয়েশা।
১৪২০
অভিযোগ, সন্তানদের সামনে আয়েশাকে ঘরবন্দি করে রাখতেন সেজ়ান। তার পর স্কাইপে অন্য মহিলাদের সঙ্গে ভিডিয়ো কলে কথা বলতেন। এমনটাই জানিয়েছেন আয়েশা।
১৫২০
সেজ়ানের খারাপ আচরণের বিরুদ্ধে যখন আয়েশা সরব হতেন, তখন নাকি অভিনেতা বলতেন, ‘‘আমি তোমাকে বিয়ে করেছি। আমার সারাটা জীবন তোমাকে সঁপে দিইনি।’’ সেজ়ানের স্বভাব যে ভাল নয় তা প্রকাশ্যে দাবি করেন আয়েশা।
১৬২০
আয়েশা জানান, প্রতি রাতে ফল খাওয়ার অভ্যাস রয়েছে সেজ়ানের। কোনও রাতে তাঁকে ফল খেতে দেওয়া না হলে আয়েশাকে গালিগালাজ করতেন সেজ়ান। আয়েশার দাবি, তিনি সেজ়ানের জন্য প্রচুর খরচ করেছেন, অনেক অত্যাচারও সহ্য করেছেন। তাই তার পরিবর্তে পাঁচ লক্ষ টাকার ক্ষতিপূরণ চেয়ে অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি।
১৭২০
সেজ়ান বর্তমানে তাঁর প্রেমিকা আফরিনের সঙ্গে একত্রবাস করছেন। তিন বছরেরও বেশি সময় ধরে সম্পর্কে রয়েছেন দু’জনে। চলতি বছরেই নাকি আফরিনের সঙ্গে নিকাহ সারবেন সেজ়ান।
১৮২০
আয়েশার দাবি, তাঁর সঙ্গে সেজ়ানের বিবাহবিচ্ছেদ হয়নি। তাই আফরিনের সঙ্গে সেজ়ান বেআইনি ভাবে থাকছেন। আফরিন এবং সেজ়ান নাকি তাঁকে অশ্রাব্য ভাষায় ভয়েস নোট পাঠান বলেও অভিযোগ করেছেন আয়েশা।
১৯২০
যদিও সেজ়ান জানান, তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। বর্তমানে আমেরিকায় থাকেন আয়েশা। অভিনেতার পাল্টা অভিযোগ, ‘‘আমি কাজ করতাম আর আয়েশা বাড়িতে বসে থাকত। আমার ক্রেডিট কার্ড ব্যবহার করে প্রচুর খরচ করত ও। আমি কোনও দিন কিছু বলিনি।’’
২০২০
সেজ়ানের দাবি, আয়েশা তাঁর ‘পাগল অনুরাগী’। সেজ়ানের কথায়, ‘‘আমি কখনওই বিবাহিত ছিলাম না। আমার নাম ভাঙিয়ে প্রচারের আলোয় আসতে চাইছে ও। আমার তুতো ভাইয়ের স্ত্রীর বোন বলেই চিনি ওঁকে। করাচিতে থাকেন। শুধু শুধু আমার নাম জড়িয়ে টানাটানি করছেন।’’