‘পেঞ্চের রানি’ প্রয়াত। ১৭ বছর ধরে মধ্যপ্রদেশের জঙ্গলে রাজত্ব করা ‘কলারওয়ালি’ গত শনিবার মারা গিয়েছে। প্রাথমিক ভাবে বার্ধক্যজনিত কারণ বলে মনে হলেও বাঘিনীর ময়নাতদন্তের রিপোর্ট অন্য় কথা জানাচ্ছে। তার অন্ত্রে পাওয়া গিয়েছে একরাশ চুল আর কাদামাটি। তবে কি তার জেরেই মৃত্যু হল এই বাঘিনীর? উঠছে প্রশ্ন।