Man wins lottery and becomes four times richer than Ratan Tata within minutes, here is the story dgtl
lottery
লটারিতে ১৬ হাজার কোটি জিতে রতন টাটাকে টপকে গেলেন! ২০০ কোটির বাড়িই কিনে ফেললেন যুবক
ভাগ্যের জোরে রাতারাতি কোটিপতি হয়ে গেলেন এই যুবক। শুধু কি তাই! সম্পত্তির নিরিখে শিল্পপতি রতন টাটাকেও পিছনে ফেলে দিলেন তিনি।
সংবাদ সংস্থা
ক্যালিফোর্নিয়া শেষ আপডেট: ১২ মার্চ ২০২৩ ১৪:২৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
হিন্দিতে একটা প্রবাদ আছে, ‘উপরওয়ালা যব দেতা হ্যায় ছপ্পড় ফাড়কে দেতা হ্যায়!’ আমেরিকার এক যুবকও সেই ‘উপরওয়ালা’র জোরেই কেরামতি করে দেখালেন। সাধারণ থেকে হয়ে গেলেন অসাধারণ! মাত্র কয়েক মিনিটের মধ্যে পেয়ে গেলেন কয়েক হাজার কোটি টাকা। একেই বোধহয় বলে কপাল!
প্রতীকী ছবি।
০২১৫
লটারি তো অনেকেই কাটেন। কিন্তু ক’জনের মুখেই আর হাসি ফোটে! ভাগ্যের এ হেন খেলায় যাঁরা জেতেন, তাঁরাই তো হয়ে ওঠেন ‘বাজিগর’। আমেরিকার যুবক এডউইন ক্যাস্ত্রোও সেই তাঁদেরই এক জন হয়ে উঠেছেন।
প্রতীকী ছবি।
০৩১৫
লটারির টিকিট কিনেছিলেন। আর সেই লটারির জোরে রাতারাতি ভাগ্যের চাকা ঘুরে গিয়েছে ক্যাস্ত্রোর। পেয়ে গিয়েছেন জ্যাকপট। গত নভেম্বরে লটারিতে বাজিমাত করেছেন ওই যুবক।
প্রতীকী ছবি।
০৪১৫
জ্যাকপটের অঙ্কটা জানলে চমকে উঠতে হয়! তাবড় তাবড় ধনী ব্যক্তিদের টক্কর দিয়েছেন এই যুবক। সম্পদের মোট অর্থের নিরিখে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি রতন টাটাকেও পিছনে ফেলে দিয়েছেন তিনি।
প্রতীকী ছবি।
০৫১৫
ভারতের শিল্পপতি রতন টাটার মোট ব্যক্তিগত সম্পত্তির অঙ্ক প্রায় ৪ হাজার কোটি টাকা। আর ক্যাস্ত্রোর লটারিতে জেতা অর্থের পরিমাণ ৪ হাজার কোটি টাকারও বেশি। টাকার পরিমাণের জন্য ক্যাস্ত্রোকে ঘিরে হইচই শুরু হয়ে গিয়েছে।
ছবি:সংগৃহীত।
০৬১৫
ক্যাস্ত্রোর লটারিতে জেতা অর্থের পরিমাণ ২০০ কোটি ডলার। ভারতীয় মুদ্রায় যার অঙ্ক ১৬ হাজার ৪০৭ কোটি টাকা। এই বিপুল অঙ্কের টাকাই জিতেছেন ওই যুবক।
প্রতীকী ছবি।
০৭১৫
তবে লটারির পুরস্কারমূল্যের পুরো টাকাটা হাতে পাননি ক্যাস্ত্রো। কর এবং অন্যান্য ক্ষেত্রে কাটছাঁট করে তাঁর হাতে এসেছে ৯৯ কোটি ৭০ লক্ষ ডলার। ভারতীয় মুদ্রায় যার অঙ্ক ৮ হাজার ১৮০ কোটি টাকা। ভাবা যায়!
প্রতীকী ছবি।
০৮১৫
একসঙ্গে এত টাকা! স্বাভাবিক ভাবেই হকচকিয়ে গিয়েছিলেন ওই যুবক। লটারি জয়ের উত্তেজনা সামলে এই টাকা কী ভাবে খরচ করবেন, সে নিয়ে পরিকল্পনাও করেছেন তিনি।
প্রতীকী ছবি।
০৯১৫
জ্যাকপট মেলার পর ৩০ বছর বয়সি ওই যুবক একটি বিলাসবহুল বাড়ি কিনেছেন। সেই বাড়িটির দাম শুনলেও চমকে যাবেন।
ছবি:সংগৃহীত।
১০১৫
যে এলাকায় নতুন বাড়ি কিনেছেন ক্যাস্ত্রো, সেটি অভিজাত এলাকা। ক্যালিফোর্নিয়ার হলিউড হিলস এলাকায় বাড়ি কিনেছেন তিনি। হলিউডের অধিকাংশ তারকার বাড়ি ওই এলাকাতেই রয়েছে।
ছবি:সংগৃহীত।
১১১৫
ওই বিলাসবহুল বাড়িটির দাম ৩ কোটি ডলার। ভারতীয় মুদ্রায় যার অঙ্ক ২৪৫ কোটি ৮৯ লক্ষ টাকা। তবে কিছুটা ছাড়ে বাড়িটি কিনেছেন ক্যাস্ত্রো।
ছবি:সংগৃহীত।
১২১৫
শোনা গিয়েছে, ৫০ লক্ষ ডলার ছাড় পেয়েছেন ওই যুবক। শেষে আড়াই কোটি ডলারে কিনেছেন ওই বাড়িটি। ভারতীয় মুদ্রায় এই অঙ্কটা প্রায় ২০৫ কোটি টাকা।
ছবি:সংগৃহীত।
১৩১৫
১৩ হাজার ৫৭৮ বর্গফুটের ওই প্রাসাদোপম বাড়িটি এই মুহূর্তে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে। ক্যাস্ত্রোর নতুন বাড়িতে রয়েছে এলাহি বন্দোবস্ত।
ছবি:সংগৃহীত।
১৪১৫
ওই বিলাসবহুল বাড়িতে রয়েছে জিম, মুভি থিয়েটার, সুইমিং পুল। এ ছাড়াও রয়েছে বিশাল বড় গ্যারাজ। যেখানে একসঙ্গে কমপক্ষে ৭টি গাড়ি রাখা যেতে পারে।
ছবি:সংগৃহীত।
১৫১৫
লটারি কেটে রাতারাতি অনেকেই কোটিপতি হয়েছেন। লটারি জয়ের এমন অনেক ঘটনাই প্রকাশ্যে আসে। তবে ক্যাস্ত্রোর মতো বোধহয় এমন জ্যাকপট জেতার খবর সচরাচর পাওয়া যায় না। আর সে কারণেই বাড়তি নজর কেড়েছেন আমেরিকার এই যুবক।