List of multi crore properties of Virat Kohli and Anushka Sharma dgtl
Virat Kohli-Anushka Sharma
আশি কোটির বাংলো, বিলাসবহুল খামারবাড়ি! আর কী কী সম্পত্তি রয়েছে বিরাট এবং অনুষ্কার
বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা— উপার্জনের দিক দিয়ে শীর্ষে থাকা এই তারকা দম্পতির সম্পত্তির পরিমাণ নজরে পড়ার মতো।
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৩ ১৭:৫৫
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৪
খেলোয়াড়দের মধ্যে উপার্জনের দিক দিয়ে এগিয়ে রয়েছেন বিরাট কোহলি। অনুষ্কা শর্মাও উপার্জনের দিক থেকে উপরের দিকে রয়েছেন। এই তারকা দম্পতির সম্পত্তির পরিমাণও চোখে পড়ার মতো।
০২১৪
মুম্বইয়ের ওরলিতে ওমকার ১৯৭৩ নামের একটি তিন টাওয়ার কমপ্লেক্সে থাকেন বিরাট এবং অনুষ্কা। সি টাওয়ারের ৩৫ নম্বর তলায় থাকেন তাঁরা।
০৩১৪
মুম্বইয়ের এই ফ্ল্যাটটি থেকে সমুদ্রের মনোরম দৃশ্য দেখা যায়। বিরাট এবং অনুষ্কা দু’জনেই ইনস্টাগ্রামে মাঝেমধ্যে এই ফ্ল্যাটের ছবি পোস্ট করেন।
০৪১৪
৭,১৭১ বর্গফুটের এই ফ্ল্যাটটি কিনতে ৩৪ কোটি টাকা খরচ করেছেন বিরাট এবং অনুষ্কা।
০৫১৪
মুম্বইয়ের অধিকাংশ প্রভাবশালী ব্যক্তি আলিবাগ এলাকায় বিলাসবহুল আবাসন কিনে রেখেছেন। বিরাট এবং অনুষ্কাও তার ব্যতিক্রম নন।
০৬১৪
আলিবাগে একটি বহুমূল্য খামারবাড়ি কিনেছেন বিরাট এবং অনুষ্কা। অতিমারির সময় এখানকারই কয়েক ঝলক নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছিলেন তারকা দম্পতি।
০৭১৪
আলিবাগে এই খামারবাড়িটি কিনতে ২০ কোটি টাকা খরচ করেছেন বিরাট এবং অনুষ্কা।
০৮১৪
গুরুগ্রামে একটি বহুমূল্য বাংলো কিনেছেন বিরাট এবং অনুষ্কা। পরিবার-সহ সকলে এই বাংলোতেই বেশির ভাগ সময় কাটান।
০৯১৪
১০ হাজার বর্গফুটের এই বাংলোর বাজারমূল্য ৮০ কোটি টাকা।
১০১৪
অভিনয়ে নামার ৯ বছর পর ব্যবসার সঙ্গে যুক্ত হন অনুষ্কা। ২০১৭ সালে জামাকাপড় বিক্রির সংস্থা প্রতিষ্ঠা করেন তিনি।
১১১৪
কানাঘুষো শোনা যায়, এই সংস্থার মোট সম্পদ ৭০ কোটি টাকা।
১২১৪
নামী ব্র্যান্ডের ঘড়ি সংগ্রহে রাখতে ভালবাসেন বিরাট। ক্রিকেটারের কাছে বহুমূল্য ঘড়ির সংখ্যা প্রচুর হলেও তার মধ্যে উল্লেখযোগ্য হল রোলেক্সের একটি ঘড়ি।
১৩১৪
রোলেক্স কসমোগ্রাফ ডেটোনা রেনবো ইভরোজ গোল্ড ওয়াচটির বাজারমূল্য ৬৯ লক্ষ টাকা। এই ঘড়ির কেসে ৫৬ ধরনের আলাদা কাটিংয়ের হিরে বসানো রয়েছে।
১৪১৪
বেন্টলে ফ্লায়িং স্পার ব্র্যান্ডের একটি বিলাসবহুল গাড়ি রয়েছে বিরাটের। এই গাড়িটি কিনতে ৩.৯৭ কোটি টাকা খরচ করেছেন ক্রিকেটার।