যুদ্ধে এখন বহুল ব্যবহৃত হচ্ছে বিভিন্ন ধরনের ঘাতক ড্রোন। কে কত শক্তিশালী ড্রোন বানাতে পারে, তার প্রতিযোগিতা নিরন্তর চলছে। বোমা বহন করা, নিখুঁত নিশানায় আঘাত করা, এমনকি শত্রুপক্ষের নজরদারি এড়িয়ে তাদের ঘরে ঢুকে হামলা করা— এমন নানা ঘাতক বৈশিষ্ট্যসম্পন্ন ড্রোন বানানোর প্রতিযোগিতা চলছে। সম্প্রতি ইজ়রায়েল একটি ড্রোন তৈরি করেছে, মনে করা হচ্ছে, এই ড্রোন সামরিক জগতে ‘গেম চেঞ্জার’ হতে পারে।