Lizz traus became quitter from winner in 89 seconds dgtl
Liz Truss
দেড় মিনিটে খসে পড়ল আত্মবিশ্বাসের মুখোশ! প্রধানমন্ত্রী লিজ়ের পাওনা কয়েকটি সংখ্যা
বৃহস্পতিবার লিজ় তাঁর ১০ ডাউনিং স্ট্রিটের বাসভবনের সামনে দাঁড়িয়ে বিদায়ী ভাষণ পড়তে শুরু করেছিলেন। প্রধানমন্ত্রী হিসাবে হাল ছাড়ার কথা জানাতে তাঁর সময় লাগল ঠিক ৮৯ সেকেন্ড।
সংবাদ সংস্থা
লন্ডনশেষ আপডেট: ২০ অক্টোবর ২০২২ ২১:২৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
এক দিন আগে বলেছিলেন, ‘‘যে যা-ই বলুক, হাল ছাড়ার লোক নই আমি। শেষ পর্যন্ত লড়ে যাব।’’ যুদ্ধং দেহি ভাবমূর্তির সেই লিজ় ট্রাসের আত্মবিশ্বাসে টোল পড়ল মাত্র ৮৯ সেকেন্ডেই।
০২১০
বৃহস্পতিবার লিজ় তাঁর ১০ ডাউনিং স্ট্রিটের বাসভবনের সামনে দাঁড়িয়ে বিদায়ী ভাষণ পড়তে শুরু করেছিলেন। প্রধানমন্ত্রী হিসাবে হাল ছাড়ার কথা জানাতে তাঁর সময় লাগল ঠিক ৮৯ সেকেন্ড। অর্থাৎ পুরো দেড় মিনিটও নয়।
০৩১০
তবে এই অল্প সময়েই একটি রেকর্ডও করে ফেললেন ট্রাস। বৃহস্পতিবার ইস্তফা দেওয়ার পর ব্রিটেনের সবচেয়ে কম সময় পদে থাকা প্রধানমন্ত্রী হিসাবে রেকর্ড করলেন তিনি।
০৪১০
তাঁর আগে এই রেকর্ড ছিল জর্জ ক্যানিংয়ের। ১৮২৭ সালে মাত্র ১১৯ দিন ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। প্রধানমন্ত্রী থাকাকালীন নিজের দফতরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বৃহস্পতিবার এমনই কিছু সংখ্যা, রেকর্ড জড়িয়ে গেল লিজ়ের নামের সঙ্গেও।
০৫১০
৪৫— মাত্র ৪৫ দিনের জন্য লিজ় ব্রিটেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
০৬১০
৪৫%— ৪৫-এর আরও একটি গেরোতে ফেঁসেছিলেন লিজ়। প্রধানমন্ত্রী হওয়ার পর তাঁর ৪৫ শতাংশ কর ছাড় দেওয়ার সিদ্ধান্ত বিপুল সমালোচনার মুখে পড়ে। বিশেষজ্ঞদের কথায়, এর জেরেই ইস্তফা দিতে বাধ্য হন লিজ়।