Lata Mangeshkar left behind huge amount of property dgtl
lata mangeshkar
Lata Mangeshkar: গ্যারাজে ক্রাইসলার থেকে মার্সিডিজ, মুম্বইয়ে বাংলো, লতার মোট সম্পত্তির পরিমাণও বিপুল
২৫ টাকা থেকে সেই কিশোরীর সম্পত্তির পরিমাণ ছাড়িয়েছিল ১০০ কোটিরও বেশি।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২২ ১২:১১
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
প্রথম গান রেকর্ড করে আয় করেছিলেন ২৫ টাকা। তখন তিনি মাত্র ১৩। তার পর থেকে কয়েক দশক ধরে অগণিত সঙ্গীতপ্রেমীকে সুরেলা জালে বেঁধে রেখেছেন লতা মঙ্গেশকর। রবিবার ৯২ বছর বয়সে প্রয়াত হন তিনি। ২৫ টাকা থেকে সেই কিশোরীর সম্পত্তির পরিমাণ ছাড়িয়েছিল ১০০ কোটিরও বেশি।
ছবি: আনন্দবাজার আর্কাইভ থেকে।
০২১২
সাত দশক ধরে ছড়িয়ে থাকা সঙ্গীতজীবনে অজস্র সম্মানে ভূষিত হয়েছেন লতা। কঠোর পরিশ্রমকে পাথেয় করে সুরের জগতে নিজের জায়গা পাকা করে নিয়েছেন। ধীরে ধীরে বেড়েছে তাঁর সম্পত্তির পরিমাণও। লতার মালিকানাধীন সম্পত্তিতে কী কী রয়েছে?
ছবি: আনন্দবাজার আর্কাইভ থেকে।
০৩১২
লতার ঘনিষ্ঠরা বলেন, বিলাসবহুল গাড়ি চড়তে পছন্দ করতেন শিল্পী। তাঁর মধ্যে মার্সিডিজ বা ক্রাইসলারের মতো গাড়িও ছিল।
ছবি: আনন্দবাজার আর্কাইভ থেকে।
০৪১২
যদিও জীবনের গোড়ার দিকে বিলাসিতা তো দূরের কথা, সংসার চালানোই দায় ছিল লতাদের। ১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর এক মরাঠি পরিবারে লতার জন্ম।
ছবি: আনন্দবাজার আর্কাইভ থেকে।
০৫১২
১৩ বছর বয়সে মাথার উপর থেকে বাবা দীননাথ মঙ্গেশকরের ছত্রছায়া সরে গিয়েছিল। মরাঠি মঞ্চাভিনেতা এবং গায়ক দীননাথের মেয়ের কাঁধে তখন আশা, ঊষা, মীনা এবং হৃদয়নাথ-সহ গোটা সংসারের ভার। কম বয়সেই রোজগারের চেষ্টা শুরু করেন লতা।
ছবি: আনন্দবাজার আর্কাইভ থেকে।
০৬১২
১৯৪২ সালে মরাঠি ছবি ‘কিতী হসাল’-এ প্রথম গান রেকর্ড করে ২৫ টাকা উপার্জন করেছিলেন। তার পর থেকে সাত দশকে ৩৬টি ভাষায় নেপথ্য গায়িকা। ফিল্ম ছাড়াও রয়েছে নানা আঙ্গিকের গানের সম্ভার। ধীরে ধীরে বেড়েছে পরিচিতি। সেই সঙ্গে আয়ের পরিমাণও বাড়তে থাকে লতার।
ছবি: আনন্দবাজার আর্কাইভ থেকে।
০৭১২
দক্ষিণ মুম্বইয়ের মতো অভিজাত এলাকায় একটি বিলাসবহুল বাংলো রয়েছে লতার। পেডার রোডে ‘প্রভুকুঞ্জ ভবন’ নামে সে বাংলো থেকে ততধিক বিলাসবহুল গাড়ি চড়ে বার হতেন তিনি।
ছবি: আনন্দবাজার আর্কাইভ থেকে।
০৮১২
নিজের গ্যারাজে ক্রাইসলার, শেভ্রোলে বা বিউয়িক-এর মতো আমেরিকান গাড়ি রাখতে পছন্দ করতেন লতা। ঘোরাফেরা বা কাজের জন্য সে সবেই যাতায়াত ছিল প্রয়াত শিল্পীর।
ছবি: সংগৃহীত।
০৯১২
জেনারেল মোটরসের ওই গাড়িগুলির ছাড়াও মার্সিডিজের প্রতি লতার ভালবাসা অজানা নয়। বলিউডে জল্পনা, পরিচালক যশ চোপড়া ওই মার্সিডিজটি লতাকে উপহার দিয়েছিলেন।
ছবি: আনন্দবাজার আর্কাইভ থেকে।
১০১২
অনেকে বলেন, শুধুমাত্র গানের রয়্যালটি থেকে বছরে পাঁচ কোটি টাকা আয় হত লতার। সেই সঙ্গে নানা ক্ষেত্রে বিনিয়োগও ছিল তাঁর। এ ছাড়াও প্রতি মাসে লতা ৪০ লক্ষ টাকার বেশি আয় করতেন বলে দাবি অনেকের।
ছবি: আনন্দবাজার আর্কাইভ থেকে।
১১১২
লতার সম্পত্তির সঠিক পরিমাণ কত? তা নিয়ে নানা জনের নানা মত শোনা যায়। এ নিয়ে জল্পনাও বিস্তর।
ছবি: আনন্দবাজার আর্কাইভ থেকে।
১২১২
অনেকে বলেন, লতার মোট সম্পত্তি ৩৬০ কোটি টাকার কাছাকাছি। তবে কারও দাবি, ২০২২ সাল পর্যন্ত তা ১২০ কোটি টাকার বেশি হবে।