‘কুকর্ম’ করতে সিঁদ কেটে শ্বশুরবাড়িতে ঢুকলেন জামাই, ধরা পড়ে বাইক ফেলে দে-দৌড়!
শ্বশুরবাড়িতে সিঁদ কেটে ঢুকলেন জামাই। তার পর স্ত্রীকে ছুরি দিয়ে কোপানোর অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:০৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
অশান্তির জেরে বাপের বাড়িতে চলে এসেছিলেন স্ত্রী। বার বার ফোন করেন স্বামী। আবেদন করেছিলেন শ্বশুরবাড়ি ফিরে যেতে। কিন্তু তাঁর কথা শোনেননি স্ত্রী।
০২১৫
স্ত্রীর সঙ্গে বোঝাপড়া করতে এর পর শ্বশুরবাড়িতে সিঁদ কেটে ঢোকেন জামাই। তার পর স্ত্রীকে ছুরি দিয়ে কোপানোর অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে।
০৩১৫
এ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন আক্রান্ত মহিলা। উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার ঘটনা।
০৪১৫
পুলিশ সূত্রে খবর, আট বছর আগে গোপালনগর থানা এলাকার অম্বরপুরের বাসিন্দা গৌতম বিশ্বাসের সঙ্গে বিয়ে হয় বাগদা থানার কাশীপুর মধ্যপাড়ার বাসিন্দা পায়েল বিশ্বাসের।
০৫১৫
দম্পতির দুই সন্তান রয়েছে। অভিযোগ, বাপের বাড়ি থেকে টাকা আনতে চাপ দিয়ে স্ত্রীকে প্রায়শই মারধর করতেন গৌতম।
০৬১৫
অশান্তির জেরে মাস দুয়েক আগে বাগদার কাশীপুর মধ্যপাড়ায় বাপের বাড়িতে চলে যান পায়েল।
০৭১৫
স্ত্রীকে বাড়ি ফেরার জন্য ফোনে বেশ কয়েক বার আবেদন করেছিলেন স্বামী। কিন্তু পায়েল শ্বশুরবাড়িতে ফিরতে অস্বীকার করেন।
০৮১৫
তার পরের ঘটনা গত ৬ ফেব্রুয়ারির। অভিযোগ, সে দিন মধ্যরাতে পায়েলের বাপের বাড়ির রান্নাঘরের পিছনে সিঁদ কেটে ঘরে ঢোকেন জামাই গৌতম।
০৯১৫
রাতে জল খেতে উঠে স্বামীকে দেখেই চমকে ওঠেন পায়েল। অভিযোগ, তখনই তাঁকে ছুরি দিয়ে আক্রমণ করা হয়।
১০১৫
পায়েল জানিয়েছেন, স্বামীকে ঠেকাতে গিয়ে তাঁর হাতে-পায়ে অস্ত্রের আগাত লেগেছে। পায়েলের চিৎকার শুনে পরিবারের বাকি সদস্যদের ঘুম ভেঙে যায়।
১১১৫
সেটা বুঝতে পেরে শ্বশুরবাড়ির সামনে মোটরবাইক ফেলে চম্পট দেন গৌতম। গুরুতর আহত অবস্থায় পায়েলকে বাগদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়।
১২১৫
বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি বাগদা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
১৩১৫
তাতে স্বামী-সহ শ্বশুরবাড়ির পরিবারের চার সদস্যের নাম রয়েছে। তার ভিত্তিতে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
১৪১৫
পায়লে বলেন, ‘‘বাবার কাছ থেকে একাধিক বার টাকা নিয়ে স্বামীকে দিয়েছি। কিন্তু তার পরেও টাকার জন্য আমাকে মারধর করত। আমি আর সহ্য করতে পারিনি। তাই বাপের বাড়িতে চলে এসেছিলাম।’’
১৫১৫
তাঁর সংযোজন, “কিন্তু গত ৬ তারিখ রাতে সিঁদ কেটে ঘরে ঢুকে ছুরি নিয়ে আমার উপরে চড়াও হয় ও। আমি এই বিষয়ে থানায় অভিযোগ জানিয়েছি। আমি চাই, স্বামীর শাস্তি হোক।’’