Advertisement
২৮ জানুয়ারি ২০২৫
Kaamini Khanna

আয় করতেন বিয়েবাড়িতে নেচে, লিখেছেন বই, করেছেন সঙ্গীত পরিচালনা! বলি অভিনেতার বোন এখন জ্যোতিষী

মা নির্মলা দেবী ছিলেন শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী। কামিনীর বাবা অরুণকুমার আহুজা ছিলেন বলিপাড়ার অভিনেতা। বাবা-মা এবং চার ভাইবোনের সঙ্গে শৈশব কাটে তাঁর।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০১ মার্চ ২০২৪ ১১:২৮
Share: Save:
০১ ১৫
Kaamini Khanna

মা শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী, বাবা এবং ভাই দু’জনেই হিন্দি ফিল্মজগতে অভিনেতা হিসাবে জনপ্রিয়তা পেয়েছেন। কিন্তু অভিনয় থেকে, আলোর রোশনাই থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন তিনি। এখন কী করেন গোবিন্দের দিদি কামিনী খন্না?

০২ ১৫
Kaamini Khanna

মা নির্মলা দেবী ছিলেন শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী। কামিনীর বাবা অরুণকুমার আহুজা ছিলেন বলিপাড়ার অভিনেতা। বাবা-মা এবং চার ভাইবোনের সঙ্গে শৈশব কাটে কামিনীর।

০৩ ১৫
Kaamini Khanna with Govinda

কামিনীর ভাই গোবিন্দ বলিউডে অভিনেতা হিসাবে খ্যাতি অর্জন করলেও কামিনী ছিলেন অভিনয়জগৎ থেকে শতহস্ত দূরে। ছোটবেলা থেকে অবশ্য অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তাঁর। কিন্তু আপত্তি জানিয়েছিলেন তাঁর মা।

০৪ ১৫
Kaamini Khanna

কামিনীর মা চাইতেন, তাঁর কন্যা পড়াশোনা নিয়ে কেরিয়ার তৈরি করুন। তাই অভিনয়জগৎ থেকে কামিনীকে দূরে রাখার চেষ্টা করতেন। স্কুল-কলেজে অধিকাংশ পরীক্ষায় ভাল ফল করতেন কামিনী।

০৫ ১৫
Kaamini Khanna

শৈশব থেকে নাচ করতে ভালবাসতেন কামিনী। মাত্র তিন বছর বয়সে নাকি প্রায় ৩০০টি অনুষ্ঠানে নাচ করে ফেলেছিলেন তিনি।

০৬ ১৫
Kaamini Khanna

এক পুরনো সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘‘হিন্দি ছবির গানের সঙ্গে নাচ করতে ভালবাসতাম আমি। অনেকেই আমায় মঞ্চে নাচ করার অনুরোধ জানাতেন। ছোট থেকেই মঞ্চে পারফর্ম করতাম। হাতখরচের পুরোটাই সেখান থেকেই উপার্জন করতাম।’’

০৭ ১৫
Kaamini Khanna

কামিনী বলেছিলেন, ‘‘আমি তখন এতটাই ছোট ছিলাম যে, কী ঘটছে কিছুই বুঝতাম না। তিন বছর বয়সেই আমি ৩০০ থেকে ৪০০টি অনুষ্ঠানে পারফর্ম করে ফেলেছিলাম। অনেকে আমায় বিয়েবাড়ির অনুষ্ঠানেও নিয়ে যেতেন। সেখানে পারফর্ম করেও উপার্জন করেছি আমি।’’

০৮ ১৫
Kaamini Khanna

পড়াশোনার পাশাপাশি লেখালিখিও করতে শুরু করেন কামিনী। ১৩ বছর বয়স থেকে তিনি লেখা শুরু করেন। এখনও পর্যন্ত ২৪টি বই লিখে ফেলেছেন তিনি।

০৯ ১৫
Kaamini Khanna

১৮ বছর বয়সে সাত পাকে বাঁধা পড়েন কামিনী। সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন যে, কামিনী নাচের সঙ্গে কোনও ভাবে যুক্ত থাকুন, তা চাইতেন না তাঁর স্বামী। বিয়ের পর তাই নাচ পারফর্ম করা ছেড়ে দেন কামিনী।

১০ ১৫
Kaamini Khanna

মায়ের পদাঙ্ক অনুসরণ করে সঙ্গীতের দিকে ঝুঁকে পড়েন কামিনী। ১৬ বছর ধরে শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা করেন তিনি। তার পর সঙ্গীত পরিচালনার সঙ্গে যুক্ত হন তিনি।

১১ ১৫
Kaamini Khanna

৩০০টির বেশি জনপ্রিয় সংস্থার বিজ্ঞাপনের আবহসঙ্গীত পরিচালনা করেন কামিনী। ‘সুখ’ ছবির সঙ্গীত পরিচালনাও করেন তিনি। ‘এক নয়ি দিশা’ এবং ‘আন্টি নম্বর ওয়ান’ ছবির সংলাপ লেখেন কামিনী।

১২ ১৫
Kaamini Khanna

বলিপাড়া সূত্রে খবর, চার বছর ধরে গোবিন্দের সঙ্গে কাজ করেছেন কামিনী। গোবিন্দের আপ্তসহায়িকা হিসাবেও নাকি কাজ করেছেন তিনি। তার পর খ্যাতনামী রেডিয়ো সংস্থায় রেডিয়ো জকি হিসাবেও কাজ করেছেন ।

১৩ ১৫
Kaamini Khanna

বর্তমানে জ্যোতিষবিদ্যা চর্চার মাধ্যমে কেরিয়ার গড়ে তুলেছেন কামিনী। ইউটিউবে নিজস্ব একটি চ্যানেল রয়েছে তাঁর।

১৪ ১৫
Kaamini Khanna

কামিনীর কন্যা রাগিণী খন্না এবং পুত্র অমিত খন্না দু’জনে হিন্দি ধারাবাহিক জগতের পরিচিত মুখ। কিন্তু আলোর রোশনাই থেকে নিজেকে দূরে রাখেন গোবিন্দের দিদি।

১৫ ১৫
Kaamini Khanna

সমাজমাধ্যমে মাঝেমধ্যেই সক্রিয় থাকতে দেখা যায় কামিনীকে। ইতিমধ্যেই ইনস্টাগ্রামে তাঁর অনুরাগীর সংখ্যা ২৮ হাজারের গণ্ডি পার করে ফেলেছে।

সকল ছবি সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy