
মস্কোর আগ্রাসনে তৃতীয় বিশ্বযুদ্ধের পদধ্বনি? ইউক্রেনের পর আরও একটি ইউরোপীয় দেশকে নিশানা করবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন? সেই আশঙ্কা যে ষোলো আনা তা এ বার স্পষ্ট করলেন মার্কিন শক্তিজোট নেটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুট। পাশাপাশি, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নাগরিকদের তিন দিনের প্রয়োজনীয় সামগ্রী মজুত করার কথা বলায় গোটা মহাদেশ জুড়ে নতুন করে ছড়িয়েছে যুদ্ধের আতঙ্ক।

সম্প্রতি তিন বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে পোল্যান্ডের রাজধানী ওয়ার’শতে মুখ খোলেন নেটোর সেক্রেটারি জেনারেল রুট। তিনি বলেন, ‘‘২০৩০ সালের মধ্যে ইউরোপের একাধিক দেশ আক্রমণ করবে মস্কো।’’ পুতিনের পরবর্তী নিশানা পোল্যান্ড হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। ইউক্রেন সীমান্ত লাগোয়া দেশটি নেটোর পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সদস্য। ফলে রুটের ওই মন্তব্যে ২৭ রাষ্ট্রের জোট ইইউতে রীতিমতো হইচই পড়ে গিয়েছে।