ভূমধ্যসাগরের পূর্ব প্রান্তের দ্বীপরাষ্ট্র সাইপ্রাস। ইউরোপীয় ইউনিয়নের সদস্য এই দেশ। যদিও তাতেও রয়েছে টুইস্ট। ছোট্ট দ্বীপরাষ্ট্র সাইপ্রাসকে আড়াআড়ি ভাগ করেছে রাষ্ট্রপুঞ্জের বাফার জ়োন। তার এক দিকে তুরস্কের দখলে থাকা উত্তর সাইপ্রাস (টার্কিস রিপাবলিক অফ নর্দার্ন সাইপ্রাস বা টিআরএনসি)। অন্য প্রান্তে সাইপ্রাস। একমাত্র সাইপ্রাসকেই স্বীকৃতি দেওয়া হয় আন্তর্জাতিক স্তরে।