Meet bollywood former actress Zaira Wasim, whose two movies earned over 3000 crores, where is she now dgtl
Zaira Wasim
তিন হাজার কোটির ব্যবসা করে প্রথম দু’টি ছবি! বলিপাড়া থেকে ‘উধাও’ আমিরের সহ-অভিনেত্রী
ইনস্টাগ্রামে মাঝেমধ্যেই সক্রিয় থাকেন তিনি। কিন্তু ইনস্টাগ্রামের পাতায় তাঁর নিজের কোনও ছবি নেই। ইনস্টাগ্রামে ন’লক্ষের বেশি অনুরাগী রয়েছে জ়াইরার।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতাশেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:০৯
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
হিন্দি ফিল্মজগতে কেরিয়ার শুরু করেছিলেন আমির খানের সঙ্গে। পর পর যে দু’টি হিন্দি ছবিতে অভিনয় করেছিলেন সেই ছবি দু’টি বিশ্বজোড়া বক্স অফিসে তিন হাজার কোটি টাকার বেশি ব্যবসা করে। পর পর দু’টি হিট ছবিতে অভিনয় করে কোথায় ‘উধাও’ হলেন শিশু অভিনেত্রী জ়াইরা ওয়াসিম?
০২১৫
২০০০ সালের ২৩ অক্টোবর জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে জন্ম জ়াইরার। তাঁর বাবা এক জন ব্যাঙ্ককর্মী এবং তাঁর মা পেশায় শিক্ষিকা। শ্রীনগর থেকেই স্কুলের পড়াশোনা শেষ করেন জ়াইরা।
০৩১৫
মাত্র ১৪ বছর বয়সে বড় পর্দায় অভিনয় শুরু করেন জ়াইরা। কেরিয়ারের প্রথম ছবিতেই আমির খানের সঙ্গে অভিনয়ের সুযোগ পান তিনি।
০৪১৫
২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘দঙ্গল’ ছবিতে শিশু অভিনেত্রী হিসাবে অভিনয় করতে দেখা যায় জ়াইরাকে। প্রথম ছবি মুক্তির পর হাজারো প্রশংসা পেলেও বিতর্কেও জড়িয়ে পড়েন তিনি।
০৫১৫
‘দঙ্গল’ ছবির একটি দৃশ্যে জ়াইরাকে কেশহীন অবস্থায় দেখা যায়। এই দৃশ্যে অভিনয়ের কারণে বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। এই দৃশ্যে অভিনয় করে নাকি ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন জ়াইরা।
০৬১৫
মুক্তির পর ‘দঙ্গল’ ছবিটি বিশ্ব জুড়ে দু’হাজার কোটি টাকার বেশি ব্যবসা করে। ‘দঙ্গল’ মুক্তির পরের বছর ২০১৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘সিক্রেট সুপারস্টার’ ছবিটি।
০৭১৫
‘সিক্রেট সুপারস্টার’ ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেন জ়াইরা। এই ছবিতেও আমিরের সঙ্গে অভিনয় করেন তিনি।
০৮১৫
১৫ কোটি টাকা বাজেটে তৈরি ‘সিক্রেট সুপারস্টার’ ছবিটি ভারতে ৮১ কোটি টাকা এবং বিশ্বজোড়া বক্স অফিস থেকে ৯১২ কোটি টাকা উপার্জন করে।
০৯১৫
১৮ বছর বয়সের মধ্যেই পর পর দু’টি ছবিতে অভিনয় করে সাফল্যের চূড়ায় পৌঁছে যান জ়াইরা। কিন্তু সাফল্যের স্বাদ পেতে না পেতেই অভিনয়জগৎ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
১০১৫
২০১৯ সালের মার্চ মাসে ‘দ্য স্কাই ইজ় পিঙ্ক’ ছবির শুটিং শেষ করেন জ়াইরা। সেই বছর অক্টোবর মাসে মুক্তি পায় ছবিটি। ফারহান আখতার এবং প্রিয়ঙ্কা চোপড়া জোনাসের মতো তারকাদের সঙ্গে এই ছবিতে অভিনয়ের সুযোগ পান তিনি।
১১১৫
‘দ্য স্কাই ইজ় পিঙ্ক’ ছবিটি দর্শকের কাছে প্রশংসা কুড়োলেও বক্স অফিসে ব্যবসা করতে ব্যর্থ হয়। বিশ্বজোড়া বক্স অফিস থেকে মাত্র সাড়ে ২৮ কোটি টাকার ব্যবসা করে। এই ছবির শুটিং শেষ হওয়া মাত্রই অভিনেত্রী ঘোষণা করেন যে তিনি অভিনয় থেকে সরে যাবেন।
১২১৫
২০১৯ সালের ৩০ জুন সমাজমাধ্যমে পোস্ট করে জ়াইরা লিখেছিলেন, ‘‘আমি নিজেকে সম্পূর্ণ রূপে ঈশ্বরের কাছে সমর্পণ করতে চাই। তাই অভিনয়জগৎ থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছি।’’
১৩১৫
শুধু অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তই নেননি জ়াইরা। পাশাপাশি সমাজমাধ্যমে তাঁর অনুরাগীদের ধন্যবাদ জানিয়ে লিখেছিলেন, ‘‘আমি সত্যিই ভাগ্যবতী যে এত ভালবাসা পেয়েছি।’’
১৪১৫
বলিপাড়ার একাংশের অনুমান, হিন্দি ফিল্মজগতের সঙ্গে যুক্ত ছিলেন বলে একাধিক বার হুমকি পেয়েছিলেন জ়াইরা। বিপদ থেকে বাঁচতেই নাকি অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
১৫১৫
বর্তমানে আলোর রোশনাই থেকে শতহস্ত দূরে রয়েছেন জ়াইরা। ইনস্টাগ্রামে সক্রিয় থাকেন তিনি। কিন্তু ইনস্টাগ্রামের পাতায় নিজের কোনও ছবি পোস্ট করেন না জ়াইরা। ইনস্টাগ্রামে ন’লক্ষের বেশি অনুরাগী রয়েছে তাঁর।