অম্বানী থেকে আলিয়া ভট্ট, কোন তারকাদের বাড়ি সাজিয়েছেন শাহরুখ-পত্নী গৌরী
বিশ্বের প্রথম সারিতে থাকা ধনকুবের থেকে শুরু করে বলিউড ফিল্মজগতের সঙ্গে যুক্ত বিভিন্ন চিত্রতারকাদের বাড়িতে গৃহসজ্জার কাজ করেছেন গৌরী খান।
নিজস্ব প্রতিবেদন
কলকাতাশেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২২ ১২:০৫
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১২৩
টিনসেল নগরীতে শাহরুখ খান যেমন উজ্জ্বল নক্ষত্রের মতো সর্বদা দ্যুতি ছড়াচ্ছেন, জনপ্রিয়তার ক্ষেত্রে অভিনেতাকে সমান তালে টক্কর দিয়ে চলেছেন শাহরুখ-পত্নী গৌরী খান।
ফাইল চিত্র।
০২২৩
অভিনয় নয়, গৃহসজ্জার প্রতি আগ্রহ গৌরীর। তা নিয়েই কর্মজীবনে এগিয়েছেন তিনি। বিশ্বের প্রথম সারিতে থাকা ধনকুবের থেকে শুরু করে বলিউড ফিল্মজগতের সঙ্গে যুক্ত বিভিন্ন চিত্রতারকাদের বাড়িতে গৃহসজ্জার কাজ করেছেন গৌরী।
ফাইল চিত্র।
০৩২৩
‘অম্বানী ম্যানসন’-এর একটি অংশ সাজিয়েছেন গৌরী। কোনও ঘর নয়, তাঁদের বাড়িতে যে বার লাউঞ্জ রয়েছে, তা সাজিয়েছেন তিনি।
ফাইল চিত্র।
০৪২৩
গৌরীর নিজেও স্বীকার করেছেন, সারা জীবনে তিনি যতগুলো বিলাসবহুল প্রজেক্টে কাজ করেছেন, এটি তার মধ্যে অন্যতম। গৌরী এক সাক্ষাৎকারে বলেন, ‘‘নীতার সঙ্গে কাজ করে আমি খুব আনন্দ পেয়েছি, ‘অ্যানটিলিয়া’তে কাজ করা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে।’’
ফাইল চিত্র।
০৫২৩
তিনি আরও জানান, নীতা অম্বানীর কাজ চেনার চোখ রয়েছে এবং গৃহসজ্জা নিয়ে তাঁর পছন্দ বেশ রুচিশীল। নীতার এই গুণগুলি অনুপ্রেরণা দিয়েছে গৌরীকে।
ফাইল চিত্র।
০৬২৩
পরিচালক এবং প্রযোজক কর্ণ জোহরের সঙ্গে গৌরী খানের বন্ধুত্ব বহু দিনের। মুম্বইয়ে কর্ণের যে পেন্টহাউস রয়েছে, তা সাজানোর দায়িত্ব পড়েছিল গৌরীর উপরেই।
ফাইল চিত্র।
০৭২৩
নেটমাধ্যমে মাঝেমধ্যেই ছবি দেখা যায়, কর্ণ পেন্টহাউসের ছাদে বলি তারকাদের সঙ্গে বসে আড্ডায় মজেছেন। হলুদ আলো, নজরকাড়া প্যাটার্নের মোজাইক, বার কাউন্টার এবং কাঠের তৈরি চেয়ার, টেবিল দিয়ে ছাদ সাজিয়েছেন গৌরী।
ফাইল চিত্র।
০৮২৩
শুধু ছাদে বসার জায়গা নয়, কর্ণের দুই সন্তান— যশ এবং রুহির থাকার ঘরও সাজিয়েছেন শাহরুখ-পত্নী।
ফাইল চিত্র।
০৯২৩
ফটো ফ্রেম, সফট টয়, বই দিয়ে সাজানো ঘরটি বেশ ছিমছাম। সাদা রঙের দেওয়ালে রয়েছে জঙ্গল থিমের চিত্র। আসবাবপত্রও খুব বেশি নেই ঘরে। সব মিলিয়ে ঘরটি দেখে স্নিগ্ধতার চিহ্ন ফুটে ওঠে।
ফাইল চিত্র।
১০২৩
ঋষি-পুত্র রণবীর ২০১৬ সালে মুম্বইয়ের বান্দ্রায় একটি বাড়ি কিনেছিলেন। অভিনেতা এই বাড়িটি সাজানোর দায়িত্ব দিয়েছিলেন গৌরীকে।
ফাইল চিত্র।
১১২৩
প্যাস্টেল রঙের দেওয়ালের সঙ্গে মেরুন রঙের সোফা। ঘরের আসবাবপত্র থেকে শুরু করে পর্দা, দেওয়ালের রং— সব কিছুর মধ্যেই শিল্পের ছোঁয়া রয়েছে।
ফাইল চিত্র।
১২২৩
বাদ যাননি রণবীর-পত্নী আলিয়াও। তবে আলিয়ার বাড়ি নয়, বরং অভিনেত্রীর ভ্যানিটি ভ্যান সাজিয়ে তুলেছেন গৌরী। বলিপাড়ায় আলিয়ার এই ভ্যানিটি ভ্যান নিয়ে চর্চাও রয়েছে।
ফাইল চিত্র।
১৩২৩
রংবেরঙের আলো দিয়ে ভরা এই ভ্যানের ভিতরে রয়েছে নজরকাড়া আসবাবপত্রও। দেওয়ালের চারদিকে কাচের তৈরি বোর্ড রয়েছে। কাঠের মেঝে এবং বেগুনিরঙা আলো গোটা ভ্যানটিকে একটি অন্য রূপ দেয়।