গুঁড়িয়ে দিয়েছিল রাশিয়া, নতুন ভাবে সেজে উঠছে দুনিয়ার সব থকে বড় পণ্যবাহী বিমান
সোমবার আন্তোনোভ সংস্থা জানিয়ে দিয়েছে, পুনর্নির্মাণের কাজ শুরু হয়ে গিয়েছে। খরচ পড়বে প্রায় ৫০২ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় ৪০৫৫ কোটি ৫১ লক্ষ ৯৯ হাজার ৫০০ টাকা।
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২২ ১০:২০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
দুনিয়ার সব থেকে বড় পণ্যবাহী বিমান। ইউক্রেনে হামলা চালিয়ে সেই বিমানকে ধ্বংস করেছিল রাশিয়া। বিমান ধ্বংস হলেও ‘স্বপ্ন’টাকে মরতে দেয়নি সংস্থা। আবার নতুন করে সেই বিমান তৈরি করার কাজে হাত দেওয়া হয়েছে।
০২১৫
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। সে সময় কিভের কাছে হস্টোমেলে প্রস্তুতকারী সংস্থার ঘাঁটিতে দাঁড়িয়ে ছিল আন্তনোভ এএম-২২৫। সেখানেই ধ্বংস করা হয় বিমানটি।
০৩১৫
বিমানটি ধ্বংসের পর প্রস্তুতকারী আন্তনোভ সংস্থা টুইটারে লিখেছিল, ‘‘স্বপ্নটা কখনও মরবে না।’’
০৪১৫
প্রতিশ্রুতি রেখেছে সংস্থা। তারা জানাল, বিমানটি নতুন করে তৈরি করা হচ্ছে।
০৫১৫
বিমানটিকে ডাকা হয় ‘ম্রিয়া’ নামে। ইউক্রেনীয় ভাষায় যার অর্থ স্বপ্ন। আশির দশকে বিমানটি তৈরি করা হয়েছিল। সোভিয়েত ইউনিয়ন আন্তলোভ ডিজাইন ব্যুরো এর নকশা করেছিল। স্পেসক্রাফট বহনের উদ্দেশ্যেই সেটি তৈরি হয়।
০৬১৫
১৯৮৮ সালের ডিসেম্বরে প্রথম বার আকাশে ওড়ে এএম-২২। সারা দুনিয়ায় ঘুরে কোভিড টিকা পৌঁছে দিয়েছিল বিমানটি।
০৭১৫
বোয়িং ৭৪৭ বিমানের দ্বিগুণ আয়তন ছিল আন্তনোভ এএম-২২৫-এর। এর দৈর্ঘ্য ছিল ৮৪ মিটার। পণ্যবাহী বিমানটির ছিল দীর্ঘতম ডানা। দু’টি ডানার মোট দৈর্ঘ্য প্রায় ৮৮ মিটার।
০৮১৫
ওজনের দিক থেকেও এত ভারী বিমান ম্রিয়ার আগে বা পরে তৈরি হয়নি। এর ওজন ২ লক্ষ ৮৫ হাজার কেজি। উড়ানের জন্য ককপিটে অন্তত ছ’জন বিমান কর্মী ও চালকের প্রয়োজন।
০৯১৫
রুশ হানার পর সিএনএনের এক সংবাদিক জানিয়েছিলেন, গোলা এসে বিমানের নাকে লেগেছিল। তাতে গোটা বিমানটি আর উড়ানের যোগ্য ছিল না। তার ডানা ভেঙে গিয়েছিল। লেজেও বেশ কিছু বুলেট লেগে ফুটো হয়ে গিয়েছিল।
১০১৫
সোমবার আন্তোনোভ সংস্থা জানিয়ে দিয়েছে, পুনর্নির্মাণের কাজ শুরু হয়ে গিয়েছে। খরচ পড়বে প্রায় ৫০২ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় ৪০৫৫ কোটি ৫১ লক্ষ ৯৯ হাজার ৫০০ টাকা।
১১১৫
বিমান প্রস্তুতকারী আন্তোনোভ সংস্থাকে নিয়ন্ত্রণ করে ইউক্রেনের সরকারি প্রতিরক্ষা সংস্থা ইউক্রোবোরোনপ্রম। তারা জানিয়েছে, বিমানটির পুনর্নির্মাণের জন্য সময় লাগবে ৫ বছর।
১২১৫
ইউক্রোবোরোনপ্রম বিবৃতি দিয়ে জানিয়েছে, তাদের ধারণা বিমানটি ফের আকাশ ওড়াতে গেলে খরচ হবে প্রায় ৩০০ কোটি ডলার। তাদের হুঁশিয়ারি, রাশিয়ার থেকেই আদায় করবে এই টাকা।
১৩১৫
সংস্থা মুখে যা-ই বলুক, জানে এই বিপুল খরচ আদায় সহজ নয়। ইউক্রেনের একটি সংস্থা এর মধ্যে আবার অনুদান সংগ্রহের কাজ শুরু করেছে। অদ্ভুত উপায়ে।
১৪১৫
সংস্থাটি ম্রিয়ার মডেল তৈরি করে বিক্রি শুরু করেছে। এক-একটির দাম ৯৯ ডলার। ভারতীয় মুদ্রায় ৮০০৬ টাকা।
১৫১৫
এই মডেল বিক্রির টাকায় ফের নতুন করে গড়ে তোলা হবে ম্রিয়া। বিমানটির যে কর্মীরা রুশ হামলায় ঘরবাড়ি হারিয়েছেন, তাঁদের বাড়িও তৈরি করে দেওয়া হবে এই টাকায়। এই টাকায় ইউক্রেনের বিমানচালকদের প্রশিক্ষণও দেওয়া হবে।